নিজস্ব সংবাদদাতা • পুড়শুড়া |
গ্রামের একটি পুকুর থেকে যথেচ্ছ ভাবে মাটি কাটা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন পুড়শুড়ার হেতমচকের ওই পুকুরপাড়ের বাসিন্দারা। সম্প্রতি তাঁরা এ ব্যাপারে লিখিত অভিযোগ জানিয়েছেন আরামবাগের মহকুমাশাসককে।
বাসিন্দাদের বক্তব্য, পুকুর সংস্কারের নামে মালিক মাটি তুলে বিক্রি করছেন। পাড় ঘেঁষে ১৫-২০ ফুট গর্ত করে মাটি তোলা হচ্ছে। তার পরে তা লরি করে নিয়ে যাচ্ছেন ইটভাটা মালিকেরা। ফলে, পুকুরপাড়ে বসবাস করা বিপজ্জনক হয়ে উঠেছে। বিদ্যুতের খুঁটির গোড়া আলগা হয়ে এসেছে। যে কোনও সময় দুর্ঘটনা ঘটতে পারে বলে তাঁদের আশঙ্কা।
মহকুমাশাসক অরিন্দম নিয়োগী বলেন, “বিষয়টি পুড়শুড়ার বিডিও এবং ব্লক ভূমি ও ভূমি সংস্কার দফতরকে সরেজমিনে দেখে অবিলম্বে ব্যবস্থা নিতে বলেছি।” ব্লক ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক দেবাশিস চক্রবর্তী বলেন, “পুকুর থেকে মাটি তুলে বিক্রির অনুমতি নেওয়া হয়েছিল ঠিকই, কিন্তু যথেচ্ছ ও অপরিকল্পিত ভাবে মাটি তোলা যাবে না। সরেজমিনে দেখে ব্যবস্থা নেওয়া হবে।”
পুকুরের মালিক শেখ সইদুল ইসলাম সরকার বলেন, “ব্লক ভূমি ও ভুমি সংস্কার দফতরে কর দিয়ে মাটি কাটাচ্ছি। নিয়মের বাইরে গিয়ে কোনও কাজ হচ্ছে কি না, তা প্রশাসন তদন্ত করে দেখুক। প্রশাসন যদি বলে তা হলে বন্ধ করে দেব।”
প্রসঙ্গত, এই ব্লকেরই ধাপধাড়া গ্রামে ১০০ দিনের কাজ প্রকল্পে একটি পুকুর থেকে মাটি কাটার ফলে এক জায়গায় বিশাল ধস নেমে কিছু বাড়ি বিপদগ্রস্ত হয়েছে। সেই ঘটনারও তদন্ত করছেন বিডিও। ধাপধাড়ার ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে, তা নিয়ে চিন্তিত হেতমচকের ওই পুকুরপাড়ের বাসিন্দারা। |