টুকরো খবর
বধূ খুনের অভিযোগে গ্রেফতার স্বামী-সহ ৪
বধূকে কীটনাশক খাইয়ে খুনের অভিযোগ উঠেছে শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে। বাঁকুড়ার খাতড়া থানার কপিলা গ্রামের ঘটনা। পুলিশ জানিয়েছে, মৃতার নাম লক্ষ্মীমণি হাঁসদা (২৩)। তাঁকে খুনের অভিযোগে পুলিশ লক্ষ্মীমণির স্বামী লক্ষ্মীকান্ত হাঁসদা, শ্বশুর গোপাল হাঁসদা, শাশুড়ি জননী হাঁসদা ও ননদ পূর্ণিমা মাণ্ডিকে গ্রেফতার করেছে। শনিবার ধৃতদের খাতড়া আদালতে তোলা হলে বিচারক তাঁদের চারদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে কপিলা গ্রামে শ্বশুরবাড়িতে বিষক্রিয়াজনিত কারণে মৃত্যু হয় লক্ষ্মীমণিদেবীর। তাঁর মা সুখী সোরেন পরের দিন বিকেলে খাতড়া থানায় মেয়েকে কীটনাশক খাইয়ে খুন করা হয়েছে বলে জামাই-সহ চার জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে শুক্রবার রাতে পুলিশ মৃতার স্বামী-সহ চার জনকে গ্রেফতার করে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এক বছর আগে খাতড়ার কপিল গ্রামের বাসিন্দা লক্ষ্মীকান্ত হাঁসদার সঙ্গে সিমলাপাল থানার ধবাগোড়া গ্রামের বাসিন্দা লক্ষ্মীমণির বিয়ে হয়েছিল। লক্ষ্মীমণিদেবীর মা সুখী সোরেনের অভিযোগ, “বিয়ের পর থেকেই শ্বশুরবাড়ির লোকেরা আমার মেয়ের উপরে অত্যাচার চালাচ্ছিল। বৃহস্পতিবার রাতে শ্বশুরবাড়ির লোকজনই মেয়েকে কীটনাশক খাইয়ে খুন করেছে।” জেলা পুলিশের এক কর্তা বলেন, “ময়না-তদন্তের রিপোর্ট পাওয়ার পরেই মৃত্যুর সঠিক কারণ বলা যাবে। তবে বিষক্রিয়ার ফলেই ওই বধূর মৃত্যু হয়েছে বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছি। মৃতার মায়ের অভিযোগের ভিত্তিতে চার জনকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ চলছে।”

শ্লীলতাহানির অভিযোগ
মদভাটি মালিকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ আনলেন এক বধূ। শনিবার গভীর রাতে সোনামুখী থানার কামারগেড়িয়া গ্রামের ঘটনা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বধূটির স্বামী শনিবার রাতে ওই ভাটিতে মদ পান করতে গিয়েছিলেন। অনেক রাত পর্যন্ত তিনি বাড়ি না ফেরায় বছর চল্লিশের ওই বধূ ভাটিতে খোঁজ করতে যান । স্বামী মদ পান করে বেহুঁশ হয়ে থাকায় মদ ভাটির মালিক তাঁকে জোর করে মদ পান করিয়ে শ্লীলতাহানি করে বলে ওই বধূর অভিযোগ। রবিবার সকালে পড়শিদের সঙ্গে নিয়ে তিনি থানায় গিয়ে ওই ভাটি মালিকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেন। পুলিশ জানিয়েছে, শীতল বাউরি নামের বছর ষাটের ওই ভাটি মালিক রবিবার সকাল থেকে পলাতক। তার খোঁজ শুরু হয়েছে। বধূটির অভিযোগ, “ভাটিতে গিয়ে দেখি স্বামী বেহুঁশ হয়ে পড়ে রয়েছে। ভাটির মালিক আমাকেও জোর করে মদ খাওয়ানোয় আমি অচৈতন্য হয়ে পড়ি। তারপর কী হয়েছে মনে নেই।” গ্রামবাসীদের একাংশের দাবি, “ভোরের দিকে ভাটির কাছ থেকে ওই মহিলাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। ভাটির মালিক তাঁর সঙ্গে অশালীন আচরণ করেছেন।”

কিশোরী ‘অপহরণ’, ইঁদপুরে যুবক ধৃত
এক কিশোরীকে অপহরণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। উদ্ধার করা হয়েছে অপহৃত ওই কিশোরীকেও। বাঁকুড়ার ইঁদপুর থানার বারোবেন্দা গ্রামের ঘটনা। পুলিশ জানিয়েছে, ধৃত যুবকের নাম দীপক বাউরি। বাড়ি ইঁদপুরের বনদেউলি গ্রামে। অনুরাধা মণ্ডল নামে উদ্ধার হওয়া ওই কিশোরীর বাড়ি বারোবেন্দা গ্রামে। শনিবার বিকেলে বাংলা মোড়ে বাস ধরতে যাওয়ার পথে দীপক ও অনুরাধাকে ধরে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২ ফেব্রুয়ারি বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে যায় স্থানীয় জোড়দা গার্লস হাইস্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী অনুরাধা। পরের দিন ইঁদপুর থানায় নিখোঁজ ডায়েরি করেন অনুরাধার বাবা জিতেন মণ্ডল। বৃহস্পতিবার জিতেনবাবু পুলিশের কাছে বনদেউলি গ্রামের বাসিন্দা দীপক বাউরির বিরুদ্ধে তাঁর মেয়েকে অপহরণের অভিযোগ দায়ের করেন। জেলা পুলিশের এক কর্তা বলেন, “অপহৃত ওই ছাত্রীকে উদ্ধার করা হয়েছে। ওই ছাত্রীর বাবার অভিযোগের ভিত্তিতে দীপক বাউরিকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।” রবিবার দু’জনকেই খাতড়া আদালতে হাজির করানো হলে বিচারক দীপককে ১২ দিন জেল হাজতে রাখার নির্দেশ দেন। পাশাপাশি ওই কিশোরীকে তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।

পুলিশকে দুষলেন সূর্যকান্ত
বলরামপুরের সভায় বিরোধী দলনেতা। ছবি: সুজিত মাহাতো।
বলরামপুরে সম্প্রতি জোনাল অফিস ভাঙচুরের ঘটনার প্রতিবাদ সভা করল সিপিএম। শনিবার ওই সভায় বিরোধী দল নেতা সূর্যকান্ত মিশ্র অভিযোগ করেন, “ধর্মঘটের আগের দিন তৃণমূলের লোকজন আমাদের দলীয় কার্যালয় ভাঙচুর করল। পুলিশের কাছে অভিযোগ জানিয়েও সুবিচার মেলেনি। উল্টে আমাদের দলের লোকেদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে।” রবিবার সকালে বাঁকুড়ার বঙ্গ বিদ্যালয়ে সিপিএমের কৃষক সভার একটি সভায় বক্তৃতা দেন সূর্যকান্তবাবু। ছিলেন সিপিএমের বাঁকুড়া জেলা সম্পাদক অমিয় পাত্র, কৃষকসভার জেলা সম্পাদক নকুল মাহাতো প্রমুখ।

কর্নাটকে গিয়ে নিখোঁজ যুবক
কর্নাটকে কাজ করতে যাওয়া ছেলের সন্ধান না পেয়ে পুলিশের দ্বারস্থ হলেন বাবা। বিশ্বজিৎ বাউরি নামের বছর তেইশের ওই যুবকের বাড়ি বাঁকুড়া সদর থানার সেন্দড়া গ্রামে। তাঁর বাবা অশ্বিনী বাউরি রবিবার পুলিশের কাছে জানান, মাস চারেক আগে স্থানীয় দুই যুবক তাঁর ছেলেকে কর্নাটকে একটি ঠিকা সংস্থায় কাজ করাতে নিয়ে যান। দিন কুড়ি আগে বিশ্বজিৎ ফোনে জানান, ওই এলাকা তাঁর ভাল লাগছে না। তিনি ফিরে আসবেন। অশ্বিনীবাবু বলেন, “তারপর থেকে ছেলের কোনও খবর পাচ্ছি না। ও কোথায়, কী অবস্থায় রয়েছে জানি না। যারা কাজের ব্যবস্থা করেছিল, তারাও সঠিক খবর দিতে পারছে না।” পুলিশ জানিয়েছে, ওই যুবকের খোঁজ করা হচ্ছে।

পঞ্চায়েতে বিক্ষোভ
১০০ দিনের কাজে দুর্নীতি, ইন্দিরা আবাস যোজনা, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা-সহ পঞ্চায়েতের নানা প্রকল্পে দলবাজির অভিযোগ তুলে শনিবার সিমলাপাল ব্লকের সিপিএম পরিচলিত দুবরাজপুর গ্রাম পঞ্চায়েত অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখালেন তৃণমূল কর্মী-সমর্থরা। পরে তৃণমূলের তরফে পঞ্চয়েত প্রধানের কাছে ১০ দফা দাবিতে স্মারকলিপিও দেওয়া হয়।

সংঘর্ষ, ধৃত ২
রাজনৈতিক সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে ইন্দাস থেকে দুই তৃণমূল সমর্থককে গ্রেফতার করল পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃতেরা হলেন খরশী গ্রামের সৈয়দ ইসলাম আলি ও মঙ্গলপুর গ্রামের বাসিন্দা পরেশনাথ হাটি। গত ২৮ ফেব্রুয়ারি খরশী গ্রামে তৃণমূলের রবিউল হোসেন গোষ্ঠীর সঙ্গে গৌতম বেরা গোষ্ঠীর সংঘর্ষ হয়। ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই গোষ্ঠীর দুই সমর্থককে শনিবার ভোরে পুলিশ গ্রেফতার করেছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.