টুকরো খবর |
উদ্ধার অপহৃত ছাত্র
নিজস্ব সংবাদদাতা • মালদহ |
অপহরণকারীদের ফোনের সূত্র ধরে অপহৃত দ্বাদশ শ্রেণির ছাত্রকে উদ্ধার করল পুলিশ। রবিবার দুপুর তিনটে নাগাদ কালিয়াচক থানার দারিয়াপুর থেকে পুলিশ তাকে উদ্ধার করে। ধরা পড়ে আতাউর শেখ নামে এক অপহরণকারী। ছাত্রের নাম অভিনন্দন রায়। শনিবার মালদহ শহরের ষষ্টীতলা লেনের বাড়ি থেকে দুষ্কৃতীরা তাকে অপহরণ করে। অপহরণকারীদের পিছু নিয়ে বাবা সুব্রত রায় শহরের বক্ষাটুলি লেন এলাকার গেলে দুষ্কৃতীরা তাঁকে আটকে রাখে বলে অভিযোগ। দুপুর নাগাদ তিনি সেখান থেকে পালিয়ে রাতে ইংরেজবাজার থানায় রাতে অভিযোগ জানান। এ দিন থানায় অভিনন্দনের বাবা-মা পুলিশ অফিসারদের সঙ্গে কথা বলার সময়ে দুষ্কৃতীরা ফোনে ৮০ হাজার টাকা দাবি করেন। পুলিশ সুপার জয়ন্ত পাল বলেন, “টাকা লেনদেন সংক্রান্ত বিরোধ কেন্দ্র করে এই ঘটনা বলে মনে হচ্ছে। এক জনকে গ্রেফতার করা হয়েছে।” তবে শনিবার দুপুরেই সুব্রতবাবু কেন অপহরণের ঘটনা জানাননি তাও খতিয়ে দেখা হচ্ছে। মালদহের ষষ্টীতলার বাসিন্দা সুব্রত রায় পেশায় গুড় ব্যবসায়ী। স্ত্রী সুপর্ণা দেবী স্বাস্থ্য দফতরের কর্মী। শনিবার সুপর্ণা দেবী কলকাতায় ছিলেন। রবিবার মালদহে আসার পরে সুব্রতবাবু ও তিনি থানার কথা বলার সময়ে অপহরণকারীরা ফোন করে। প্রাথমিক তদন্তে পুলিশ জানায়, ছাত্রের মামাবাড়ির কয়েক জনের বিরুদ্ধে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে টাকা পয়সা নেওয়ার বেশ কয়েকটি অভিযোগ রয়েছে। প্রতারণার বিষয়টি সামনে আসার পরে সম্প্রতি অভিযুক্তেরা গা-ঢাকা দেন। এর পাশাপাশি, ছাত্রকে অপহরণের ঘটনার সঙ্গে ওই প্রতারণার অভিযোগের কোনও যোগ রয়েছে কি না পুলিশ তা খতিয়ে দেখছে। এ ব্যাপারে সুব্রতবাবুর দাবি, “অভিষেকের মামার বাড়ির কারও নামে প্রতারণার অভিযোগ থাকলে আমরা কী করতে পারি! পুলিশ যথাযথ ব্যবস্থা নিক।
|
কাঠগড়ায় ‘সঙ্গদোষ’
নিজস্ব সংবাদদাতা • কোচবিহার |
দলের নেতাকর্মীদের ভুলভ্রান্তির জন্য নাম না করে ‘সিপিএমের সঙ্গদোষ’কে কাঠগড়ায় তুলল ফরওয়ার্ড ব্লক। রবিবার কোচবিহারের রবীন্দ্রভবনে উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদকে বিধিবদ্ধ ঘোষণার দাবিতে কনভেনশন করেন তারা। আত্মসমালোচনা করতে গিয়ে ফরওয়ার্ড ব্লকের কোচবিহার জেলা সম্পাদক উদয়ন গুহ নাম না করে বড় শরিকের প্রতি কটাক্ষ করে বলেন, “বাম শরিক কোনও একটি বিশেষ দল যে খারাপ কাজ করেছে তা নয়। রাজ্যের পাশাপাশি জেলাতে ফরওয়ার্ড ব্লকেরও ভুলভ্রান্তি হয়েছে। শরিকদের সঙ্গ দোষে তা হয়েছে। তা শোধরাতে মানুষের কাছে যেতে হবে। ফরওয়ার্ড ব্লককে ভুল সংশোধন করতে হবে।” তাঁর কথায়, মানুষ লক্ষ রাখছেন। শুধু তৃণমূলের ওপর রাগ করলে চলবে না। সিপিএম ও তৃণমূল একই সুরে কথা বলছে বলেও তাঁর অভিযোগ। সিপিএমের জেলা সম্পাদক মন্ডলীর সদস্য অনন্ত রায় বলেন, “শরিকদের কনভেনশনের বক্তব্যের জবাব দিতে চাই না। কিছু বলার থাকলে ওরা ফ্রন্টের বৈঠকে আলোচনা করুন।” উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদকে বিদ্ধিবদ্ধ ঘোষণার দাবিতে আন্দোলনের কর্মসূচি ঠিক করতে আগামী ১৩ মার্চ শিলিগুড়িতে বৈঠকে বসছে দলের বিভিন্ন জেলার নেতারা। শিলিগুড়ি-সহ কোথায় কী ভাবে আন্দোলন চালানো হবে সেখানেই তা চূড়ান্ত করা হবে।
|
রাজ্যকে বিঁধলেন মোহিত
নিজস্ব সংবাদদাতা • রায়গঞ্জ |
মন্ত্রীকে পাশে বসিয়ে সরকারের সমালোচনা করলেন রায়গঞ্জের কংগ্রেস বিধায়ক মোহিত সেনগুপ্ত। রবিবার হেমতাবাদ বাসস্ট্যান্ডে দলের শ্রমিক সংগঠন আইএনটিইউসি পরিচালিত মোটরকর্মী সংগঠনের কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। ছিলেন কালিয়াগঞ্জের কংগ্রেস বিধায়ক তথা রাজ্যের উন্নয়ন ও পরিকল্পনা দফতরের প্রতিমন্ত্রী প্রমথনাথ রায়। মোহিতবাবু বলেন, “মুখ্যমন্ত্রী নিজের একক সিদ্ধান্তে সরকার পরিচালনা করছেন। কংগ্রেসের বিধায়ক ও মন্ত্রীদের কাজ করতে দেওয়া হচ্ছে না। তৃণমূলের মন্ত্রী ও বিধায়করা নিজেদের খেয়ালখুশি মতো চলছেন। গত আটমাসে রাজ্য সরকার সবদিক থেকেই ব্যর্থ।” পরে প্রমথনাথবাবু বলেন, “সরকারকে আরও কিছুদিন সময় দেওয়া উচিত। অনেক মন্ত্রী অনভিজ্ঞ। সরকার ইতিমধ্যেই বিভিন্ন উন্নয়নমূলক কাজ শুরু করেছে। সরকার যে কোনও কাজই করছে না এ কথা সঠিক নয়।” কংগ্রেসের দাবি, আইএনটিটিইউসির ৫০ জন সদস্য এদিন আইএনটিইউসির সংগঠনে যোগ দেন। আইএনটিটিইউসি অবশ্য তা মানেনি। তাদের দাবি, ওই সদস্যদের আগেই বহিষ্কার করা হয়।
|
কাটা হাত, পা মিলল রেলসেতুতে
নিজস্ব সংবাদদাতা • মালদহ |
রেলসেতু থেকে মিলল দুটি রক্তাক্ত কাটা পা, একটি কাটা হাত এবং এক জোড়া জুতো। রবিবার দুপুর সাড়ে ৩টে নাগাদ ঘটনাটি ঘটে মালদহ শহরের কাছে মহানন্দা সেতুতে। দেহ পেতে রাত পর্যন্ত নদীতে তল্লাশি চলছে। জেলা পুলিশ সুপার জয়ন্ত পাল বলেন, “সেতু পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় তিনজন মারা যাওয়ার খবর মিলেছে। দেহ উদ্ধার না হলে বলা যাবে না যে কতজন মারা যান।” রেল পুলিশ সূত্রে খবর, এ দিন দুপুরে মালদহ টাউন স্টেশন থেকে অসমের দিকে যাচ্ছিল পুরী গুয়াহাটি এক্সপ্রেস। সেতুর উপর যখন ট্রেনটি ওঠে তখন উল্টোদিক থেকে ৪-৫ জন পুরাতন মালদহ থেকে মালদহের দিকে যাচ্ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেন আসতে দেখে কয়েকজন সেতু থেকে নদীতে ঝাঁপ দেন। কয়েকজন ঝাঁপ দিতে পারেননি। তাঁরাই কাটা পড়েন। মালদহ টাউন স্টেশনের জিআরপি ইন্সপেক্টর সুজিত ঘোষ বলেন, “যার বা যাদের দেহাংশ পাওয়া গিয়েছে তাদের বয়স ১৪-১৫ হবে।” পুরাতন মালদহ পুরসভার চেয়ারম্যান বিশ্বনাথ শুকুলের দাবি ৩ জন মারা গিয়েছেন। তিনি বলেন, “বহুবার জানালেও মহানন্দায় দু’টি সেতুতে ফুটপাত তৈরি করা হয়নি।”
|
বধূর মৃত্যু, ধৃত স্বামী
নিজস্ব সংবাদদাতা • রায়গঞ্জ |
অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল এক অন্তঃসত্ত্বা বধূর। পুলিশ মৃতার স্বামীকে গ্রেফতার করেছে। পুলিশ জানায়, মৃতার নাম চম্পা শীল (২৫)। বাড়ি রায়গঞ্জ থানার সুভাষগঞ্জ এলাকায়। শনিবার বিকালে বাড়িতে অগ্নিদগ্ধ হন ওই গৃহবধূ। তিনি ৬ মাসের অন্তঃসত্বা ছিলেন। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে রায়গঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করানো হলে গভীর রাতে সেখানেই তিনি মারা যান। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পারিবারিক বিবাদের জেরে ওই গৃহবধূ গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করেছেন। এক বছর আগে স্থানীয় উত্তম শীল নামে এক যুবকের সঙ্গে চম্পা দেবীর বিয়ে হয়। মৃতার ভাই রবিবার রায়গঞ্জ থানায় অভিযোগ করে জানান, বিয়ের পর থেকেই পারিবারিক নানা কারণে স্বামী সহ শ্বশুর বাড়ির লোকজন মেয়ের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন। সেই কারণেই অবসাদে চম্পাদেবী গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করতে বাধ্য হন। তিনি মৃতার স্বামী-সহ শ্বশুর বাড়ির ৬ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। চম্পাদেবীকে আত্মহত্যায় প্ররোচণা দেওয়া ও নির্যাতনের অভিযোগে এ দিন দুপুরে তাঁর স্বামী উত্তমবাবুকে পুলিশ গ্রেফতার করে।
|
অগ্নিদগ্ধ ছাত্রের মৃত্যু বালুরঘাটে
নিজস্ব সংবাদদাতা • বালুরঘাট |
অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল এক ছাত্রের। রবিবার বিকেলে ঘটনাটি ঘটে বালুরঘাটের মঙ্গলপুরের যোগমায়া কলোনিতে। পুলিশ জানায়, মৃতের নাম রতন দাস (১৭)। এবার তাঁর উচ্চ মাধ্যমিকে বসার কথা ছিল। বাড়িতে বিধবা মাকে নিয়ে অভাবের সংসার ছিল তাঁদের। খবরের কাগজ বিলি ও লোকের বাড়িতে মাঝে মধ্যে কাজ করার পাশাপাশি সে পড়াশুনাও করছিল। এই দিন বিকেল ৪টা নাগাদ তাঁর ঘর থেকে ধোঁয়া বের হতে দেখে লোকজন ছুটে যান। খবর দেওয়া হয় দমকল ও পুলিশকে। আশঙ্কাজনক অবস্থায় রতনকে বালুরঘাট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। একমাত্র ছেলের মৃত্যুতে শোকে দিশেহারা হয়ে পড়েছেন বিধবা জ্যোৎস্না দেবী। ওই ছাত্র আত্মহত্যা করেছে বলে পুলিশের ধারণা। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
|
ধৃত আরও ১
নিজস্ব সংবাদদাতা • বালুরঘাট |
বালুরঘাটে কংগ্রেস নেতা রিন্টু তরফদার খুনে অভিযুক্ত আরও ১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে তাকে বালুরঘাট থানার নামাবঙ্গি থেকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ জানায়, ধৃতের নাম সঞ্জয় চাকী। তার বাড়ি নামাবঙ্গিতে। ধৃতের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। রবিবার তাকে বালুরঘাট সিজেএম আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। গত ২ ফেব্রুয়ারি রাতে দলীয় কার্যালয় থেকে বাড়ি ফেরার পথে ওই কংগ্রেস নেতাকে দুষ্কৃতীরা কুপিয়ে ও গুলি করে খুন করে। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা খুনের সঙ্গে জড়িত বলে অভিযোগ করে জেলা কংগ্রেসের পক্ষ থেকে ৮ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়। পরদিন সঞ্জয় শীল নামে এক অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করে। পুলিশের দাবি, দেড় বছর আগে দুর্জয় চাকী খুনে অভিযুক্ত ছিল রিন্টু। তার বদলা নিতেই রিন্টুকে খুন করা হয় বলে ধৃত দুর্জয়ের ভাই সঞ্জয় চাকী পুলিশের কাছে স্বীকার করেছে। তার কাছ থেকে পাওয়া পিস্তলটি ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে।
|
ঝুলন্ত দেহ উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • ইসলামপুর |
এক মহিলার ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ। শনিবার রাতে উত্তর দিনাজরপুর জেলার ইসলামপুর থানা এলাকায় চোপড়াঝাড়ে ঘটনাটি ঘটেছে। পুলিশ জানায়, মৃত মহিলার নাম গোলাবি বেগম (২০)। বাড়ি ইসলামপুর থানার চোপড়া ঝাড় এলাকায়। এদিন রাতে ওই মহিলাকে ঘরের ভিতর ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পরিবারের লোকেরা পুলিশকে খবর দেন। তাঁকে ইসলামপুর হাসপাতালে নিয়ে যান। ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান পারিবারিক বিবাদের জেরে ওই মহিলা গলায় দড়ি লাগিয়ে আত্মহত্যা করেছেন। |
|