মানসিক ভারসাম্যহীন এক তরুণীর শ্লীলতাহানির অভিযোগে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার হাসনাবাদ থানার টাকি থুবার মোড়ের কাছে দরবেশডাঙা পাড়ায়। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম নিতাই দাস, বাড়ি হাসনাবাদের রমাপুরে। গত কয়েক বছর ধরে স্থানীয় একটি আশ্রম দেখাশানার দায়িত্ব ছিল তাঁর উপর। খবর পেয়ে পুলিশ গিয়ে নিতাই দাসকে গ্রেফতার করে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, টাকি পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের দরবেশডাঙা পাড়ায় উঁচু পাঁচিলে ঘেরা একটি আশ্রম রয়েছে। সেখানকার দায়িত্বে ছিলেন নিতাইবাবু। ওই আশ্রমের পাশে আত্মীয়ের বাড়িতে এসেছিল বছর আঠারোর ওই তরুণী। মেয়েটির বাবার অভিযোগ, আমলকী খেতে দেওয়ার নাম করে মেয়েকে আশ্রমের ভেতরে নিয়ে গিয়ে অত্যাচারের চেষ্টা করলে সে চিৎকার করে। এ দিকে ওই তরুণীর উপর অত্যাচারের ঘটনা জানাজানি হতেই এলাকার মানুষ ক্ষোভে ফেটে পড়েন। উত্তেজিত জনতা নিতাইবাবুর ঘরে ঢুকে আসবাবপত্র ভাঙচুর করে ওই আশ্রমের দরজায় তালা ঝুলিয়ে দেয়। নিতাইবাবুকেও মারধর করা হয় বলে অভিযোগ। পুলিশ জানিয়েছে, আশ্রম কর্তৃপক্ষকে ঘটনার কথা জানানো হয়েছে।
|
রাজ্যের প্রাক্তন ভূমি ও ভূমি সংস্কার মন্ত্রী আব্দুর রেজ্জার মোল্লার নেতৃত্বে সোমবার দশ দফা দাবিতে জীবনতলা থানা ঘেরাও করল সিপিএম। কয়েক হাজার সিপিএম সমর্থক এ দিন মিছিল করে এসে ওই কর্মসূচিতে সামিল হন। তৃণমূলের ‘সন্ত্রাস’, রাজ্যে আইনশৃঙ্খলার ‘অবনতি’, সিপিএম সমর্থকদের দোকান বন্ধ করে দেওয়ার প্রতিবাদ-সহ নানা বিষয়ে একটি স্মাপকলিপিও দেওয়া হয় দলের তরফে। রেজ্জাক মোল্লা বলেন, “সামনে পঞ্চায়েত ভোট, রাজ্যের ৬৯ শতাংশ মানুষ গরিব। এই মানুষদের একটা অংশ মুখ ফিরিয়ে নেওয়ায় আমরা হেরেছি। সেই সব মানুষকে বুঝিয়ে দলে ফেরাতে হবে। আমাদের দলের কিছু মানুষ ওদের দলে যোগ দিয়েছে। তাদের আর দলে জায়গা দেওয়া হবে না।” এসডিপিও (ক্যানিং) পিনাকীরঞ্জন দাস বলেন, “দাবিগুলি খতিয়ে দেখা হচ্ছে।”
|
ভর সন্ধ্যায় জনবহুল রাস্তার ধারে এক ব্যক্তিকে গুলি করে, বোমা মেরে খুন করল দুষ্কৃতীরা। পুলিশ জানিয়েছে, সোমবার সন্ধ্যায় জগদ্দলের মোমিনপাড়া মোড়ে সন্তোষ রজক (৪০) নামে ওই ব্যক্তিকে গুলি করে দুষ্কৃতীরা। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ার পরে তাঁকে লক্ষ্য করে বোমাও ছোড়া হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ব্যক্তির। প্রত্যক্ষদর্শীরা জানান, একটি বড় গাড়ি নিয়ে দুষ্কৃতীরা এসেছিল। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পুরনো কোনও শত্রুতার জেরেই ছক কষে খুন করা হয়েছে সন্তোষবাবুকে। পুলিশ জানিয়েছে, আগে বেশ কয়েকটি গণ্ডগোলের ঘটনায় সন্তোষের নাম জড়িয়েছিল। অন্য দিকে, রবিবার গভীর রাতে খড়দহে বোমাবাজির ঘটনায় তৃণমূলের পক্ষ থেকে সোমবার সকালে এলাকায় শান্তি-শৃঙ্খলা স্বাভাবিক রাখার দাবিতে স্মারকলিপি দেওয়া হয়। |