পুস্তক পরিচয় ৩...
ছয়ে জন্তু সাতে মজা আটে জাদু
কোনওটি হাতির গল্প, কোনওটি গরুর। প্রজাপতি কিংবা মুরগিও আছে। কিন্তু জীবজন্তুর এই গল্পসল্পগুলি তাহাদের পক্ষেই আদর্শ পাঠ হইবে, যাহাদের বয়স ছয়৷ শুধু জীবজন্তুরই নহে, ‘ফানি’ স্টোরিজ, অর্থাৎ মজার গল্পও আছে। তবে সেগুলি সাত বৎসর বয়স্ক বালক-বালিকাদের জন্য। এবং আছে জাদুর গল্প, তবে তাহাও নির্দিষ্ট পাঠককুলের জন্য, যাহাদের বয়স আট। এমনই ‘অভিনব’ পরিকল্পনার তিনটি পুস্তক গোচরে আসিল সম্প্রতি দ্য পাফিন বুক অব অ্যানিমাল স্টোরিজ ফর সিক্স-ইয়ার-ওল্ডস, দ্য পাফিন বুক অব ফানি স্টোরিজ ফর সেভেন-ইয়ার-ওল্ডস, দ্য পাফিন বুক অব ম্যাজিক স্টোরিজ ফর এইট-ইয়ার-ওল্ডস। কিন্তু মুশকিল হইল, শিশুমন কি বর্ষে বর্ষে এমন পাল্টাইয়া যায় যে, যে গল্প ছয় বৎসরে পাঠযোগ্য, তাহা সাত বৎসরে অ-পাঠ্য? শিশুমন লইয়া কোনও গবেষণায় এমন কোনও ‘অভিনব’ তথ্য অদ্যপি পাওয়া যায় নাই। কেহ বলিবেন, ইহা কেবল বিপণন-কৌশল। তাহা হইতেই পারে, কিন্তু কৌশলেরও কাণ্ডজ্ঞান থাকিবার প্রয়োজন আছে। পৃথিবী জুড়িয়াই ছোটদের পুস্তকে বয়সের একটি পরিসর নির্দিষ্ট করিবার প্রবণতা আছে। যেমন কোনও পুস্তকে লেখা থাকে 3+, কোনওটিতে 6+। অর্থাৎ একটি নির্দিষ্ট বয়সের পরে গল্পগুলি পাঠের উপযোগী। কিন্তু এমন করিয়া নির্দিষ্ট বৎসরের জন্য নির্দিষ্ট গল্পের বই বিশেষ দেখি নাই। এই অভিনব পরিকল্পনাটির যুক্তি কী তাহাও গ্রন্থগুলি পড়িয়া বোধগম্য হইল না। কে জানে, ইহাও হয়ত একপ্রকার ছেলেমানুষি। তবে কি না, শিশুদের জন্য গ্রন্থ তৈরি করিতে গেলে ছেলেমানুষি চলে কি!


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.