|
|
|
|
নন্দীগ্রাম থানায় বিক্ষোভ |
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
স্কুল ছাত্র মইদুল ইসলামের (১৬) অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবিতে রবিবার সকালে নন্দীগ্রাম থানার সামনে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। পরে তাঁরা স্মারকলিপিও জমা দেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মহম্মদপুর শিবনারায়ণ শিক্ষায়তনের ছাত্র মইদুলের এ বার মাধ্যমিক দেওয়ার কথা ছিল। কিন্তু ১৬ ফেব্রুয়ারি মেচেদায় রেল লাইনের ধার থেকে তাঁর মৃতদেহ উদ্ধার হয়। তার দেহে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এর পরই তাকে হত্যার অভিযোগ জানান মইদুলের বাবা নুরুল ইসলাম। মইদুলের পরিবারের অভিযোগ, আগের দিন টিউশন পড়তে যাওয়ার পর থেকেই তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। কিন্তু এখনও পর্যন্ত এই ঘটনায় জড়িতদের কাউকে পুলিশ গ্রেফতার করেনি।
রবিবার এই বিক্ষোভ মিছিলে গ্রামবাসী ও মইদুলের পরিবারের লোকজনের সঙ্গে ছিলেন মহম্মদপুর গ্রাম পঞ্চায়েত প্রধান আতিয়ার রহমান, কেন্দেমারি পঞ্চায়েত সেখ সাহাউদ্দিন। রবিবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিক্ষোভ চলে। মইদুলের মামা কবীর মহম্মদ অভিযোগ করেন, মইদুলের নিখোঁজ হওয়ার বিষয়ে নন্দীগ্রাম থানায় অভিযোগ জানানো হয়েছিল। পরে মেচেদায় মৃতদেহ উদ্ধার হওয়ায় পাঁশকুড়া জিআরপি থানায় অভিযোগ দায়ের করা হয়। গত ১৯ ফেব্রুয়ারি আবার নন্দীগ্রাম থানায় খুনের অভিযোগ করা হয়। কিন্তু নন্দীগ্রাম থানা এই ঘটনার তদন্ত না করে পাঁশকুড়া জিআরপি থানাকে দায়িত্ব দেওয়ার আবেদন করে হলদিয়া আদালতে। কবীর মহম্মদের আরও অভিযোগ, মইদুলের মৃত্যুর ঘটনার তদন্ত নিয়ে নন্দীগ্রাম থানা টালবাহানার পাশাপাশি দায়িত্ব এড়ানোর চেষ্টা করছে। এর ফলে ঘটনায় জড়িত অপরাধীরা গ্রেফতার হচ্ছে না। অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতার করা না হলে রাজ্যের মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হওয়ার কথাও জানান তিনি। এ বিষয়ে নন্দীগ্রাম থানার পুলিশের দাবি, আদালতের সম্মতিতে ওই মামলা তদন্ত করবে পাঁশকুড়া জিআরপি। |
|
|
|
|
|