পুলিশের উপরে ‘হামলা’, ধৃত তিন |
দুর্ঘটনার খবর দিলেও পুলিশ দেরিতে এসেছে। এই অভিযোগ পুলিশের উপরে ‘চড়াও’ হওয়ায় তিন যুবককে গ্রেফতার করে পুলিশ। শুক্রবার ঘটনাটি ঘটে বরাবাজারে। পুলিশ ও স্থানিয় সুত্রে জানা গিয়েছে, এ দিন বিভূতি মাহাতো (২৪) নামে বরাবাজারের ভবানিপুর গ্রামের যুবক মোটরবাইকে করে বাড়ি ফিরছিলেন। মেদিনীটার গ্রামের কাছে একটি ডাম্পার ধাক্কা মারলে তাঁর মৃত্যু হয়। মারা যান। বাসিন্দাদের একাংশের দাবি, খবর পেয়েও পুলিশ দেরিতে আসে। তাই ক্ষুব্ধ বাসিন্দারা পুলিশের উপর চড়াও হয় অভিযোগ। অন্য দিকে, গাড়ির ধাক্কায় এক বালিকার মৃত্যু হওয়ায় প্রায় এক ঘণ্টা রাস্তা অবরোধ করলেন স্থানীয় বাসিন্দারা। বৃহস্পতিবার বেলা ১১টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে খাতড়া থানার বাগজোবড়া মোড়ের কাছে, খাতড়া-অম্বিকানগর রাস্তায়। মৃতার নাম সঞ্চিতা কর মোদক (৫)। খাতড়া এলাকায় তার বাড়ি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই দিন সঞ্চিতা বাগজোবড়া মোড়ের কাছে রাস্তায় দাঁড়িয়েছিল। খাতড়া থেকে অম্বিকানগরগামী একটি গাড়ি তাকে ধাক্কা মারে। মাথায় গুরুতর চোট পাওয়ায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এর পরেই বাসিন্দারা প্রতিবাদে রাস্তা অবরোধ করেন। পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। পুলিশ রুদড়ার কাছ থেকে গাড়িটি আটক করে।
|
এক কিশোরের অস্বাভাবিক মৃত্যু হল। ঘটনাটি পুরুলিয়া শহরের চিড়াবাড়ি এলাকার। মৃতের নাম সোমু দে (১৬)। ৭ নম্বর ওয়ার্ডের চিড়াবাড়িতে তার বাড়ি। বৃহস্পতিবার ঘরের ভিতরে তাঁর গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত দেহ পুলিশ উদ্ধার করে। পুলিশের অনুমান, ওই কিশোর আত্মঘাতী হয়েছেন। প্রয়াত ভাষা আন্দোলনের সেনানি। হুড়া গ্রামীণ হাসপাতালে মারা গেলেন মানভূমের ভাষা আন্দোলনের এক সেনানি বৈদ্যনাথ মাহাতো। তাঁর বয়স হয়েছিল ৮৫। বাড়ি পুঞ্চার ভূতাম গ্রামে। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। শুক্রবার দুপুরে তাঁর মৃত্যু হয়।
|
এক চাষির কৃষি খামারে আগুন লেগে কয়েক বস্তা রাসায়নিক সার, ধান-সহ বেশ কিছু খাদ্যশস্য পুড়ে ছাই হয়ে গেল। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে ওন্দা থানা এলাকার কুমারডাঙা অঞ্চলের চাষি বামাচরণ প্রামাণিকের খামারে। বৃহস্পতিবার বামাচরণবাবু ওন্দা থানায় লিখিত ভাবে ঘটনার কথা জানিয়ে তদন্ত দাবি করেছেন। পাশাপাশি জেলা প্রশাসনের কাছেও লিখিত আবেদনে ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন তিনি।
|
আজ শনিবার বলরামপুরে প্রতিবাদ সভা করতে আসছেন বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র। দলের বলরামপুর জোনাল কমিটির সদস্য কোকিল রজক জানান, ২৮ ফেব্রুয়ারি ধর্মঘটের আগের দিন তৃণমূল তাঁদের দলীয় কার্যালয়ে আক্রমণ ও ভাঙচুর করেছিল বলে অভিযোগ। তার প্রতিবাদেই আজ বলরামপুর বাসস্ট্যান্ডে প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে। |