খেলার টুকরো খবর |
সিনিয়র ডিভিশন ক্রিকেট
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত সিনিয়র ডিভিশন ক্রিকেট প্রতিযোগিতায় রবিবার দোমহানি মাঠের খেলায় জয়ী হল সুভাষ এসি। রানিগঞ্জ ইয়ং স্টারকে ৯ রানে হারায় তারা। প্রথমে ব্যাট করে সুভাষ এসি ৭ উইকেট হারিয়ে ১৬৮ রান তোলে। জবাবে রানিগঞ্জ ইয়ং স্টার সব উইকেট হারিয়ে ১৫৯ রানের বেশি তুলতে পারেনি। এই মাঠের শনিবারের খেলায় শান্তিদেবী সিসি ১০ উইকেটে চিত্তরঞ্জন এসি-কে হারায়। সর্বোচ্চ ৩৯ রান করেন বিজয়ী দলের বান্টি কুমার। রবিবার কুলটির সাঁকতোড়িয়া মাঠের খেলায় বিজয়ী হয় রাধানগর সিএ। তারা কেবিসি ইলেভেনকে ৭ উইকেটে হারায়। প্রথমে ব্যাট করে কেবিসি ১৬০ রান করে। জবাবে রাধানগর ৩ উইকেট হারিয়ে জয়ের রান তুলে নেয়।
|
জয়ী বিদ্যাসাগর
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
|
দুর্গাপুরে এমএএমসি মাঠে চলছে ক্রিকেট। রবিবার ছবিটি তুলেছেন বিকাশ মশান। |
মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত হীরক রায় স্মৃতি টি-টোয়েন্টি ক্রিকেট প্রতিযোগিতার রবিবারের খেলায় জয়লাভ করে বিদ্যাসাগর এসসিএ। তারা এমএএমসি মাঠের খেলায় ৮৭ রানে হারায় খাঁদরা সবুজ সমিতি ক্রিকেট অ্যাকাডেমিকে। প্রথমে ব্যাট করে বিদ্যাসাগর এসসিএ ৬ উইকেটে ১৬৮ রান করে। রাজু হাজরা ৪৪ রান করেন। জবাবে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ৮১ রানের বেশি তুলতে পারেনি খাঁদরা।
|
টি-টোয়েন্টি ক্রিকেট
নিজস্ব সংবাদদাতা • চিত্তরঞ্জন |
সিএলডব্লিউ ২৩ নম্বর শপ রিক্রিয়েশন ক্লাব আয়োজিত টি-টোয়েন্টি ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল থ্রি ফেজ। তারা অফিসকে ৫ উইকেটে হারায়। মিলন সঙ্ঘ মাঠে প্রথমে ব্যাট করে সব উইকেট হারিয়ে অফিস ১০২ রান তোলে। জবাবে থ্রি ফেজ ৫ উইকেটে জয়ের রান তুলে নেয়। ৪৬ রান করে ফাইনালের সেরা বিজয়ী দলের বিএম শর্মা।
|
স্মৃতি ক্রীড়া
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
পুরসভার উদ্যোগে পণ্ডিত রঘুনাথ মুর্মু স্মৃতি ক্রীড়া প্রতিযোগিতা হল রবিবার। ডামড়ায় এই প্রতিযোগিতায় ১২টি ইভেন্টে ৩৪২ জন প্রতিযোগী যোগ দেন। পুরস্কার বিতরণী সভায় উপস্থিত ছিলেন মেয়র তাপস বন্দ্যোপাধ্যায় ও চেয়ারম্যান জিতেন্দ্র তিওয়ারি।
|
আন্তঃগ্রামীণ ফুটবল
নিজস্ব সংবাদদাতা • হিরাপুর |
সেল আইএসপি সিএসআর আয়োজিত আন্তঃগ্রামীণ ফুটবল প্রতিযোগিতায় জয়ী হল দামোদর শুড়িপাড়া। বেকারি মাঠে ফাইনালে তারা রাঙাপাড়াকে ১-০ গোলে হারায়। আয়োজক সংস্থা জানিয়েছে, ৩৩ টি দল যোগ দিয়েছিল। |
|