|
|
|
|
|
|
|
চিত্রকলা ও ভাস্কর্য ২... |
|
প্রকাশে উৎসারিত প্রচ্ছন্ন নাটকীয়তা |
মৃণাল ঘোষ |
চিন্ময় চক্রবর্তীর ষষ্ঠ একক অনুষ্ঠিত হল সম্প্রতি কেমোল্ড গ্যালারিতে। প্রদর্শনীর শিরোনাম: ‘ব্লাড অন জেব্রা ক্রসিং’। অ্যাক্রিলিক রঙে সাদা-কালোর প্রাধান্যে আঁকা তাঁর ছবিগুলি প্রধানত বিমূর্ত এবং খানিকটা স্থাপত্যধর্মী। অর্থাৎ স্থাপত্যের গাঠনিকতাকে ভেঙে তিনি বিমূর্তায়িত করেছেন। গাঠনিক সংহতি আনতে চেষ্টা করেছেন। শিরোনাম থেকে বোঝা যায় প্রতিবাদী চেতনা থেকে উৎসারিত হয়েছে তাঁর প্রতিমাকল্প। সেটাকে তিনি আখ্যান নিরপেক্ষ ভাবে শুদ্ধ চিত্রীয় বিন্যাসে উপস্থাপিত করতে চেষ্টা করেছেন। যদিও প্রচ্ছন্ন নাটকীয়তা আছে প্রকাশে। সেই নাটকীয়তার ‘টেনশন’ই ছবিগুলিতে বিশেষ মাত্রা এনেছে। |
|
|
প্রদর্শনী
চলছে
স্টুডিও২১: অনির্বান ঘোষ ১৬ মার্চ পর্যন্ত।
চিত্রকূট: বিক্রম সেন, রত্না মজুমদার, অলক সেনগুপ্ত আজ শেষ।
অ্যাকাডেমি: শিবশঙ্কর, বিশ্বরূপ প্রমুখ ১৩ মার্চ পর্যন্ত।
পপি, চৈতালী, ঈপ্সিতা, রঞ্জনা, পিয়ালি,
সবিতা, সিলভিয়া প্রমুখ ১৩ পর্যন্ত।
সুমনা ঘোষ ১৩ মার্চ পর্যন্ত।
হোটেল হিন্দুস্থান: সুজিতকুমার ঘোষ ৯ মার্চ পর্যন্ত।
বিড়লা অ্যাকাডেমি: মৌসিম মিত্র ১১ মার্চ পর্যন্ত।
চিত্রকূট: বিক্রম সেন, অলোক সেনগুপ্ত, রত্না মজুমদার ৫ থেকে ১০ পর্যন্ত।
নক্ষত্র: চৈতালী চন্দ ১৪ পর্যন্ত।
সৃজনী আর্ট গ্যালারি: সন্দীপ চৌধুরী ৩১ মার্চ পর্যন্ত। |
|
|
|
|
|