সব বিরূপ সমালোচনাকে ‘চক্রান্ত’ বলে উড়িয়ে দিয়ে নিজের সরকারকেই দরাজ হাতে সার্টিফিকেট দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার বেলেঘাটায় স্বাস্থ্য দফতরের এক অনুষ্ঠানে যোগ দিয়ে সমালোচনার ‘জবাব’ না দিয়ে মুখ্যমন্ত্রীর পাল্টা দাবি, “সব বড় বড় কথা! চ্যালেঞ্জ নিয়ে বলছি, আর কেউ হলে নিলামেও এই রাজ্যের ভার নিত না। আমরা বলে চালাতে পারছি।” শিশুমৃত্যু নিয়ে যাবতীয় অভিযোগ নস্যাৎ করে দিয়ে তিনি বলেন, “সরকারের বিরুদ্ধে ইচ্ছাকৃত চক্রান্ত হচ্ছে। তাই কখনও কখনও জানাতে হয় আসল তথ্যটা কী। আমরা তো ৯ মাসে শিশুমৃত্যু ১ শতাংশ কমিয়ে দিলাম। ভারতে ১ হাজার শিশু জন্মগ্রহণ করলে তার মধ্যে ৪৭টি মারা যায়। পশ্চিমবঙ্গে আমি সেটা কমিয়ে প্রতি হাজারে ৩১ করে দিয়েছি।”
বেলেঘাটায় বি সি রায় পোলিও হাসপাতালের কাছে ৩৮, বদন রায় লেনে সরকারি হাসপাতালে ভর্তি রোগীর আত্মীয়দের রাত্রিবাসের জন্য একটি ভবন তৈরি করছে রাজ্য স্বাস্থ্য দফতর। প্রায় ২৩০ লক্ষ টাকায় তৈরি এই রাত্রিবাস কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপনের অনুষ্ঠানে শনিবার উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা। তিনিই এর নামকরণ করেন ‘আশ্রয়।’ স্বাস্থ্য দফতরের পরিকল্পনা ছিল, ২০১৩ সালের মধ্যে এই ভবন শেষ করা হবে। এক সঙ্গে ১০০ লোক ওই ভবনে রাতে থাকতে পারবেন। কিন্তু এ দিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী কার্যত ধমক দিয়ে স্বাস্থ্যকর্তাদের বলেন, “২০১৩ সাল পর্যন্ত আমি অপেক্ষা করতে পারব না। এত সময় লাগবে কেন? ছ’মাসের মধ্যে কাজ শেষ করতে হবে।” একই সঙ্গে তিনি জানিয়ে দেন, কলকাতায় এই রকম মোট চারটি ‘আশ্রয়’ তৈরি হবে। যেখানে ৪০০ জন
থাকতে পারবেন।
স্বাস্থ্য-সহ সমস্ত ক্ষেত্রে গত দশ মাসে সরকার কত ভাল কাজ করেছে, তার তালিকা দিতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “ওরা ৩৫ বছরে শিশুদের জন্য মাত্র ছ’টি সিক নিওনেটাল কেয়ার ইউনিট করেছে। আর আমরা ৯ মাসে ১৯টা বানিয়ে ফেলেছি। আরও ৫টা শুরু হওয়ার পথে। মোট ৪০টা বানাবো। সিপিএম কোথায়? ভোকাট্টা!” রাজ্যের আর্থিক অবস্থার জন্য বাম আমলকে দায়ী করে মুখ্যমন্ত্রী বলেন, “একটা পয়সা হাতে নেই। সিপিএমের পাপ মোচন করছি। ৩৫ বছরে একটা হাসপাতাল করেনি। শুধু জেলায়-জেলায় ৫ হাজার ফাঁকা ঘর তৈরি করে রেখেছে!” উল্টো দিকে ৯ মাসে নিজেদের কাজের ফিরিস্তি দিয়ে বলেন, “শিশু জন্মের পর মায়েদের দু’বছর ছুটি করেছি, ১ তারিখে পেনশন করেছি, পাহাড় করেছি, আয়লাও করেছি, মেডিক্যালে ৫৫০ আসন বাড়িয়েছি, ১৩টা মানবিক কোর্ট করেছি, ডাক্তার-নার্স নিয়োগ করেছি, ২৭টা নতুন সুপার স্পেশ্যালিটি হাসপাতাল করব। আগামী দিনে আরও অনেক অনেক করে দেব।” |