|
|
|
|
টুকরো খবর |
উচ্চশিক্ষা বিশেষজ্ঞ কমিটির সুপারিশ |
• রামকৃষ্ণ মিশন পরিচালিত প্রতিষ্ঠানকে শিক্ষক-শিক্ষাকর্মী নিয়োগের স্বাধীনতা
• কলেজে ছাত্র ইউনিয়নের জোরাজুরি বন্ধ করতে কেন্দ্রীয় ভাবে অন লাইন ভর্তি
• স্নাতকোত্তরে গোটা রাজ্যের জন্য কেন্দ্রীয় ভাবে প্রবেশিকা পরীক্ষা
• প্রাইভেট টিউশন বন্ধে ছাত্র দ্বারা শিক্ষকের কাজের মূল্যায়ন, হঠাৎ হঠাৎ কলেজ পরিদর্শন
• ছাত্রদের জন্য মডেল প্রশ্ন-ব্যাঙ্ক তৈরি করা
• ছাত্র সংসদ নির্বাচন হোক অঞ্চলভিত্তিক, মনোনয়নপত্র পেশ হোক কেন্দ্রীয় ব্যবস্থায়
• আংশিক সময়, চুক্তিভিত্তিক, অতিথি শিক্ষকদের জন্য অভিন্ন নীতি তৈরি করতে কমিটি হোক
• সরকারি কলেজ এবং সেখানে শিক্ষক বদলির
স্বচ্ছ নীতি তৈরি করতে কমিটি হোক অধ্যাপক অভিরূপ সরকারের নেতৃত্বাধীন এই কমিটি শুক্রবার তাদের রিপোর্ট পেশ করেছে
|
সন্ত্রাস দমনে আলোচনাচক্র |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
ভারত-মার্কিন যৌথ উদ্যোগে সন্ত্রাস দমন সংক্রান্ত এক আলোচনাচক্র সম্প্রতি আয়োজিত হল। স্বামী বিবেকানন্দ রাজ্য পুলিশ অ্যাকাডেমির উদ্যোগে দু’সপ্তাহব্যাপী এই আলোচনাচক্রে উপস্থিত ছিলেন মার্কিন বিদেশ দফতরের সন্ত্রাস দমন সহায়তা বিভাগের বিশেষজ্ঞরা। কোনও জঙ্গি হামলার পর ঘটনাস্থলের ফরেন্সিক পরীক্ষা সংক্রান্ত এক কর্মশালারও আয়োজন করা হয়েছিল। আলোচনাচক্র শেষে মার্কিন কনসাল জেনারেল ডিন টমসন বলেন, “এই ধরনের প্রশিক্ষণ সন্ত্রাস বিরোধী লড়াইকে আরও জোরদার করবে।” |
|
|
|
|
|