টুকরো খবর
জনতার দরবারে কাউন্সিলর
নিজের কাজের মূল্যায়ণ করতে জনতার দরবারে হাজির হলেন মেদিনীপুর শহরের ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বেশ্বর নায়েক। সঙ্গে ছিলেন ওয়ার্ড উন্নয়ন কমিটির সম্পাদক সোমনাথ মুখোপাধ্যায়। তার আগে অবশ্য একটি লিফলেট বিলি করা হয়। যেখানে কাউন্সিলর হিসাবে কী কী কাজ করতে পেরেছেন তার খতিয়ান দেওয়া ছিল। কী করার পরিকল্পনা রয়েছে তারও উল্লেখ রয়েছে। রয়েছে নিকাশি নালা, শিশু শিক্ষা কেন্দ্র, রাস্তা নির্মাণের খতিয়ান। কিন্তু মানুষ কী সেই কাজে সন্তুষ্ট? তাঁদের কথা জানতেই এ দিনের দরবার। অনেকে যেমন কাউন্সিলরের কাজে সন্তোষ প্রকাশ করলেন অনেকে আরও উন্নয়নের দাবি জানালেন। কাউন্সিলর ও উন্নয়ন কমিটি সেই দাবি মেনে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। সোমনাথবাবুর কথায়, “কাজ করতে গেলে ভুল ত্রুটি হতেই পারে। যাঁরা ভোট দিয়ে কাউন্সিলর নির্বাচন করেছেন, তাঁদের কাছ থেকেই ভুল ত্রুটি শুধরে নিতে চাই। ওয়ার্ডবাসীর দাবি মেনে, সীমাবদ্ধ আর্থিক ক্ষমতার মধ্যেও কাজ করে যেতে চাই।” কাউন্সিলরের কথায়, “জনগণ নির্বাচিত করেছেন। জনগণের কাছে জবাবদিহি করতে হবে। সেটাই করলাম। এতে কাজ করার আরও উৎসাহ বাড়বে।” এ দিনই www.midnapurward13.in নামে ওয়ার্ডের একটি ওয়েবসাইট খোলা হয়েছে। তাতে ওয়ার্ডের যাবতীয় কাজের উল্লেখ থাকবে। সেই সঙ্গে ওয়ার্ডবাসী সেখানে মতামত ও পরামর্শ দিতে পারেন। সেই মতামত ও পরামর্শ গুরুত্ব দিয়েই দেখা হবে বলে কাউন্সিলর জানিয়েছেন।

নন্দীগ্রাম-কাণ্ডের স্মরণে ‘কৃষিজমি রক্ষা দিবস’
নন্দীগ্রামে পুলিশের গুলিচালনার বর্ষপূর্তি ‘কৃষিজমি রক্ষা দিবস’ হিসাবেই পালন করবে তৃণমূল। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে ২০০৭ সালের ১৪ মার্চ পুলিশের গুলিতে ১৪ জন নিহত হন। ওই ঘটনার স্মরণে আগামী ১৪ মার্চ, বুধবার রাজ্যের ব্লকে ব্লকে শহিদ বেদি তৈরি করে শহিদ-তর্পণ করা হবে বলে রবিবার জানান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা কেন্দ্রীয় মন্ত্রী মুকুল রায়। নন্দীগ্রামে শহিদদের স্মরণ অনুষ্ঠানে দলের মহাসচিব তথা রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, কেন্দ্রীয় মন্ত্রী ও কাঁথির সাংসদ শিশির অধিকারী, তমলুকের সাংসদ শুভেন্দু অধিকারী-সহ পূর্ব মেদিনীপুরের দলীয় বিধায়কেরা উপস্থিত থাকবেন বলে মুকুলবাবু জানান। স্মরণ-অনুষ্ঠানকে কেন্দ্র করে পরীক্ষার্থীদের যাতে কোনও রকম অসুবিধা না হয়, সে দিকে খেয়াল রেখে কর্মীদের ব্লকে ব্লকে শহিদ-তর্পণ করার নির্দেশ দিয়েছেন তৃণমূল নেতৃত্ব। তবে বুধবারের নন্দীগ্রাম-স্মরণ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আপাতত উপস্থিত থাকার ‘সম্ভাবনা’ নেই বলে জানিয়েছেন মুকুলবাবু। তাঁর কথায়, “ওই দিন সম্ভবত উনি (মমতা) এখানে থাকবেন না। পূর্বনির্ধারিত ব্যক্তিগত কিছু কাজ রয়েছে।”

সদরে বিবেক মেলা
ছবি: সৌমেশ্বর মণ্ডল।
বিবেক মেলা শেষ হয়ে গেল মেদিনীপুর সদর ব্লকের অন্তর্গত শিরোমণিতে। রবিবার রাতেই শেষ হয় এই মেলা। দু’দিন ধরে এখানে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। রাজ্য সরকারের উদ্যোগে এ বার প্রতি ব্লকেই বিবেক মেলার আয়োজন করা হচ্ছে। সেই মতো মেদিনীপুর সদর ব্লকের মেলা হল শিরোমণিতে। শনিবার সকালে মেলার উদ্বোধন করেন মেদিনীপুরের বিধায়ক মৃগেন মাইতি। উপস্থিত ছিলেন বিডিও অয়ন নাথ-সহ বিশিষ্ট ব্যক্তিরা। মেলা উপলক্ষে যেমন আদিবাসী নৃত্য, সঙ্গীত, আবৃত্তি, ক্যুইজ প্রভৃতি হয়েছে, তেমনই ছিল আন্তঃ স্কুল ফুটবল প্রতিযোগিতা। সদর ব্লকের ৭টি স্কুল এই প্রতিযোগিতায় যোগ দেয়। চ্যাম্পিয়ন হয় গুড়গুড়িপাল হাইস্কুল। রানার্স চাঁদড়া হাইস্কুল। রবিবার রাতে সমাপ্তি অনুষ্ঠান হয়। বিবেক মেলা ঘিরে এলাকায় উৎসাহের শেষ ছিল না। অন্য দিকে, বিবেক মেলা শেষ হল ঘাটাল ও খড়ার পুরসভায়। শনিবার দুই পুরসভাতেই প্রভাতফেরির মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠান, ক্রীড়া প্রতিযাগিতা, আলোচনা শিবিরের আয়োজন ছিল। গত শুক্রবার ঘাটালের বরদা চৌকানেও শুরু হয়েছিল বিবেক মেলা। উদ্বোধন করেন ঘাটালের মহকুমাশাসক অংশুমান আধিকারী। উপস্থিত ছিলেন বিডিও দেবব্রত রায়, ঘাটালের ওসি বিশ্বরঞ্জন বন্দ্যোপাধ্যায় প্রমুখ। দু’দিনের এই মেলা শেষ হয়েছে শনিবার।

শিক্ষকদের সম্মেলন
এগরা সারদা শশীভূষণ কলেজে অনুষ্ঠিত হল পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির পূর্ব মেদিনীপুর জেলা শাখার তৃতীয় দ্বিবার্ষিক সম্মেলন। শনি ও রবি দু’দিনের ওই সম্মেলনে ছিলেন সাংসদ শুভেন্দু অধিকারী, বিধায়ক সমরেশ দাস, সহ-সভাধিপতি মামুদ হোসেন, সংগঠনের রাজ্য সহ-সভাপতি তপন চক্রবর্তী। ছিলেন জেলা সম্পাদক অরূপ ভৌমিক, জেলা সভাপতি কাজলবরণ বেরা-সহ বিশিষ্টেরা। এ ছাড়া হাজির হয়েছিলেন সংগঠনের অন্তত এক হাজার প্রতিনিধি। শনিবার সম্মেলনের উদ্বোধন করেন জাতীয় শিক্ষক নির্মল মাইতি। স্কুলে পাশ-ফেল প্রথা চালু, ছাত্রীদের দ্রুত পোশাক বিলি, শিক্ষকদের জন্য পৃথক বেতন কাঠামো তৈরি-সহ নানা দাবি তোলা হয়েছে। সেই সঙ্গে জেলার স্কুলগুলিতে শূন্যপদগুলিতে অবিলম্বে শিক্ষক নিয়োগের দাবি জানানো হয়েছে সম্মেলনে।

চ্যাম্পিয়ন প্রিন্স ইলেভেন
বিবেকানন্দের জন্মসার্ধশতবর্ষ উপলক্ষে রামনগর-২ ব্লকের মৈতনা জনসেবক সঙ্ঘ আয়োজিত দিন-রাতের ক্রিকেটে জয়ী হয়েছে প্রিন্স ইলেভেন চ্যাম্পিয়ন। রানার্স হয়েছে ভগবানপুর গ্রিন গ্রুপ। শনিবার স্থানীয় হাতিশাল মাঠে প্রতিযোগিতার উদ্বোধন করেন রামনগরের তৃণমূল বিধায়ক অখিল গিরি। উপস্থিত ছিলেন রামনগর-২ পঞ্চায়েত সমিতির সভাপতি কমলা কান্ত বেরা, পূর্ত কর্মাধ্যক্ষ মানস দাস, স্বাস্থ্য কর্মাধ্যক্ষ অসীম মিশ্র, বিশিষ্ট সমাজসেবী সুধীর চন্দ্র পানিগ্রাহী প্রমুখ। জনসেবক সঙ্ঘের সম্পাদক অলক নন্দ জানান, রাজ্য সরকার এবং অন্য বিভিন্ন সংস্থার আর্থিক সাহায্যে গ্রামীণ এলাকার খেলাধুলার প্রসারে বিবেকানন্দ জন্মসার্ধশতবর্ষে এই প্রতিযোগিতা শুরু হয়েছে। সেই সঙ্গে লোকসঙ্গীত শিল্পী স্বপন বসুর সঙ্গীত পরিবেশন ভিন্নমাত্রা সংযোজন করে।

লোকসংস্কৃতি উৎসব
নয়াগ্রামের ব্লক সদর বালিগেড়িয়ায় ব্লক-কার্যালয় প্রাঙ্গণে ‘পশ্চিম মেদিনীপুর জেলা লোকসংস্কৃতি উৎসব ২০১২’ অনুষ্ঠিত হল শনিবার। তথ্য ও সংস্কৃতি দফতরের অধীন লোক সংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি কেন্দ্রের উদ্যোগে এবং নয়াগ্রাম ব্লক প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই উৎসবের উদ্বোধন করেন পশ্চিমাঞ্চল উন্নয়নমন্ত্রী সুকুমার হাঁসদা। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) শুভাঞ্জন দাস, নয়াগ্রামের বিধায়ক দুলাল মুর্মু, ঝাড়গ্রামের পুলিশ সুপার গৌরব শর্মা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ভারতী ঘোষ, ঝাড়গ্রামের মহকুমাশাসক বাসব বন্দ্যোপাধ্যায় প্রমুখ। পরিবেশিত হয় নয়াগ্রামের মুখোশ বিহীন ছৌ নৃত্য, পাতা নাচ, করম নাচ, ভুয়াং নাচ, ঝুমুর গান, ঘাটালের ভাঁড়যাত্রা ও মেদিনীপুর সদর ব্লকের বাউল গান।

কনভেনশন
কাঁথিতে কৃষক সভার কনভেনশন হল শনিবার। সেখানে বক্তব্য রাখতে গিয়ে সর্বভারতীয় কৃষক নেতা বিনয় কোঙার বলেন, “রাজ্যে গণতন্ত্রের নামে দলতন্ত্র চলছে। পুলিশ-প্রশাসনের একাংশ তৃণমূলের হয়ে সন্ত্রাস থেকে ধর্ষণ, সমস্ত অপকর্ম আড়াল করতে উঠেপড়ে লেগেছে।” বিনয়বাবু আরও বলেন, “নতুন সরকারের আমলে কৃষক আত্মহত্যার ঘটনা ক্রমশ বাড়ছে। পাট্টাদার, বর্গাদারদের জমির অধিকার কেড়ে নেওয়া হচ্ছে বা কেড়ে নেওয়ার চক্রান্ত চলছে। আর রাজ্যের মুখ্যমন্ত্রী যা বলছেন তা পর মূহুর্তে মিথ্যে বলে প্রমাণিত হচ্ছে।” কনভেনশনে সিপিএমের জেলা সম্পাদমণ্ডলীর সদস্য নিরঞ্জন সিহি, প্রশান্ত পাত্র, কাঁথির প্রাক্তন সাংসদ প্রশান্ত প্রধান বক্তব্য রাখেন।

দিন রাতের ক্রিকেট
রবিবার থেকে ঝাড়গ্রাম শহরের ননীবালা বয়েজ হস্টেল মাঠে শুরু হয়েছে দু’দিনের ‘যোগেন্দ্রপ্রসাদ সিংহ স্মৃতি নক-আউট দিবারাত্রি ক্রিকেট টুর্নামেন্ট’। ‘ন্যাশনাল সেন্টার ফর টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট, ঝাড়গ্রাম’-এর সহযোগিতায় এবং ‘জঙ্গলমহল সমন্বয় কমিটি’র উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় যোগ দিয়েছে রাজ্যের ২৪টি ক্রিকেট-দল। রবিবার সকালে টুর্নামেন্টের উদ্বোধন করেন পশ্চিমাঞ্চল উন্নয়ন মন্ত্রী সুকুমার হাঁসদা। প্রতিযোগিতা চলবে আজ সোমবার রাত পর্যন্ত।

ট্যাঙ্কারের ধাক্কায় মৃত্যু
গ্যাস ট্যাঙ্কারের ধাক্কায় মৃত্যু হয়েছে এক যুবকের। নাম শেখ সইদুল (৩২)। বাড়ি ভবানীপুর থানার রাজনগরে। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে কুমারপুরের কাছে হলদিয়া-মেচেদা ৪১ নম্বর জাতীয় সড়কের ধারে। পুলিশ জানায়, এ দিন বাড়ি থেকে বেরিয়ে জাতীয় সড়কের পাশ দিয়ে হাঁটছিলেন ওই যুবক। সে সময় হলদিয়াগামী একটি গ্যাস ট্যাঙ্কারের ধাক্কায় রাস্তায় পড়ে যান সইদুল। গাড়ির পিছনের চাকায় পিষে যায় তাঁর দেহ। পুলিশ ট্যাঙ্কারটিকে আটক করে চালককে গ্রেফতার করেছে।

শিক্ষা সেলের সম্মেলন
পূর্বে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শীঘ্রই শুরু হতে চলেছে বলে জানালেন তমলুকের তৃণমূল সাংসদ শুভেন্দু অধিকারী। রবিবার কাঁথিতে তৃণমূল কংগ্রেস শিক্ষা সেলের ৩য় বার্ষিক জেলা সম্মেলনে তিনি আরও ঘোষণা করেন, “আগামী পাঁচ বছরে রাজ্যে ৩০০টি কারিগরী শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার পাশাপাশি জেলায় শীঘ্রই একটি মেরিন ইঞ্জিনিয়ারিং কলেজ খোলা হবে।” সম্মেলনের উদ্বোধন করেন রাজ্যের কারিগরী শিক্ষামন্ত্রী রবিরঞ্জন চট্টোপাধ্যায়। উপস্থিত ছিলেন বিধায়ক দিব্যেন্দু অধিকারী, সমরেশ দাস, অর্ধেন্দু মাইতি, বনশ্রী মাইতি, জেলা সহ-সভাধিপতি মামুদ হোসেন প্রমুখ।

ধর্ষণে অভিযুক্তের জেল হেফাজত
পশ্চিম মেদিনীপুরের বেলিয়াবেড়া থানার তপসিয়া গ্রামের মহিলাকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত অশোক রাউতকে শুক্রবার গভীর রাতে স্থানীয় কানপুর গ্রাম থেকে গ্রেফতার করে পুলিশ। শনিবার ধৃতকে ঝাড়গ্রাম এসিজেএম আদালতে তোলা হলে তেরো দিন জেল হাজতে রাখার নির্দেশ দেন বিচারক। বৃহস্পতিবার গভীর রাতে দরজা ভেঙে ঘরে ঢুকে পঁয়তাল্লিশের ওই বিধবা মহিলাকে অশোক রাউত ধর্ষণ করে বলে অভিযোগ। তপসিয়ার স্থানীয় মাংস বিক্রেতা অশোকের বাড়ি বেলিয়াবেড়ার কানপুর গ্রামে।

ভবন উদ্বোধন
হলদিয়ার বারসুন্দরায় পঞ্চায়েত সমিতির উদ্যোগে ব্লক স্বাস্থ্যকেন্দ্রের নতুন একটি ভবনের দ্বারোদ্ঘাটন হল শনিবার। উদ্বোধন করেন তমলুকের সাংসদ শুভেন্দু অধিকারী। উপস্থিত ছিলেন স্বাধীনতা সংগ্রামী বিরাজমোহন দাস, জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ রফিকুল হাসান, পঞ্চায়েত সমিতির সভাপতি চন্দন জানা প্রমুখ।

অলুয়াঁ মেলা
এগরা শহরে অলুয়াঁ জাগরণ সংঘের পরিচালনায় শুরু হয়েছে ৫৬তম অলুয়াঁ মেলা। মেলার উদ্বোধন করেন বিধায়ক সমরেশ দাস। ১৩ মার্চ পর্যন্ত চলা ওই মেলায় প্রতিদিনই থাকছে নানা অনুষ্ঠান। এ ছাড়াও চিকিৎসা শিবির, সেমিনার-সহ নানা কর্মসূচি নেওয়া হয়েছে।

প্লাটিনাম জুবিলি
চণ্ডীপুরের হবিচক স্পোর্টস ইউনিয়নের প্লাটিনাম জুবিলি উৎসব অনুষ্ঠিত হচ্ছে স্থানীয় ক্রীড়া ময়দানে। শনিবার থেকে শুরু হওয়া তিন দিন ব্যাপী এই উৎসবের উদ্বোধন করেন স্বামী ব্রহ্মাত্মানন্দ।

জয়ী হলদিয়া
মহিষাদল স্পোর্টস এবং কালচারাল সেন্টার আয়োজিত ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে আরবি রেনবো হলদিয়া। শনিবার মহিষাদলের রাজ ময়দানে ওই খেলায় ১-০ গোলে মহিষাদল কসমসকে হারিয়ে দেয় হলদিয়া। প্রতিযোগিতার সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন মহিষাদল কসমসের রকি ভৌমিক।

চ্যাম্পিয়ন কলকাতা পুলিশ
ছবি: পার্থপ্রতিম দাস।
তাম্রলিপ্ত কাপ ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল কলকাতা পুলিশ। রবিবার তমলুক শহরের রাখাল মেমোরিয়াল ময়দানে ফাইনাল খেলায় তমলুকের গ্যাংস্টার ক্লাবকে ট্রাই ব্রেকারে ৫-৪ গোলের ব্যবধানে হারায় তারা। সেরা খেলোয়াড় হয়েছেন কলকাতা পুলিশ দলের রতন দাস। তমলুক খেলাঘর ক্লাব আয়োজিত এই প্রতিযোগিতায় বিজয়ী দলকে ৩০ হাজার টাকা ও বিজিত দলকে ২০ হাজার টাকা পুরস্কার দেওয়া হয়।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.