|
|
|
|
বেতন বন্ধ তিন মাস |
|
বহু কর্মী ও পাইলট ছুটিতে,
কিছু উড়ান বাতিল কিংফিশারের
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
|
ক্ষোভ বাড়ছে কর্মীদের মধ্যে। তিন মাস ধরে বেতন নেই। সোমবার সকাল থেকে তাই অনেক কর্মী ‘অসুস্থ’ বলে ছুটি নিয়ে নিয়েছেন। সেই কর্মীদের মধ্যে পাইলটেরাও রয়েছেন। তাই সোমবার বাধ্য হয়ে বেশ কিছু উড়ান বাতিল করে দিতে হয়েছে কিংফিশারকে। উড়ান বাতিল করতে হয়েছে প্রধানত দিল্লি ও মুম্বই থেকে। সংস্থা সূত্রে জানা গিয়েছে, কলকাতা থেকে এ দিন বাতিল করতে হয়েছে শুধু ভুবনেশ্বরের বিকেলের উড়ান। তবে পাইলটের অভাবে নয়, ওই উড়ান বাতিল হয় যাত্রী কম ছিল বলেই।
নানা ধরনের সমস্যায় কিংফিশার জেরবার। দু’তিন দিন অন্তর কোনও না কোনও সমস্যা এসে দাঁড়াচ্ছে ওই বিমান সংস্থার সামনে। কখনও জ্বালানি সরবরাহ বন্ধ করে দেওয়া হচ্ছে। কখনও বা টিকিট বিক্রিই বন্ধ করে দিচ্ছেন এজেন্টরা। আবার কখনও বিমান সংস্থার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিল করে দিচ্ছে আয়কর ও বিক্রয়কর দফতর। দীর্ঘদিন বেতন না-পেয়ে কর্মীরা বেঁকে বসছেন মাঝেমধ্যেই। প্রতিটি ক্ষেত্রেই মুখরক্ষার জন্য ওই সংস্থার পক্ষ থেকে একই কথা বলা হচ্ছে “খুব তাড়াতাড়ি সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে।”
সোমবার পাইলটেরা ছুটিতে যাওয়ায় দেশ জুড়ে প্রায় ৩০টি উড়ান বাতিল করতে হয়েছে। একই রুটে একাধিক উড়ানের জায়গায় একটি উড়ান চালানো হয়েছে। কিংফিশারের পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার তাদের ৮০ শতাংশ উড়ান চলেছে। কলকাতা থেকে সকালের ভুবনেশ্বর, ঢাকা, মুম্বই, ব্যাঙ্ককের উড়ান নির্ধারিত সূচি মেনেই যাতায়াত করেছে। যে-সব উড়ান বাতিল হয়, সেগুলির যাত্রীদের হয় অন্য সংস্থার উড়ানে গন্তব্যে পৌঁছে দেওয়া হয়েছে অথবা ফেরত দেওয়া হয়েছে টিকিটের দাম। নতুন করে সমস্যায় পড়েছেন ট্রাভেল এজেন্টরাও। মুনাফার আশায় যে-সব এজেন্ট আগে থেকে কিংফিশারের সস্তার কুপন কেটে রেখেছিলেন, তাঁরা এখন সমস্যায় পড়েছেন। কারণ উড়ানের অনিশ্চয়তার জন্য সেই কুপন বিক্রি করতে পারছেন না তাঁরা। কম টাকার টিকিটেও কিংফিশারের বিমানে উড়তে চাইছেন না যাত্রীরা। ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন (আয়েটা) মারফত এজেন্টদের দিয়ে টিকিট বিক্রি করে সব বিমান সংস্থা। কিন্তু সেই আয়েটা-র কাছেও বকেয়া পড়ে রয়েছে কিংফিশারের। তাই আয়েটার নির্দেশ অনুযায়ী কোনও এজেন্টই সরাসরি কিংফিশারের টিকিট বিক্রি করতে পারছেন না। ট্রাভেল এজেন্ট ফেডারেশন অফ ইন্ডিয়া (টাফি)-র পূর্বাঞ্চলের চেয়ারম্যান অনিল পাঞ্জাবি সোমবার জানান, কিংফিশারের কাছ থেকে এজেন্টরা প্রায় ১০০ কোটি টাকা পাবেন। |
|
|
|
|
|