গান-নাচ-কবিতায় যেন আরও রঙিন হয়ে উঠল বসন্ত উৎসব। উৎসবের আনন্দে গা ভাসালেন সাত থেকে সত্তর সকলেই। প্রতি বছরের মতো এ বারও ‘মেদিনীপুর বসন্ত উৎসব’ কমিটির উদ্যোগে মেদিনীপুর শহরের বিদ্যাসাগর হল চত্বরে আয়োজন করা হয়েছিল বসন্ত উৎসবের। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত এখানে আবির খেলা চলে। সেই সঙ্গে গান-নাচ-কবিতা তো ছিলই। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরাও। এসেছিলেন সিপিএমের জেলা সম্পাদক দীপক সরকার, তৃণমূলের জেলা সভাপতি দীনেন রায়, সিপিআইয়ের জেলা সম্পাদক সন্তোষ রানা, জেলা কংগ্রেসের সহ-সভাপতি শম্ভুনাথ চট্টোপাধ্যায় প্রমুখ। সঙ্গীত শিল্পী জয়ন্ত সাহা ও আলোকবরণ মাইতির উদ্যোগে এই উৎসবের আয়োজন। মেদিনীপুরের এক কেবল সংস্থার উদ্যোগেও বৃহস্পতিবার সন্ধ্যায় অনুষ্ঠান হয় শহরে। সংস্থার কর্ণধার অরুণ চৌধুরি বলেন, “দোল উৎসবের আনন্দই আলাদা। তাই প্রতি বছরই আমরা এই অনুষ্ঠান করি।”
|
দুর্ঘটনায় পুড়ে ছাই হয়ে গেল গমবোঝাই দশ চাকার একটি লরি। বুধবার সন্ধ্যায় ৬০ নম্বর জাতীয় সড়কের দাঁতন থানা এলাকার হাসিমপুরে দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, লরিটি কলকাতা থেকে অন্ধ্রপ্রদেশে যাচ্ছিল। হাসিমপুরের কাছে জাতীয় সড়কে খোঁড়াখুঁড়ির কাজ চলছিল। সেখান দিয়ে যাওয়ার সময়েই নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে লরিটি এবং আগুন ধরে যায়। পালিয়ে যান লরির চালক। ওড়িশার জলেশ্বর থেকে দু’টি এবং খড়্গপুর থেকে একটি দমকলের ইঞ্জিন গিয়ে আগুন আয়ত্তে আনে।
|
নদী সংলগ্ন এলাকা থেকে এক অপরিচিত ব্যক্তির মৃতদেহ উদ্ধার করল পুলিশ। শুক্রবার সকালে এই ঘটনা ঘটে গড়বেতা থানা এলাকার সন্ধিপুরের কেঠিয়ায়। মৃতের বয়স আনুমানিক ৪২। এ দিন সকালে নদী সংলগ্ন এলাকায় দেহ পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় গড়বেতা থানার পুলিশ। দেহটি উদ্ধার করে ময়না-তদন্তের জন্য মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। |