নানা অনুষ্ঠানে দু’দিন ধরে বসন্তোৎসব পালিত হল উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ার চাতরায়। উদ্যোক্তা চাতরা নান্দনিক শিল্পীগোষ্ঠী। স্থানীয় দেশপ্রাণ সঙ্ঘের মুক্তমঞ্চে সঙ্গীত এবং নৃত্যানুষ্ঠানে যোগ দেয় শতাধিক ছেলেমেয়ে। পাশাপাশি ছিল যোগব্যায়াম প্রদর্শনী, আবৃত্তি, ভজন, সেতার বাদন এবং অঙ্কন প্রতিযোগিতা। বৃহস্পতিবার অনুষ্ঠান শেষে আবির খেলায় মেতে ওঠেন সকলে। দোলের দিন সকাল থেকে বসিরহাটের বিভিন্ন জায়গায় রাধাকৃষ্ণের মূর্তি নিয়ে শোভাযাত্রা বের হয়। পিয়াড়া গন্ধর্বপুর সর্বজনীন দোল উৎসবের এ বার ৬১ বছর। স্থানীয় দোল প্রাঙ্গণে গত বুধবার থেকে তিন দিনের এই অনুষ্ঠান শুরু হয়েছিল বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে। ছবি আঁকা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। সঙ্গীত, নৃত্য, বাউল, লোকগীতি, লীলাকীর্তন প্রতিযোগিতামূলক যাত্রানুষ্ঠান হয়। এ ছাড়াও ছিল আতসবাজি প্রদর্শনী।
|
বিবেক মেলা ও স্বচ্ছতা উৎসব |
রাজ্য সরকারের উদ্যোগে শুক্রবার থেকে বনগাঁ ব্লকে শুরু হয়েছে দু’দিনের ‘বিবেক মেলা ও স্বচ্ছতা উৎসব’। বনগাঁ পঞ্চায়েত সমিতি অফিস চত্বরে মেলার আয়োজন করা হয়েছে। ব্যবস্থাপনায় পঞ্চায়েত সমিতি এবং ব্লক যুবকল্যাণ দফতর। শুক্রবার সকালে শোভাযাত্রার মাধ্যমে মেলার সূচনা হয়। ছিল ট্যাবলো। উৎসব উপলক্ষে আবৃত্তি, ক্যুইজ, গান প্রভৃতি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এ ছাড়াও রয়েছে স্বামী বিবেকানন্দের উপরে আলোচনাসভা, জমির পাট্টা প্রদান এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। শোভাযাত্রায় উপস্থিত ছিলেন মহকুমাশাসক সঞ্জয় মুখোপাধ্যায় প্রমুখ। |