চিকেন পক্স (জল বসন্ত) মোটেই সংক্রামক বা ছোঁয়াচে রোগ নয়। আর সেই জন্য এই রোগ হলে ছুটি পাওয়া যাবে না। পক্স নিয়েই অফিস করতে হবে! রাজ্য সরকারের তৈরি করা নিয়ম অন্তত সেটাই বলছে।
এত দিন অবশ্য ‘ওয়েস্ট বেঙ্গল সার্ভিস রুল’-এ ছাপা এই নিয়ম নিয়ে কেউ মাথা ঘামাননি। চিকেন পক্স হলে ছুটি নেওয়াটাই স্বাভাবিক ছিল। কিন্তু ফেব্রুয়ারি মাসে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের অধীনস্ত ‘ওয়েস্ট বেঙ্গল স্টেট রুরাল ডেভেলপমেন্ট এজেন্সি’-র এক নির্দেশেই বিভ্রান্তির সূত্রপাত। কোন কোন পরিস্থিতিতে কর্মীরা কত দিন ছুটি পাবেন, বা পাবেন না, সেই সংক্রান্ত নির্দেশের চার নম্বরে বলা হয়েছে, ‘স্মল পক্স (গুটি বসন্ত) সংক্রামক রোগ, কিন্তু চিকেন পক্স (জল বসন্ত) সংক্রামক নয়। একমাত্র যদি চিকিৎসক বা মেডিক্যাল অফিসার মনে করেন যে, চিকেন পক্সের ভাইরাসের মধ্যে স্মল পক্সের ভাইরাস মিশে আছে, তবেই আক্রান্ত ব্যক্তি অফিস থেকে ছুটি পাবেন।’
সরকারি কর্মীদের একাংশ চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করে ওই নির্দেশের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলায় টনক নড়ে কর্তাদের। কোথা থেকে এমন নির্দেশ এল, তা খতিয়ে দেখতে শুরু করেন তাঁরা। দেখা যায়, ‘ওয়েস্ট বেঙ্গল সার্ভিস রুল’ থেকে যে ছুটির নির্দেশ জারি হয়েছে, সেখানে চিকেন পক্স সংক্রামক নয় বলে উল্লেখ করা রয়েছে। ওই রোগ হলে তাই ছুটি নেই!
যদিও চিকিৎসকেরা জানাচ্ছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার ঘোষণা অনুযায়ী আশির দশকেই স্মল পক্স পৃথিবী থেকে নির্মূল হয়ে গিয়েছে। আর চিকেন পক্স যথেষ্ট সংক্রামক রোগ। ‘ন্যাশনাল ইনস্টিটিউট অফ কলেরা অ্যান্ড এন্টারিক ডিজিজেস’ (নাইসেড) -এর অধিকর্তা শেখর চক্রবর্তী বলেন, “ভাইরাস ঘটিত রোগ হওয়ায় চিকেন পক্স কিন্তু অতি সংক্রামক। তাই রোগীকে আলাদা রাখা বাধ্যতামূলক।” ওই রোগ হলে অন্তত ৩ সপ্তাহ ছুটির সুপারিশ করে থাকেন শেখরবাবুরা।
পরজীবী বিশেষজ্ঞ অমিতাভ নন্দী বলেন, “চিকেন পক্সের রোগীর হাঁচি-কাশি, নিঃশ্বাস, স্পর্শ থেকে এই রোগ অন্যদের মধ্যে ছড়াতে পারে। এই রোগ শরীর এত দুর্বল করে দেয় যে, তিন সপ্তাহের আগে মানুষের বাইরে বেরনোর ক্ষমতা থাকে না।” ‘স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন’-এর ‘ভাইরোলজি’ বিভাগের প্রধান নিমাই ভট্টাচার্য জানিয়েছেন, চিকেন পক্সের পর রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক কমে যায়। তখন নিউমোনিয়া বা ডায়ারিয়া হওয়ার সম্ভাবনা খুব বেশি। তাতে রোগীর মৃত্যুও হতে পারে। ফলে টানা বিশ্রাম অবশ্যই দরকার।
তা হলে কী ভাবে রাজ্য সরকারের ‘সার্ভিস রুলে’ চিকেন পক্সকে সংক্রামক নয় বলে উল্লেখ করা হয়েছে? রাজ্য স্বাস্থ্য দফতরের জনস্বাস্থ্য বিভাগই কোন রোগে কত দিন ছুটি মিলবে তা ঠিক করে। কী ভাবে চোখ এড়োল এমন একটি বিষয়? স্বাস্থ্য দফতরের কর্তারা বলছেন, বর্তমান ‘সার্ভিস রুল’ বহু দিন সংশোধিত হয়নি। ২০০২-০৪ এর মধ্যে ওই বিধির একটি সংশোধনী এনে সংক্রামক রোগের মধ্যে চিকেন পক্স ঢোকানো হয়েছিল। কিন্তু তা মূল বিধিতে ঢোকানো হয়নি। কর্মিবর্গ ও প্রশাসনিক সংষ্কার বিভাগের সচিব ইন্দিবর পাণ্ডে বলেন, “যত দ্রুত সম্ভব সংশোধনীটি মূল বিধিতে ঢোকানোর ব্যবস্থা নেওয়া হবে।” |