বারাবনি ও সালানপুর ব্লক তৃণমূলের সম্মেলন আয়োজিত হল বারাবনির পাঁচগাছিয়া এলাকায়। রবিবার এই সম্মেলনের উদ্বোধন করেন দলের বর্ধমান জেলা কমিটির চেয়ারম্যান তথা রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক। উপস্থিত ছিলেন জেলা (শিল্পাঞ্চল) সভাপতি অপূর্ব মুখোপাধ্যায়, বারাবনি ব্লকের যুব তৃণমূল সভাপতি অসিত সিংহ। সম্মেলনের পৌরহিত্য করেন দলের নেতা তথা বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায়। সম্মেলনে উপস্থিত দুই ব্লকের কয়েক হাজার প্রতিনিধির উদ্দেশে মলয়বাবু জানান, সালানপুরের ১১টি ও বারাবনির ৮টি পঞ্চায়েতের সব ক’টিতে জয় সুনিশ্চিত করতে বিশেষ করে যুব তৃণমূলকে মাঠে ময়দানে নেমে কাজ করতে হবে। দলের মধ্যে যেন উপদল মাথা চাড়া দিতে না পারে সে বিষয়ে সজাগ থাকতে নির্দেশ দেন মলয়বাবু। এ দিন অপূর্ববাবু দাবি করেন, ওই দুই ব্লকে তৃণমূলের সংগঠন আগের তুলনায় শক্তিশালী হয়েছে। তাই এ বারের নির্বাচনে ফল আরও ভাল হবে বলেই আশাপ্রকাশ করেন তিনি।
|
পশ্চিমবঙ্গ যুব কল্যাণ দফতর ও রানিগঞ্জ বিবেকানন্দ সেবা কেন্দ্রের উদ্যোগে দু’দিনের বিবেক মেলা আয়োজিত হল রানিগঞ্জ কুমারবাজারে। শনিবার মেলার সূচনা হয়। পড়ুয়ারা রানিগঞ্জ স্টেশন চত্বরে বিবেকানন্দের মূর্তির পাদদেশ থেকে পদযাত্রা শুরু করে। শেষ হয় সেবাকেন্দ্রে। বিবেকানন্দের জীবন ও বাণী শীর্ষক প্রদর্শনীর উদ্বোধন করেন বাঁকুড়া রামহরিপুর রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী নিরন্তরানন্দ। প্রশ্নোত্তর, সঙ্গীত, অঙ্কন ও নৃত্য প্রতিযোগিতা আয়োজিত হয়। যুব কল্যাণ দফতরের ভারপ্রাপ্ত আধিকারিক সুমন সরকার জানান, পুরসভা এই মেলা আয়োজনে সহযোগিতা করেছে।
|
মোবাইলের দোকানে শাটার ভেঙে বেশ কিছু সামগ্রী লুঠ করে পালাল দুষ্কৃতীরা। কুলটি থানার সীতারামপুর স্টেশন বাজার এলাকার ঘটনা। দোকানের মালিক আফতাব আহমেদ পুলিশের কাছে অভিযোগ জানান, রবিবার সকালে দোকান খুলতে গিয়ে তিনি দেখেন, দোকানের শাটার ভাঙা। চুরি গিয়েছে, নগদ টাকা-সহ বেশ কিছু ভাউচার ও কয়েকটি নতুন মোবাইল ফোন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পুলিশ জানিয়েছে, তদন্ত শুরু হয়েছে। এখনও কাউকে আটক বা গ্রেফতার করা যায়নি।
|
নিরাপত্তারক্ষীকে মারধর করে খনিতে লুঠপাট চালাল দুষ্কৃতীরা। শুক্রবার গভীর রাতে ইসিএলের সোদপুুর এরিয়ার বরাচক বি সি ভূগর্ভস্থ খনিতে ঘটনাটি ঘটে। ইসিএলের তরফে কুলটি থানায় অভিযোগ করা হয়েছে। তবে এখনও কাউকে গ্রেফতার বা আটক করতে পারেনি পুলিশ। ইসিএল সূত্রে জানা গিয়েছে, দুষ্কৃতীরা বেশ কিছু মূল্যবান তামার যন্ত্রাংশ, তার ও লোহার পাত নিয়ে পালিয়েছে। তবে লুঠপাট চালানোর সময় আরও কিছু নিরাপত্তারক্ষী চলে আসায় তারা চম্পট দেয়। পুলিশ জানিয়েছে, তদন্ত শুরু হয়েছে।
|
রানিগঞ্জ জোনাল রেফারি অ্যাসোসিয়েশনের সপ্তম বার্ষিক অনুষ্ঠান আয়োজিত হল সেন্ট মেরি বিদ্যালয়ে। রবিবার ক্রীড়াবিদ তথা সংস্থার সভাপতি বিমান চক্রবর্তী আনুষ্ঠানিক সূচনা করেন। সংস্থার সভ্যদের পরিবারের সদস্যেরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।
|
লরির ধাক্কায় মৃত্যু হল এক ব্যক্তির। শনিবার কুনস্তরিয়ায় ৬০ নম্বর জাতীয় সড়কে ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম নাম গোঁসাই মণ্ডল (৪০)। রাস্তা পার হওয়ার সময় একটি লরি তাঁকে ধাক্কা মারলে মৃত্যু হয় তাঁর।
|
খাস কেন্দা দুর্গামন্দির প্রাঙ্গণে জামুড়িয়া ২ নম্বর ব্লক তৃণমূল দলের ১৫০ জন পুরনো কর্মীদের উপস্থিত ছিলেন তৃণমূলের প্রদেশ সদস্য উৎপল সিংহ ও প্রদীপ বন্দ্যোপাধ্যায়। |