তিন দিন ধরে নিখোঁজ নবম শ্রেণির এক ছাত্র। রূপনারায়ণপুর এলাকার বাসিন্দা ওই ছাত্রের নাম কৌশিক সরকার। তার বাবা সুজিতবাবু পুলিশকে জানিয়েছেন, দোলের দিন, বৃহস্পতিবার সকালে সে বন্ধুদের সঙ্গে বেরিয়েছিল। তার পর থেকে তার আর কোনও খোঁজ মেলেনি। শনিবার সন্ধ্যায় তিনি রূপনারায়ণপুর ফাঁড়িতে একটি নিখোঁজ ডায়েরি করেছেন। নিখোঁজ ছাত্রের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
কৌশিকের বন্ধুদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে, ওই দিন তারা ১৭ জন সালানপুর থানার বাথানবাড়ি এলাকায় বরাকর নদে স্নান করতে গিয়েছিল। বিকেলে বাকিরা ফিরে এলেও ফেরেনি কৌশিক। সুজিতবাবু পুলিশকে জানান, চিত্তরঞ্জনের একটি ইংরেজি মাধ্যম স্কুলের নবম শ্রেণির ছাত্র কৌশিক। দোলের দিন সকালে তার দুই সহপাঠী তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। সুজিতবাবু বলেন, “বিকেল পর্যন্ত ছেলে বাড়ি ফেরায় আমি খুঁজতে বেরোই। যাদের সঙ্গে ছেলে বেরিয়েছিল তাদের খোঁজ করে জানতে পারি তারা সকলে ফিরে এসেছে। ছেলের বন্ধুদের চিত্তরঞ্জনের হিলটপ, মাইথন জলাধার সংলগ্ন এলাকা-সহ বিভিন্ন জায়গায় খুঁজেও হদিস না মেলায় রূপনারায়ণপুর পুলিশ ফাঁড়িতে বিষয়টি জানাই।” কিন্তু সুজিতবাবুর অভিযোগ, পুলিশ তাঁর কথায় প্রাথমিক ভাবে গুরুত্ব দেয়নি।
এ দিকে ৪৮ ঘণ্টা পরেও নিখোঁজ ছাত্রের সন্ধান না মেলায় শনিবার সকালে ক্ষুব্ধ বাসিন্দারা রূপনারায়ণপুর ফাঁড়িতে বিক্ষোভ দেখান। খবর পেয়ে আসানসোলের এডিসিপি (সেন্ট্রাল) ভাস্কর মুখোপাধ্যায় ফাঁড়িতে যান। তিনি আশ্বস্ত করেন, নিখোঁজ ছাত্রকে খুঁজে বের করার জন্য পুলিশ যথাসাধ্য করবে। এর পরেই বাথানবাড়ির কাছে বরাকর নদে জাল ফেলে পুলিশ। শনিবার রাত থেকে ডুবুরি নামিয়ে তল্লাশিও শুরু হয়। পুলিশ জানিয়েছে, বাথানবাড়ির বরাকর নদের পাড় থেকে নিখোঁজ ছাত্রের মোবাইল ফোন ও একটি তাবিজ পাওয়া গিয়েছে। |