এশিয়া কাপের আগে ভারত যে বিশ্রাম পেল, তাতে ক্রিকেটারদের ভালই হয়েছে। অস্ট্রেলিয়া সফরের স্মৃতি মন থেকে মুছে ফেলতে এই বিশ্রামটা ওদের দরকার ছিল। উপমহাদেশের চেনা পিচে ফিরে ওরা নিশ্চয়ই স্বস্তিতে নিশ্বাস নিচ্ছে। ভারতের জন্য এশিয়া কাপ ভীষণ গুরুত্বপূর্ণ। এখন থেকে ২০১৩ পর্যন্ত উপমহাদেশের বাইরে যাচ্ছে না ভারত। তরুণদের এগিয়ে এসে দায়িত্ব নেওয়ার এটাই সেরা সুযোগ। বীরু না থাকায় সচিন-গম্ভীরের সেট ওপেনিং জুটি খেলবে। তিনে কোহলির নামা উচিত। অস্ট্রেলিয়ায় যেখে যা মনে হল, তাতে চার থেকে সাতে নামবে রোহিত, রায়না, ধোনি, জাডেজা। অলরাউন্ডার স্লটের জন্য রয়েছে দুই পাঠান ভাই। তার মানে মনোজ তিওয়ারিকে আরও একটা টুর্নামেন্ট বেঞ্চে বসে কাটাতে হবে। মনোজের জন্য আমার বার্তাটা খুব সহজ যদি একটা সুযোগও পাস, সেটাকে কাজে লাগা। আমার মনে হয় মনোজ আর ইউসুফ পাঠানকে এ বার সুযোগ দেওয়া উচিত। বাংলাদেশের নিচু, স্লো পিচে ভারত নিশ্চয়ই তিন সিমার খেলাতে চাইবে। অশোক দিন্দাকে একটা সুযোগ দেওয়া উচিত। এই মরসুমে অসাধারণ ছন্দে রয়েছে। জাতীয় দলের জার্সি পরে ভাল কিছু করার জন্য ও নিশ্চয়ই তেতে রয়েছে।
|
রাজ্য সরকারের স্মরণ সভার মঞ্চও মেলাতে পারল না দু’পক্ষকে। শৈলেন মান্না-বিতর্ক থেকেই গেল। মৃত্যুর পর কিংবদন্তি শৈলেন মান্নার পরিবারের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছিল তাঁর ক্লাব মোহনবাগানের। সোমবার নেতাজি ইন্ডোরের স্মরণসভার পার্থক্য ছিল বয়কটের রাস্তায় না হেঁটে দু’পক্ষই এসেছিলেন মালা দিতে। প্রয়াত ফুটবলারের মেয়ে নীলাঞ্জনা মান্না বাবার ছবিতে মালা দেওয়ার বেশ খানিকক্ষণ পর এলেন মোহনবাগান সচিব অঞ্জন মিত্র। জনাকয়েক কর্তা সমেত। মালা দেওয়ার পর উদ্যোক্তারা কাকতালীয় ভাবে অঞ্জনবাবুদের যেখানে বসালেন তার দু’টো চেয়ার পরেই বসেছিলেন নীলাঞ্জনা। দু’পক্ষই বেশ অস্বস্তিতে মনে হল। দু’পক্ষই কেউ কারও দিকে না তাকিয়ে সামনে মান্নার ছবির দিকে চোখ রাখলেন। কিছু পরেই দেখা গেল নীলাঞ্জনা মঞ্চে উঠে গিয়েছেন। আর মোহন-কর্তারা স্টেডিয়াম ছেড়ে বাড়ি ফেরার পথে।
|
ম্যাচ গড়াপেটা নিয়ে নতুন বিতর্কে তাঁর নাম জড়িয়ে দেওয়ায় লন্ডনের সংবাদপত্র ‘সানডে টাইমস’-এর বিরুদ্ধে মামলার হুমকি দিলেন বলিউড অভিনেত্রী নুপূর মেটা। তাঁর অভিযোগ, লন্ডনের কাগজে মুখ অস্পষ্ট করে তাঁর ছবিই ছাপানো হয়েছে। একই সঙ্গে আইসিসি আজ জানিয়ে দিল, বিশ্বকাপ সেমিফাইনালে ভারত-পাক ম্যাচে কোনও গড়াপেটা হয়নি। ফলে তদন্তের প্রশ্ন নেই।
লন্ডনের কাগজটি তদন্ত চালিয়ে আইসিসি-কে রিপোর্ট পেশ করেছে, ২০১১ বিশ্বকাপ সেমিফাইনালে ভারত-পাক ম্যাচে বুকিদের প্রভাব ছিল। কাউন্টি ক্রিকেটে গড়াপেটা এখন চলছে এক বলিউড অভিনেত্রীকে ‘টোপ’ হিসাবে ব্যবহার করে। সেই অভিনেত্রীর মুখ অস্পষ্ট করে একটি ছবিও ছাপানো হয়। যার পরিপ্রেক্ষিতে নুপূর জানাচ্ছেন, তাঁর অভিনীত ‘যো বোল সোনিহাল’ সিনেমায় তিনি ওই পোশাক পরেছিলেন। বলছেন, “আমাকে এমন একটা ব্যাপারের সঙ্গে জড়ানো হল, যার সঙ্গে আমার কোনও যোগাযোগই নেই। আমি লন্ডনের ওই সংবাদপত্রের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব ভাবছি।” এ দিকে প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় বলেছেন, “কোথা থেকে ওরা এ সব তথ্য পেয়েছে জানি না। তবে ভারত বিশ্বচ্যাম্পিয়ন। সেই কৃতিত্ব আমাদের থেকে কেড়ে নেওয়া যাবে না।”
|
সিনিয়র আন্তঃজেলা ক্রিকেটের বর্ধমান জোনের খেলা শুরু হল সোমবার। এ দিন খেলা হল রাধারানি স্টেডিয়ামে। প্রথম ম্যাচে উত্তর ২৪ পরগনা ৮ উইকেটে হারিয়েছে পুরুলিয়াকে। প্রথমে পুরুলিয়া করে ২৭.১ ওভারে ১১৭। বীরেন ভার্মার ২৩ রান দলের সর্বোচ্চ। উত্তর ২৪ পরগনার সৌরভ দত্ত ২১ রানে ৪টি, প্রবীর বিশ্বাস ২৪ রানে ২টি ও অনুপ সিংহ ১৪ রানে ২টি উইকেট দখল করেন। উত্তর ২৪ পরগনা ১৪.৫ ওভারে দু’উইকেটে রান তুলে নেয়। দলের অরিঞ্জয় পাল ৬৬ ও মিঠু চক্রবর্তী ২২ রান করেন।
|
সাদার্ন সমিতিকে ২-০ হারিয়ে আইএফএ শিল্ডের সেমিফাইনালে গেল বোতাফোগো। গোল করলেন ফনসেকা এবং ব্রুনো। সেমিফাইনালে ব্রাজিলের ক্লাব খেলবে প্রয়াগ ইউনাইটেডের সঙ্গে। |