বাজার সুরক্ষায় ফিরছে আইন
নিজস্ব সংবাদদাতা |
বাজারের ভিতরে আগুন জ্বালিয়ে রান্না না করার আইন ছিলই। তার তোয়াক্কা না করে সল্টলেকের বিভিন্ন বাজারের হোটেলগুলোয় অবাধে কয়লার উনুন থেকে গ্যাস সবেতেই রান্না চলছে। এ বার নিষেধাজ্ঞা ফের বলবৎ করে সল্টলেকের বাজারগুলি সুরক্ষিত করতে চাইছে তৃণমূল পরিচালিত বিধাননগর পুরসভা। চেয়ারপার্সন কৃষ্ণা চক্রবর্তী বলেন, “বাজারের মধ্যে আগুন জ্বেলে রান্না, মিষ্টির দোকানে দুধও ফোটানো যাবে না। দ্রুত প্রতিটি বাজারে নিষেধাজ্ঞার নোটিস যাবে।” সল্টলেকের বাজারগুলির কোনগুলিতে আগুন জ্বেলে রান্না হয়, তা নিয়ে বিধাননগর পুরসভা সম্প্রতি একটি সমীক্ষা করেছিল। |
বঙ্গীয় সাহিত্য পরিষদের বার্ষিক সাধারণ সভার আগে তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগের জবাব দিলেন পরিষদের বর্তমান কর্তৃপক্ষ। শুক্রবার পরিষদ ভবনে সাংবাদিক বৈঠক ডেকে ‘সাহিত্য পরিষৎ রক্ষা সমিতি’ ও ‘সাহিত্য পরিষৎ সুহৃৎ সমাজ’-এর অভিযোগের জবাব দেন প্রতিষ্ঠানের সম্পাদক স্বপন বসু। দুর্নীতি, স্বজনপোষণ ও পুরনো বই পাচারের অভিযোগগুলি অস্বীকার করে স্বপনবাবু বলেন, “আমাদের বিরুদ্ধে আনা অভিযোগগুলির ভিত্তিতে পুলিশ ও শিক্ষা দফতর আলাদা আলাদা ভাবে তদন্ত করেছে। তাঁদের কথামতো অডিট রিপোর্ট ও অন্যান্য কাগজপত্র জমা দিয়েছি। তদন্ত রিপোর্ট এখনও প্রকাশ হয়নি। এমনকী, অভিযোগপত্রটি আমরা বারবার দেখতে চেয়েও পাইনি।” তাঁর আরও অভিযোগ, পরিষদের কর্মীদের বেতনও আটকে দেওয়া হয়েছে। কাল, রবিবার পরিষদের বার্ষিক সাধারণ সভা। তার আগে এই বৈঠকে গত পাঁচ বছরে পরিষদের উল্লেখযোগ্য কাজের একটি তালিকাও পেশ করেন সম্পাদক। |
মাথায় আঘাত লেগে মৃত্যু হল এক ব্যক্তির। বৃহস্পতিবার, দোলের দিন ঘটনাটি ঘটে বাঙুরের এ ব্লকে। পুলিশ জানিয়েছে, রাজু সিংহ (৩২) নামে ওই ব্যক্তি একটি আবাসিক বাড়ির নিরাপত্তাকর্মী ছিলেন। অভিযোগ, পারিবারিক গোলমালকে কেন্দ্র করে বৃহস্পতিবার সন্ধ্যায় মত্ত অবস্থায় রাজুর শ্যালক মন্টু দাস তাঁর মাথায় আঘাত করে। পুলিশ জানায়, গুরুতর আহত রাজুকে আরজিকর হাসপাতালে মৃত ঘোষণা করা হয়। শুক্রবার সকালে মন্টুকে গ্রেফতার করে পুলিশ। ধৃতের বিরুদ্ধে খুনের মামলা রুজু করা হয়েছে। |
মহাকরণের তিনতলার ডিজি পুলিশ কন্ট্রোল রুম ও দুই অতিরিক্ত পুলিশ অধিকর্তার ঘরে ঢোকার মুখে একটি সুইচ বোর্ড থেকে শুক্রবার দুপুরে ধোঁয়া বেরোতে দেখা যায়। তার পরেই পোড়া গন্ধ ছড়ায় ও ডিজি পুলিশ কন্ট্রোল রুম ও তার লাগোয়া পুলিশের অন্যান্য অফিসে বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। দমকলের কর্মীরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। দমকল জানায়, সম্ভবত শর্ট সার্কিট থেকেই এই ঘটনা। তখন নিজের ঘরে ছিলেন এডিজি (আইন-শৃঙ্খলা) সুরজিৎ করপুরকায়স্থ। এর জন্যই ৩টে পর্যন্ত ডিজি পুলিশ কন্ট্রোল রুমে আলো ছিল না। |
পাটুলি থানার প্রণবানন্দ রোডের এক আবাসনের একটি ফ্ল্যাট থেকে গত বুধবার শর্মিষ্ঠা লাহিড়ী (৩৯) নামে এক মহিলার দেহ উদ্ধার হয়েছিল। ময়না-তদন্তের রিপোর্টে প্রাথমিক ভাবে বলা হয়েছে, শর্মিষ্ঠাকে শ্বাসরোধ করে মৃত্যু হয়েছে। এই ঘটনায় মৃতার পরিবারের তরফে অবশ্য কোনও অভিযোগ দায়ের করা হয়নি। পুলিশ একটি খুনের মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিশ জানায়, মৃতার গায়ে কোনও আঘাতের চিহ্ন ছিল না। |
পুকুর থেকে এক কিশোরের দেহ মিলল। শুক্রবার, পিকনিক গার্ডেনে। মৃত সৌরভকুমার সিংহের (১২) বাড়ি ওই এলাকায়। পুলিশ জানায়, দোলের দিন সৌরভকে পুকুরে নামতে দেখেন স্থানীয়েরা। তার দেহে আঘাতের চিহ্ন মেলেনি বলে জানায় পুলিশ। |