৪-২ গোলে জিতল সিকিম ইউনাইটেড |
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
আই-লিগের দ্বিতীয় ডিভিশনের খেলায় ওএনজিসিকে ৪-২ গোলে হারিয়ে দিল ইউনাইটেড সিকিম। অপর খেলায় রয়্যাল ওয়াহিংদোর কাছে ১-০ গোলে হারল কালীঘাট মিলন সঙ্ঘ। ওএনজিসি-ইউনাইটেড সিকিম ম্যাচের ৭৪ মিনিটের মাথায় লাল কার্ড দেখে সিকিমের সন্দেশ ঝিংগনকে মাঠ ছাড়তে হয়। রেফারির সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেন কোচ ফিলিপ ডিরাইডার এবং ভাইচুং ভুটিয়া। কোচ বলেন, “জিতে আমরা খুশি। তবে যে ট্যাকল করতে গিয়ে সন্দেশকে লাল কার্ড দেখতে হল তা দুভার্গ্যজনক। ও ভাল ডিফেন্ডার। দেশের ফুটবল দলে ওর মতো ফুটবলার দরকার। ও ‘কঠিন ট্যাকল’ করতে যাচ্ছিল। খেলার প্রয়োজনে তা দরকার। তার জন্য বারবার কার্ড দেখানোয় খেলার সৌন্দর্য নষ্ট করা হচ্ছে। এতে ওর মতো ডিফেন্ডাররা কঠিন ট্যাকল করতে বা এই ধরনের খেলায় উৎসাহ হারাবে। আন্তর্জাতিক স্তরের ম্যাচে এ কারণেই ভারতীয় ফুটবল পিছিয়ে পড়ছে।” |
|
শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে দ্বিতীয় ডিভিশন আইলিগে ইউনাইটেড
সিকিম বনাম ওএনজিসির খেলায় ভাইচুং ভুটিয়া। —নিজস্ব চিত্র। |
রেফারির সিদ্ধান্ত নিয়ে কী কোচ অভিযোগ জানাবেন? ফিলিপ ডি রাইডার অবশ্য জানিয়েছেন, তিনি কোনও অভিযোগ জানাবেন না। ম্যাচ কমিশনার জি সুবর্ণ জানিয়েছেন, প্রথমার্ধে ২৩ মিনিটের মাথায় হলুদ কার্ড দেখেন সন্দেশ। পরে দ্বিতীয়ার্ধে ফের হলুদ কার্ড দেখে তাকে মাঠ ছাড়তে হয়। তাতে দেশের ফুটবল নিয়ে অকারণে কেউ মন্তব্য করলে তা শোভন নয়। কোচ তা বলে থাকলে ঠিক করছেন না। ইউনাইটেড সিকিমের হয়ে এ দিন ২ এবং ১৩ মিনিটের মাথায় ২ টি গোল করেন ড্যানিয়েল বিদেমি। দ্বিতীয়ার্ধে বিপক্ষের বক্সে থোই সিংহের কাছ থেকে বল পেয়ে চমৎকার গোল করেন কুইন্টন। এর পর ওএনজিসি পেনাল্টি থেকে ১ টি গোল শোধ করে। খেলার ৬৮ মিনিটের মাথায় সিকিমের হয়ে গোল করেন হীরালাল ছেত্রী। বাবাতুঙ্গেকে বসিয়ে তাকে নামিয়েছিলেন কোচ। খেলা শেষের ঠিক আগে ওএনজিসি’র হয়ে গোল করেন কেওয়েইস্তান। যতীন বিস্তের বদলি হিসাবে তিনি নেমেছিলেন। রয়্যাল ওয়াহিংদোর কাছে ১-০ গোলে হারে ল কালীঘাট মিলন সঙ্ঘ। সোমবার শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে ওই খেলায় জয়সূচক একমাত্র গোলটি করেন করিমও নুরেইন। এ দিন গোল করার ২টি সহজ সুযোগ নষ্ট করেছেন কালীঘাটের তন্ময় কুণ্ডু। আরও কয়েকটি সুযোগ কালীঘাটের ফুটবলাররা এ দিন কাজে লাগাতে পারেননি। |
|