টুকরো খবর
তৃণমূলের সম্মেলন
পঞ্চায়েত ভোটে কর্মীদের চাঙা করতে আলিপুরদুয়ার ২ ও কুমারগ্রাম ব্লক সন্মেলন করল তৃণমূল। রবিবার শামুকতলার খাটাজানি ফুটবল মাঠে আলিপুরদুয়ার ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সন্মেলন হয়। কুমারগ্রাম ব্লক সন্মেলন হয় রহিমাবাদ হিন্দি হাই স্কুল চত্বরে। উপস্থিত ছিলেন বিধায়ক জ্যোতির্ময় রায়, খগেশ্বর রায়, দলের রাজ্য সহসভাপতি জহর মজুমদার, জেলা কার্যকরি সভাপতি মৃদুল গোস্বামী, যুব তৃণমুল কংগ্রেসের রাজ্য কার্যকরি সভাপতি সৌরভ চক্রবর্ত্তী-সহ অন্যান্যরা। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব এবং বনমন্ত্রী হিতেন বর্মনের আসবার কথা থাকলেও তাঁরা যাননি। বিধায়ক জ্যোতির্ময় রায় পঞ্চায়েত ভোটে কর্মীদের সংগঠিত হওয়ার আহ্বান জানান। মৃদুলবাবু আলিপুরদুয়ার মহকুমাকে জেলা ঘোষণার দাবি তোলেন। বন্ধ থাকা তুরতুরি বাগানের কর্মীরা সন্মেলনে এসেছিলেন। তবে উত্তরবঙ্গ উন্নন মন্ত্রী বা বনমন্ত্রী না যাওয়ায় এবং বাগান খোলার ব্যাপারে নেতারা কোন আশার কথা না শোনানোয় তাঁরা নিরাশ হন।

জলাধারের উদ্বোধন
পানীয় জলের সরবরাহে জলাধারের উদ্বোধন হল ধূপগুড়িতে। রবিবার ওই জলাধারের উদ্বোধন করেন ধূপগুড়ির পুর-চেয়ারম্যান সত্যরঞ্জন ঘোষ। পুরসভার ১৬টি ওয়ার্ডের ৪৮ হাজার বাসিন্দার মধ্যে মাত্র ১২ হাজার মানুষ জনস্বাস্থ্য ও কারিগরি দফতরের সরবরাহ করা জল পেতেন। একটি মাত্র জলাধার দিয়ে শহরের ওয়ার্ডগুলিতে জল পৌঁছনো সম্ভব হত না। ২০০৫ সালে তিন কোটি ৭০ লক্ষ্য টাকা ব্যয়ে অপর একটি জলাধার তৈরির কাজে হাত দেয় পুরসভা। এদিন ওই জলাধারের উদ্বোধন হয়। পুরসভার ১০৮ কিমি এলাকা জুড়ে পাইপলাইনের মাধ্যমে ওই জলাধার থেকে জল দেওয়া হবে বলে পুর কর্তৃপক্ষের দাবি।

তৃণমূলের সম্মেলন
রবিবার রাজগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের রাজগঞ্জ পঞ্চায়েত সম্মেলন হয় স্থানীয় রাজগঞ্জ এম এন হাইস্কুলে। ওই সম্মেলনে হাজির ছিলেন উত্তরবঙ্গ ঊন্নয়ন মন্ত্রী গৌতম দেব, বনমন্ত্রী হিতেন বর্মন, বিধায়ক খগেশ্বর রায়, জলপাইগুড়ি যুব সভাপতি সোমনাথ পাল প্রমুখ। সম্মেলন কমিটির আহ্বায়ক তপন দত্ত জানান, তৃণমূলের বিভিন্ন বুথ, যুব কংগ্রেস, চা বাগান, কলেজে ছাত্রছাত্রী, স্কুলের নির্বাচিত প্রতিনিধি, পঞ্চায়েত সদস্য, সরকারি কর্মচারীরা সম্মেলনে অংশ নিয়েছেন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.