জমির দালালি, তোলাবাজি, প্রোমোটারির মতো কাজে দলের নেতা-কর্মীদের যুক্ত থাকাকে কোনও ভাবেই প্রশ্রয় দেওয়া হবে না বলে জানিয়ে দিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব। রবিবার তৃণমূল কংগ্রেসের রাজগঞ্জ-১ এবং রাজগঞ্জ-২ নম্বর ব্লক সম্মেলনে দলের স্থানীয় নেতা-কর্মীদের উদ্দেশে এই বার্তা দেন তিনি। ওই ধরনের কাজে দলীয় কর্মীদের একাংশ যুক্ত থাকার অভিযোগে দলের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে জানিয়ে তিনি নেতা-কর্মীদের সতর্ক করেছেন। বিষয়টি মানুষ ভাল চোখে দেখেন না জানিয়ে বাসিন্দাদের সঙ্গে নিয়ে চলার পরামর্শ দিয়েছেন মন্ত্রী। গৌতমবাবু বলেন, “জমির দালালি, প্রোমোটারি, তোলাবাজির মতো কাজে নেতা-কর্মীদের কেউ যুক্ত থাকলে তা বরদাস্ত করা হবে না। দলের কিছু নেতাকর্মী ওই ধরনের কাজে যুক্ত থাকার অভিযোগ রয়েছে। আশা করি তাঁরা সতর্ক হবেন। দলের প্রতি নিয়মানুবর্তী থেকেই তাঁরা কাজ করবেন। অন্যথায় দল কঠোর সিদ্ধান্ত নেবে।” একবারে যে পরিস্থিতি বদলাবে না তা বোঝেন দলীয় নেতৃত্ব। তবে কর্মীদের সতর্ক করা হলে পরিস্থিতি বদলাবে বলেই তাঁরা আশাবাদী। দলীয় সূত্রে খবর, সম্প্রতি এলাকায় জমির দালালি, প্রমোটারি করে মোটা টাকা রোজগারের রাস্তায় দলের নেতা কর্মীদের একাংশ সক্রিয় বলে অভিযোগ পৌঁছয় জেলা নেতৃত্বের কাছে। নিউ জলপাইগুড়ি এলাকায় দলের নেতা-কর্মীদের একাংশের বিরুদ্ধে তোলাবাজির মতো ঘটনায় যুক্ত থাকা নিয়েও দলের মধ্যেই প্রশ্ন উঠেছে। ভবিষ্যতে এ সব বিষয়ে দলকে যে আরও অস্বস্তিতে পড়তে হতে পারে তা বুঝতে পেরে দলের নেতা-কর্মীদের আগাম সতর্ক করতেই মন্ত্রী এই বার্তা দেন বলে মনে করা হচ্ছে । এ দিন রাজগঞ্জ এমএন হাই স্কুলে তৃণমূলের রাজগঞ্জ-১ ব্লক সম্মেলন হয়। এই এলাকা দলেরই বিধায়ক খগেশ্বর রায়ের বিধানসভার মধ্যে পড়ে। রাজগঞ্জ-২ ব্লকের সম্মেলনটি হয় ভালবাসার মোড় এলাকায়। এটি গৌতমবাবুর বিধানসভা কেন্দ্রের মধ্যে। দুটি সম্মেলনেই উপস্থিত ছিলেন গৌতমবাবু। শীঘ্রই পুরসভার সংযোজিত এলাকার ১৪ টি ওয়ার্ডে দলীয় কর্মীদের নিয়ে আলাদা ভাবে ব্লক সম্মেলন করা হবে বলে দলের তরফে জানানো হয়েছে। সেখানেও উপস্থিত থাকবেন গৌতমবাবু। |