|
|
|
|
রং-রুটে আসা দাগ-ছোপ |
দোলের পর সব থেকে বেশি দেখা যায়, কনট্যাক্ট ডার্মাটাইটিজ। অর্থাৎ, রঙের সংস্পর্শে
এসে যে অ্যালার্জি হয়।
লাল হয়ে চুলকায়,
শেষে ছোট ছোট ফুসকুড়ির মতো দেখা যায়।
বেশি
চুলকানি হলে
এ থেকে রস বের হয় এবং তার থেকে খুব বেশি সংক্রমণ
হতে পারে।
ডা. সুব্রত মালাকার-এর কিছু জরুরি টিপ্স। |
চিকিৎসা |
• অ্যান্টি-অ্যালার্জিক খেতে হবে। সংক্রমণ বেশি দেখা গেলে লাগানোর মলম ব্যবহার করবেন। যদি লাল হয় বা অল্প চুলকায়, তবে ওষুধ না লাগালেও চলে।
• অসাবধানতা বশত হোলি খেললে সব থেকে বেশি ক্ষতি হয় চোখের। চোখে রং চলে গেলে বার বার জল দিয়ে ধুতে হবে এবং যত দ্রুত সম্ভব চক্ষু বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করা ভাল।
• মাথার চুলে রং লাগলে খুব ভয় বা অসুবিধার কিছু নেই। কিন্তু মাথার ত্বকে রং লাগলে অনেকে সেটি ঘষে তোলার চেষ্টা করেন। সেটি অনেক সময় বড় সমস্যা হতে পারে। অতিরিক্ত ঘষার ফলে জায়গাটি কেটে গেলে শরীরের মধ্যে রং প্রবেশ করে। তা থেকে বিভিন্ন চর্মরোগ হতে পারে।
রং খেলার সময় সব থেকে বড় সাবধানতা হল, সমস্ত শরীরে ভাল করে তেল মেখে নেওয়া। ফলে কোনও রংই আপনার শরীরে সরাসরি ক্ষতি করতে পারবে না। |
|
|
|
|
|