আমরি-কর্তার জামিন নিয়ে শুনানি পিছোল |
ঢাকুরিয়ায় আমরি হাসপাতালের অগ্নিকাণ্ড সংক্রান্ত মামলায় সেখানকার অন্যতম কর্তা সত্যব্রত উপাধ্যায়ের জামিনের আবেদনের শুনানি পিছিয়ে গেল। এই মামলায় সত্যব্রতবাবু-সহ আমরির বেশ কয়েক জন কর্তাকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের মধ্যে কয়েক জামিন পেয়েছেন। শুক্রবার আলিপুরে জেলা ও দায়রা জজের আদালতে সত্যব্রতবাবুর জামিনের আবেদনের শুনানি ছিল। সরকার পক্ষের আইনজীবী উপস্থিত থাকলেও অভিযুক্ত আমরি-কর্তার তরফে সিনিয়র আইনজীবীর অনুপস্থিতির কারণে শুনানি পিছিয়ে যায়। শুনানির পরবর্তী দিন ধার্য হয়েছে ১৬ মার্চ। ইতিমধ্যে এই অভিযুক্তকে চার্জশিটের প্রতিলিপি দেওয়া হয়েছে।
|
অবহেলায় রোগীর মৃত্যু, অভিযোগ |
এক কিশোরের মৃত্যুর পর চিকিৎসায় অবহেলার অভিযোগ উঠল মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে। বৃহস্পতিবার দুপুরে মৃতের পরিবারের লোকজন হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখান। হাসপাতাল সুপার রামনারায়ণ মাইতি বলেন, “অভিযোগ হলে নিশ্চিত ভাবে তা খতিয়ে দেখে পদক্ষেপ করা হবে।” এই আশ্বাস পাওয়ার পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, জ্বর নিয়ে গত রবিবার মেদিনীপুর মেডিক্যালে ভর্তি হয়ে আকাশ মণ্ডল নামে গড়বেতার গোকুলগঞ্জের এক কিশোর। বৃহস্পতিবার দুপুরে আকাশের মৃত্যু হয়। তার পরিবারের লোকের দাবি, হাসপাতালের চিকিৎসকেরা তাঁদের সঙ্গে কথাই বলেননি। রোগীর শারীরিক অবস্থার অবনতি সম্পর্কেও তাঁদের কিছু জানানো হয়নি। এ দিন ওই কিশোরের মৃত্যুর খবর পেয়ে ক্ষোভে ফেটে পড়েন তার পরিবারের সদস্যরা। অভিযোগ, চিকিৎসায় অবহেলাতেই এই মৃত্যু। |