এনসিটিসি বৈঠক বিফলই, আশ্বাস কেন্দ্রীয় সচিবের
কোনও সমাধানসূত্র মেলার আশা ছিল না। মিললও না।
রাজ্যগুলির আপত্তি, কেন্দ্রের যুক্তি ও পাল্টা যুক্তিতেই আটকে রইল জাতীয় সন্ত্রাস দমন কেন্দ্র (এনসিটিসি) নিয়ে রাজ্যের শীর্ষ আমলা ও পুলিশকর্তাদের সঙ্গে স্বরাষ্ট্রসচিব রাজ কুমার সিংহের বৈঠক। এ দিন বৈঠকে কংগ্রেস শাসিত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি বাদে প্রায় সব রাজ্যই আপত্তি তুলেছে। এ নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই আপত্তি তোলেন। আজকের বৈঠকে মুখ্য সচিব সমর ঘোষ ও ডিজি নপরাজিত মুখোপাধ্যায় ফের সেই আপত্তির কথা জানান। মধ্যপ্রদেশ, গুজরাত, ওড়িশা, তামিলনাড়ু, ছত্তীসগঢ় এবং কর্নাটকের প্রতিনিধিরাও এর তীব্র বিরোধিতা করেছেন।
রাজ্যের মূল আপত্তি, এনসিটিসি-কে ইউএপিএ (আনলফুল অ্যাক্টিভিটিজ প্রিভেনশন অ্যাক্ট)-র ৪৩ক ধারায় গ্রেফতার বা তল্লাশির অধিকার দেওয়ায় রাজ্য পুলিশের ক্ষমতায় হস্তক্ষেপ করা হচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব যুক্তি দেন, সন্ত্রাসবাদী হামলার মতো বিশেষ অবস্থাতেই এই ক্ষমতা দেওয়া হয়েছে। ওই আইনেরই ৪৩খ ধারায় ধৃত ব্যক্তিকে স্থানীয় থানায় হাজির করানোর কথাও বলা আছে। কিন্তু সামগ্রিক ভাবে এনসিটিসি-কে সব সংস্থার উপরে ‘ছড়ি ঘোরানোর ক্ষমতা’ দেওয়া হয়েছে বলে অভিযোগ রাজ্যগুলির ।
১ মার্চ থেকে এনসিটিসি চালুর কথা বললেও আপাতত কেন্দ্র তা স্থগিত রেখেছে। কেন্দ্র ও রাজ্য সরকারের আমলারা বলছেন, রাজনৈতিক স্তরেই জট কাটানো সম্ভব। ১৬ এপ্রিল অভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়ে মুখ্যমন্ত্রীদের সম্মেলন। তখন এনসিটিসি নিয়ে পৃথক বৈঠক হতে পারে। তার আগে এনসিটিসি-তে রাজ্যগুলির অংশগ্রহণ বাড়িয়ে, স্থায়ী পরিষদের অধিকার সম্প্রসারণ করে বা ইউএপিএ-র আওতায় গ্রেফতারের ক্ষমতার ক্ষেত্রে রাজ্য পুলিশকেও সঙ্গে রাখার মতো শর্ত জুড়ে জটিলতা কাটানো যায় কি না, তা দেখা হবে। আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব আশ্বাস দেন, সকলের আশঙ্কার কারণ দূর করার চেষ্টা হবে। রাজ্যগুলোর আপত্তি থাকলেও স্বরাষ্ট্র মন্ত্রকের দাবি, ভারতের মতো দেশে সন্ত্রাস দমনে এনসিটিসি-র মতো সংস্থার প্রয়োজন সব রাজ্যই মেনেছে। রাজ্যের আমলা-পুলিশকর্তারা যাতে বিষয়টি মুখ্যমন্ত্রীদের বোঝানোর চেষ্টা করেন, সে অনুরোধও জানান স্বরাষ্ট্র সচিব।

জাতীয় সন্ত্রাস দমন কেন্দ্র
কাঠামো
• কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনী (আইবি)-র অধীনস্থ
• থাকবেন আইবি, র, সামরিক গোয়েন্দা, মাদক নিয়ন্ত্রণ, শুল্ক-সহ বিভিন্ন দফতরের অফিসার
• গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং পাঠানো, তথ্য বিশ্লেষণ, সন্ত্রাস দমন অভিযানে ৩টি বিভাগ
• কেন্দ্র-রাজ্য সমন্বয়ে এনসিটিসি-র অধিকর্তা, ৩ যুগ্ম-অধিকর্তা, রাজ্যের সন্ত্রাস দমন বাহিনীর প্রধানদের নিয়ে স্থায়ী পরিষদ
প্রধান কাজ
• সন্ত্রাস দমনে পরিকল্পনা তৈরি এবং বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয়
• গোয়েন্দা তথ্য সংগ্রহ, বিশ্লেষণ এবং সেই অনুযায়ী বিভিন্ন সংস্থাকে দায়িত্ব দেওয়া
• সন্ত্রাসবাদীদের সম্পর্কে তথ্যভাণ্ডার তৈরি
• সন্ত্রাস দমনের ক্ষেত্রে অগ্রাধিকার ঠিক করা
• গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রতিদিন কেন্দ্র ও রাজ্যকে সতর্ক করা
ক্ষমতা
• এনএসজি-কে ডেকে পাঠানো
• সন্ত্রাস দমনে যে কোনও সংস্থার থেকে যে কোনও তথ্য চাওয়া রাজ্যের আপত্তি
• ইউএপিএ-র ৪৩ক ধারায় দেশের সর্বত্র গ্রেফতার বা তল্লাশি চালানোর ক্ষমতায়


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.