টুকরো খবর |
অলিম্পিকে ভারত না থাকলে দুঃখের, জানালেন ক্যামেরন
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
লন্ডন অলিম্পিকে ভারত যোগ না দিলে তা ‘অত্যন্ত দুঃখজনক’ হবে বলে মন্তব্য করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। একটি বেসরকারি টিভি চ্যানেলের অনুষ্ঠানে তিনি এই কথা জানান। ১৯৮৪-র ভোপাল গ্যাস-বিপর্যয়ের কারণে লন্ডন অলিম্পিকের স্পনসরের তালিকা থেকে ডাও কেমিক্যালসকে বাদ দেওয়ার দাবি জানিয়েছিল ভারত। কিন্তু আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) সেই দাবি খারিজ করে দিয়েছে। প্রতিবাদে অলিম্পিকের উদ্বোধন এবং সমাপ্তি অনুষ্ঠানে ভারত যোগ দেবে না বলে জানিয়েছিল ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন (আইওএ)। এই প্রসঙ্গেই ওই সাক্ষাৎকারে ভোপাল-কাণ্ডে হতাহতদের প্রতি ‘গভীর সমবেদনা’ জানিয়েছেন ক্যামেরন। তবে ভারতের অলিম্পিক ‘বয়কট’ ‘উচিত করা’ হবে না বলে মনে করেন তিনি। প্রসঙ্গত, ভোপাল গ্যাস বিপর্যয়ের জন্য দায়ী করা হয় ইউনিয়ন কার্বাইডকে। দুর্ঘটনার সময় ডাও কেমিক্যালস এই সংস্থার মালিক ছিল না। পরে ইউনিয়ন কার্বাইড অধিগ্রহণ করে ডাও কেমিক্যালস। এই কথা উল্লেখ করে ডাও কেমিক্যালসকে ‘দায়িত্বশীল সংস্থা’ বলেও বণর্না করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। লন্ডন অলিম্পিককে সফল করার আর্জি জানিয়ে ক্যামেরন বলেন, “অলিম্পিকের মঞ্চকে কেউ যেন শিল্প, রাজনীতি বা অন্য কোনও স্বার্থে ব্যবহার না করেন।”
|
উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী কে, ফের ধোঁয়াশা
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী কে হবেন, তা নিয়ে ধোঁয়াশা অব্যাহত। কালই কংগ্রেস সূত্রে জানা গিয়েছিল হাড়ক সিংহ রাওয়াতকে মুখ্যমন্ত্রী পদে বসাতে চায় হাইকম্যান্ড। কিন্তু আনুষ্ঠানিক ভাবে কারও নাম ঘোষণা করা হয়নি। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে রয়েছেন সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী হরিশ রাওয়াত এবং কংগ্রেস সাংসদ বিজয় বহুগুণাও। আজ দিল্লিতে তাঁরা উত্তরাখণ্ডের দায়িত্বপ্রাপ্ত এআইসিসি-র সাধারণ সম্পাদক চৌধুরি বীরেন্দ্র সিংহ এবং কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী গুলাম নবি আজাদের সঙ্গে বৈঠক করেন। ফলে হাড়ক সিংহ রাওয়াতের উত্তরাখণ্ডের দায়িত্ব পাওয়া নিয়ে সংশয় তৈরি হয়েছে। রাওয়াত এবং বহুগুণা আজ প্রায় দু’ঘণ্টা বৈঠক করেন আজাদ ও বীরেন্দ্রর সঙ্গে। বৈঠকের পর রাওয়াত বলেন, “আমরা শুধু একটা সরকার গঠনের চেষ্টা করছি না, সেটিকে ভাল ভাবে চালাতেও হবে। এই ব্যাপারে আমি আমার মতাম ত জানিয়েছি।” পরিষদীয় দলের নেতা নির্বাচন নিয়ে গত কালই দেরাদুনে বিধায়কদের সঙ্গে কথা বলেন আজাদ। রাওয়াত বলেন, “আমিই এই বৈঠকের জন্য অনুরোধ জানিয়েছিলাম। কারণ কাল দেরাদুনে আমি আজাদের সঙ্গে দেখা করতে পারিনি।” আর বহুগুণা বলেন, “সরকার গঠনের পরই শুরু হয় আসল চ্যালেঞ্জ। তা নিয়েই আমাদের মত চাওয়া হয়েছিল।” দেরাদুনে বৈঠকের পর দিনই দিল্লিতে আজকের বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। তবে কিছু শীর্ষ কংগ্রেস নেতা ইঙ্গিত দিয়েছেন, রাওয়াত বা বহুগুণার মুখ্যমন্ত্রী হওয়ার সম্ভাবনা কম। কারণ তাঁরা কেন্দ্রীয় মন্ত্রী এবং সাংসদ হওয়ার কারণে দিল্লিতেই বেশির ভাগ সময় ব্যস্ত থাকেন।
|
বড় দুর্ঘটনা এড়াল ডিব্রুগড় রাজধানী
নিজস্ব সংবাদদাতা • বারাউনি |
রবিবার সকালে বারাউনি জংশন স্টেশনে ঢোকার মুখে লাইনচ্যুত হয় নয়াদিল্লি-ডিব্রুগড় রাজধানী এক্সপ্রেসে ট্রেনের ইঞ্জিন । সৌভাগ্যক্রমে এই ঘটনায় কেউ হতাহত হননি। তবে ওই লাইনে ট্রেন চলাচল বেশ কিছক্ষণের জন্য বিঘ্নিত হয়। রেল সূত্রে খবর, এ দিন সকালে ট্রেনটি যখন বারাউনি স্টেশনে ঢুকছিল সেই সময় ইঞ্জিনটি আচমকাই লাইনচ্যুত হয়। বেশ কিছুক্ষণ পরে আরও একটি ইঞ্জিন এনে ট্রেনটিকে আবার যাত্রা করানো হয়। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, সিগনাল পয়েন্টে ত্রুটি থাকাতেই এই ঘটনা ঘটেছে। স্টেশনে ঢোকার মুখে গতিবেগ কম থাকায় বড় রকমের দুর্ঘটনা এড়ানো গিয়েছে। কেন এই দুর্ঘটনা, তা নিয়ে পূর্ব মধ্য রেল কর্তৃপক্ষ তদন্তের নির্দেশ দিয়েছেন।
|
পঞ্চায়েত, পুরভোটে লড়বে না বিএসপি
সংবাদসংস্থা • লখনউ |
সমাজবাদী পার্টির ‘গুন্ডারাজের’ হাত থেকে দলীয় কর্মীদের বাঁচাতে আসন্ন পঞ্চায়েত এবং পুরসভা ভোট বয়কট করবে বহুজন সমাজ পার্টি (বিএসপি)। আজ এ কথা জানিয়ে দিলেন বিএসপি সুপ্রিমো ও বিদায়ী মুখ্যমন্ত্রী মায়াবতী। এই বছরেই উত্তরপ্রদেশে পুরসভা নির্বাচন রয়েছে। সেই নির্বাচনের দিন এখনও ঠিক না হলেও তাতে অংশগ্রহণ না করার বার্তা দিয়ে মায়াবতী বলেন, সপা’র দাবি রাজ্যের সংখ্যাগরিষ্ঠ মানুষ ভোট দিয়ে তাদের ক্ষমতায় এনেছে। কাজেই এখন উত্তরপ্রদেশে গুন্ডারাজ এবং জঙ্গলরাজ প্রতিষ্ঠা করার অধিকারও তারা পেয়ে গিয়েছে। এই অবস্থায় নির্বাচন কমিশন এবং সেনার নজরদারি ছাড়া রাজ্যে যে নির্বাচনগুলি হবে, তাতে বিএসপি অংশগ্রহণ করলে প্রার্থীদের প্রাণহানির আশঙ্কাও থেকে যাচ্ছে। তাই দলীয় কর্মীদের নিরাপত্তার কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি কোনও দলীয় কর্মী বা নেতা এই আদেশ অমান্য করে নির্বাচনে অংশগ্রহণ করলে তাকে দল থেকে বহিষ্কার করা হবে বলেও জানান মায়াবতী।
|
বেড়েছে অপরাধী ও কোটিপতি বিধায়ক
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
পাঁচ রাজ্যের নির্বাচিত বিধায়কদের মধ্যে এক তৃতীয়াংশ ‘সমাজবিরোধী’ এবং দুই তৃতীয়াংশ কোটিপতি। এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মস অ্যান্ড ন্যাশনাল ইলেকশন। উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, পঞ্জাব এবং গোয়ার নির্বাচিত মোট ৬৯০ জন বিধায়কের মধ্যে ২৫২ জন, অর্থাৎ প্রায় ৩৫ শতাংশই পুলিশের খাতায় ‘নাম’ তোলা অপরাধী। হিসেবে দেখা গিয়েছে, ২০০৭ সালের তুলনায় এ বার অপরাধ জগতের সঙ্গে যুক্ত বিধায়কদের সংখ্যা বেড়েছে প্রায় ৭ শতাংশ। রিপোর্টের দাবি, এই পরিসংখ্যানে এগিয়ে রয়েছে উত্তরপ্রদেশ। একমাত্র মণিপুরেই ‘অপরাধী’ হিসেবে চিহ্নিত কোনও প্রার্থী নির্বাচিত হননি। বেড়েছে ‘কোটিপতি’ বিধায়কের সংখ্যাও। নির্বাচন কমিশনের কাছে জমা দেওয়া প্রার্থীদের সম্পত্তির হিসেব থেকে জানা গিয়েছে নব নির্বাচিত বিধায়কদের ৬৬ শতাংশ অর্থাৎ ৪৫৭ জন কোটিপতি। ২০০৭ সালের তুলনায় এই সংখ্যাও বেড়েছে প্রায় ৩২ শতাংশ। এ ক্ষেত্রে এগিয়ে রয়েছে আগের তালিকায় পিছিয়ে থাকা মণিপুরই।
|
দলীয় প্রার্থীর প্রচারে যাবেন না ইয়েদুরাপ্পা
সংবাদসংস্থা • হুবলি (কর্নাটক) |
মুখ্যমন্ত্রী পদের জন্য দলের কাছে আর অনুরোধ জানাবেন না বি এস ইয়েদুরাপ্পা। রবিবার কর্নাটকের হুবলি শহরে এমনটাই দাবি করলেন দুর্নীতির অভিযোগে মুখ্যমন্ত্রীর পদ খোয়ানো এই প্রবীণ বিজেপি নেতা। একই সঙ্গে দলের উপর পাল্টা চাপ দিয়ে জনপ্রিয় এই নেতা জানিয়েছেন, আগামী ১৮ মার্চ উদুপি-চিকমাগালুর লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে দলীয় প্রার্থীর হয়ে তিনি প্রচার করবেন না। সম্প্রতি কর্নাটকের বর্তমান মুখ্যমন্ত্রী সদানন্দ গৌড়া বলেছিলেন, ইয়েদুরাপ্পার বিরুদ্ধে এখনও অন্তত ৮টি মামলা ঝুলছে। সেই প্রসঙ্গেই ইয়েদুরাপ্পা কিছুটা কটাক্ষের সঙ্গে বলেন, “প্রচারে যাব ভেবেছিলাম। কিন্তু গৌড়া বলছেন আমার বিরুদ্ধে অনেক মামলা। তাতে মনে হচ্ছে আমি গেলে ভোটের ফলে বিরূপ প্রভাব পড়বে। গৌড়া গেলেই আসনটি জিতে যাবে বিজেপি। সেই পথে বাধা হতে চাইছি না।” একই সঙ্গে তিনি বলেন, “মুখ্যমন্ত্রী পদে ফেরার জন্য একটা সময় পর্যন্ত দলের শীর্ষ নেতাদের কাছে আবেদন করেছিলাম। কারণ আমার ইচ্ছে ছিল এক লক্ষ কোটি টাকার রাজ্য বাজেট পেশ করব। কিন্তু এখন সেটা অতীত।”
|
বিজেপিকে কটাক্ষ সঙ্ঘের মুখপত্রে
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
কংগ্রেসের যাবতীয় দোষত্রুটিতে এখন বিজেপি ভুগছে বলে মন্তব্য করল আরএসএস। সঙ্ঘের মুখপত্র পাঞ্চজন্য এবং অর্গানাইজার-এর সম্পাদকীয়তে উত্তরপ্রদেশে বিজেপির বিপর্যয়ের উল্লেখ করে বলা হয়েছে, দলে কর্মীর চেয়ে নেতার সংখ্যা অনেক বেশি। এটা নিয়ে বিজেপির ভাবা উচিত। এ ছাড়া, উত্তরপ্রদেশের নির্বাচনের ফল বিজেপির সামনে যে সব প্রশ্ন তুলে ধরেছে, সেগুলোর সমাধান না করতে পারলে ২০১৪ সালে সাধারণ নির্বাচনে কেন্দ্রে ক্ষমতা দখল করা বিজেপির পক্ষে মুশকিল হবে বলেই মনে করে আরএসএস। উল্লেখ্য, দিন কয়েক আগে উত্তরপ্রদেশ প্রসঙ্গে কংগ্রেস সভানেত্রীও দলে নেতাদের আধিক্য নিয়ে প্রশ্ন তুলেছিলেন। ৪০৩ আসনের উত্তরপ্রদেশ বিধানসভায় ৪৭টি পেয়েছে বিজেপি, যা ২০০৭ সালের ভোটের চেয়ে চারটি কম। সম্পাদকীয়র ভাষায়, “এই ফল বেশ কয়েকটা প্রশ্ন তুলেছে। তার সমাধান না করা গেলে আগামী সাধারণ নির্বাচন বিজেপির কাছে অগ্নিপথ হয়ে দাঁড়াবে, যা পার হওয়া অত্যন্ত কঠিন হবে।” এখানেই শেষ নয়, আরএসএস-এর মতে, উত্তরপ্রদেশে কংগ্রেসের রোগ ধরেছে বিজেপির। তারা সাধারণ মানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এক দশকের মধ্যে দলের প্রাপ্ত ভোটের হার অর্ধেক কমেছে। দলে নেতার আধিক্য নিয়েই বিজেপিকে বেশি খোঁচা দিয়েছে আরএসএস।
|
বিপাকে ভি এস
নিজস্ব সংবাদদাতা • তিরুঅনন্তপুরম |
দলের প্রাক্তন মহিলা নেত্রী সম্পর্কে কটূক্তি করে বিপাকে পড়েছেন প্রবীণ সিপিএম নেতা ও কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভি এস অচ্যুতানন্দন। গত বছর ভোটের আগে দল ছেড়ে কংগ্রেসে যোগ দেওয়া মহিলা নেত্রী সিন্ধু জন সম্পর্কে প্রবীণ নেতার ওই মন্তব্যে অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন। প্রাক্তন মুখ্যমন্ত্রীর ওই মন্তব্য ‘বেদনাদায়ক’ বলে জানিয়েছেন সিন্ধু জন। বিভিন্ন মহিলা সংগঠন তো বটেই, সিপিএমের মহিলা সংগঠনও মন্তব্য প্রত্যাহারের দাবি জানিয়েছে। অচ্যুতানন্দনকে ক্ষমা চাইতে হবে বলে দাবি তুলেছেন মুখ্যমন্ত্রী ওমেন চান্ডি।
|
অপহৃত বালকের কঙ্কাল উদ্ধার
সংবাদসংস্থা • গোপালগঞ্জ |
অপহৃত হওয়ার তিন মাস পরে বিহারে গোপালগঞ্জ জেলার সিন্ধওয়ালিয়া গ্রামে একটি শস্যক্ষেত্রে মিলল আট বছরের বালক গুড্ডু কুমারের কঙ্কাল। পুলিশ আজ জানায়, গুড্ডুর এক আত্মীয় জিতেন্দ্র রাই গত বছর ২০ নভেম্বর অপহরণ করে ওই বালককে। নানাস্থানে তল্লাশি চালিয়ে পুলিশ পরে তাকে গ্রেফতার করে। পুলিশের কাছে অপরাধের কথা স্বীকারও করেছে ওই ব্যক্তি। জিতেন্দ্র কবুল করেছে, মুক্তিপণ আদায়ের লোভেই গুড্ডুকে তুলে নিয়ে যায় সে। পরে বালকটিকে কুপিয়ে খুন করে মৃতদেহটি একটি খেতে মাটির তলায় পুঁতে দেয়। খুনে অভিযুক্ত জিতেন্দ্রই দেহটি অপহৃত গুড্ডুর বলে শণাক্ত করে।
|
দুই বাসে ধাক্কায় মৃত ২, জখম ২৭
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
আজ অসমের গোয়ালপাড়া জেলার বোলবোলায় দু’টি যাত্রিবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে দু’জনের মৃত্যু ঘটেছে। গুরুতর ভাবে জখম হয়েছেন ২৭ জন। জেলা পুলিশ সূত্রে খবর, একটি বাস গুয়াহাটি থেকে ধুবুরির ফকিরাগঞ্জ যাচ্ছিল। অন্য বাসটি গোয়ালপাড়া থেকে যাচ্ছিল গুয়াহাটি। আগিয়া থানার অধীন বোলবোলায় দু’টি বাসের মধ্যে সামনাসামনি সংঘর্ষ ঘটলে ঘটনাস্থলেই মারা যান দু’জন। আহতদের গুয়াহাটি মেডিক্যাল কলেজ ও গোয়ালপাড়া সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
|
এবিভিপি নেতা খুন
সংবাদসংস্থা • নওয়াদা |
বিহারের নওয়াদায় শ্বশুরবাড়িতে খুন হলেন এক অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের (এবিভিপি) নেতা অজয় চৌধুরী। বিজেপির ছাত্র সংগঠনের জেলা শাখার যুগ্ম সম্পাদক ছিলেন অজয়। কাল রাতে ধানোয়া গ্রামে শ্বশুরবাড়িতে খুন করা তাঁকে। অজয়ের গলায় বেশ কয়েকটি ক্ষতের দাগ মিলেছে। জেলার পুলিশ সুপার সুরেন্দ্রলাল দাস জানিয়েছেন, সম্ভবত শ্বাসরোধ করে খুন করা হয়েছে অজয়কে। অজয়ের স্ত্রী রেশমা দেবীকে আটক করা হয়েছে। চলছে জিজ্ঞাসাবাদ। মাত্রই ৬ মাস আগে বিয়ে করেছিলেন অজয়। হোলি উৎসব কাটাতে সস্ত্রীক শ্বশুরবাড়ি আসেন তিনি।
|
ধর্ষণে বাধা, আগুন মহিলার গায়ে
সংবাদসংস্থা • গোন্ডা |
ধর্ষণে বাধা দেওয়ায় আগুন লাগিয়ে দেওয়া হল এক বধূর গায়ে। শনিবার উত্তরপ্রদেশের গোন্ডা জেলার শুক্লপুর গ্রামের ঘটনা। বছর পঁচিশের ওই মহিলার বাড়িতে তখন তাঁর স্বামী ছিলেন না। মহিলার অভিযোগ, গ্রামেরই এক যুবক আচমকা বাড়িতে ঢুকে পড়ে। বিপদ বুঝে চিৎকার করতে শুরু করেন তিনি। সঙ্গে সঙ্গে আশপাশের বাড়ি থেকে লোক ছুটে আসে। ঘরের মধ্যেই কেরোসিন রাখা ছিল। সেটাই উঠিয়ে নেয় ওই যুবক। পালানোর আগে মহিলার গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয় সে। গুরুতর অবস্থায় জেলা হাসপাতালে নিয়ে গেলে তাঁকে লখনউ পাঠানো হয়।
|
মোতিহারিতে চরস উদ্ধার, ধৃত ২
সংবাদসংস্থা • মোতিহারি |
বিহারের মোতিহারি জেলায় সাড়ে চার কিলো চরস-সহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। বাজেয়াপ্ত মাদকের আনুমানিক দাম দেড় লক্ষ টাকা। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে পূর্ব চম্পারণের বাপুধাম স্টেশন থেকে মাদকসমেত ওই দু’জনকে পাকড়াও করে পুলিশ। মাদক পাচারকারীরা হরিয়ানার হিসার থেকে এসেছিল বলে জানায় পুলিশ।
|
ডাইনি অপবাদে খুন
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
ডাইনি অপবাদ দিয়ে বৃদ্ধাকে খুনের ঘটনা ঘটল অসম-মেঘালয় সীমানায় ধূপধারায়। পুলিশ জানিয়েছে, এই এলাকায় রোগের প্রকোপ লেগে থাকে। গ্রামবাসীরা এর জন্য দায়ী করেন মেধিকণা গ্রামের মুধেশ্বরী রাভাকে। গত শুক্রবার রাতে মারধর করা হয় তাঁকে। ওই বৃদ্ধার রক্তাক্ত দেহটি গ্রামবাসীরা শুইয়ে দিয়ে আসে তাঁর ঘরে। পুলিশের সন্দেহ, ওই রাতেই মারা গিয়েছিলেন বৃদ্ধা।
|
স্বামী-স্ত্রী ও সন্তানের দেহ উদ্ধার |
কার্বি আংলং-এর ডলডলি এলাকায় একটি বাড়ি থেকে মিলল তিনটি মৃতদেহ। এ ছাড়াও জখম অবস্থায় উদ্ধার করা হল দুই শিশুকেও। তাদের মধ্যে একজনের বয়স মাত্র ২১ দিন। পুলিশ জানায়, নিহতদের নাম বাবুল মাহালি (৩৮), বীণা মাহালি (৩২) ও দীপক (৭)। গত কাল পুলিশ যখন ঘরে ঢোকে তখন স্বামী বাবুল ও তাঁর স্ত্রী বীণার এবং দম্পতির সন্তান দীপক- কাউকেই জীবিত অবস্থায় পাওয়া যায়নি। ঘর থেকে জখম অবস্থায় চার বছরের শিশুকন্যা দীপালি ও ২১ দিনের একটি শিশুকেও উদ্ধার করা হয়। পুলিশের সন্দেহ, পারিবারিক কোনও তিক্ত বিরোধের জেরেই এই ঘটনা। |
|