জামিন পেলেন তামিলনাড়ুর চার পুলিশ |
নিজস্ব সংবাদদাতা • রঘুনাথগঞ্জ |
ডাকাতির কিনারা করতে এসে খুনের দায়ে গ্রেফতার হয়েছিলেন তামিলনাডু পুলিশের চার কর্মী। বুধবার মুর্শিদাবাদের ফরাক্কা থানার পুলিশ তাঁদের গ্রেফতার করে আদালতে পেশ করলেও তামিলনাডুর থিরুপ্পু থানার ইন্সপেক্টর-সহ ওই চার পুলিশ কর্মী জামিন পেয়ে গিয়েছেন। কারণ, এ দিন বিকেলেই মির্জা বকুল আলি নামে মৃত যুবকের ময়না-তদন্তের রিপোর্ট হাতে পেয়ে গিয়েছিলেন বিচারক। ওই রিপোর্টে পিটিয়ে মারার কোনও উল্লেখ ছিল না। সেই কারণেই এসিজেএম সঞ্জীব দারুকা ধৃতদের জামিন মঞ্জুর করেন। পুলিশ ভারতীয় দণ্ডবিধির জামিনঅযোগ্য ৩০৪ ধারায় (অনিচ্ছাকৃত মৃত্যু ঘটানো) মামলা রুজু করলেও বিচারক ওই ধারার পক্ষে যুক্তি খুজে পাননি। সে কারণেই তিনি ওই পুলিশ কর্মীদের জামিন মঞ্জুর করেন বলে আদালত সূত্রে জানা গিয়েছে। তাঁদের ৫০০ টাকার বন্ডে জামিনে মুক্তি দিলেও বিচারক ওই চার পুলিশ কর্মীকে ২১ মার্চ ফের জঙ্গিপুর আদালতে হাজিরার নির্দেশ দিয়েছেন।
|
নিজস্ব সংবাদদাতা • পুরুলিয়া |
স্ত্রীকে খুন করার অভিযোগে স্বামী ও শ্বশুরকে গ্রেফতার করল পুলিশ। রঘুনাথপুর শহরের ঘটনা। মৃতের নাম প্রিয়ঙ্কা কর্মকার (২৩)। রঘুনাথপুরে শ্বশুরবাড়িতে মঙ্গলবার সকালে তিনি অগ্নিদগ্ধ হন। সেই রাতে তাঁর মৃত্যু হয়। শ্বশুরবাড়ির দাবি, রান্না করার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তিনি অগ্নিদগ্ধ হন। বধূর পরিবারের অভিযোগে পুলিশ তাঁর স্বামী সুব্রত কর্মকার ও শ্বশুর শরৎ কর্মকারকে গ্রেফতার করে। রঘুনাথপুর আদালতে তোলা হলে ধৃতদের ১৪ দিন জেলহাজত হয়।
|
নিজস্ব সংবাদদাতা • সারেঙ্গা |
রান্নার গ্যাস ‘লিক’ করায় অগ্নিদগ্ধ হয়ে জখম হলেন এক শিক্ষক দম্পতি। মঙ্গলবার সন্ধ্যায় সারেঙ্গা থানার ছোট সারেঙ্গায় দুর্ঘটনাটি ঘটে। অগ্নিদগ্ধ হন শিক্ষক দম্পতি সঞ্জীব মণ্ডল ও তাঁর স্ত্রী কাজল মণ্ডল। তাঁদের উদ্ধার করে স্থানীয় খ্রিস্টিয় সেবা নিকেতনে ভর্তি করা হয়। পরে সঞ্জীববাবুকে বাঁকুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
|
নিজস্ব সংবাদদাতা • ইঁদপুর |
এক তরুণীকে বাড়ির অদূরে মাঠে মৃত অবস্থায় পাওয়া গেল। ইঁদপুর থানার গড়দুয়ারা গ্রামের বাসিন্দা অসীমা মণ্ডলকে (২০) মঙ্গলবার সন্ধ্যায় মৃত অবস্থায় দেখতে পান স্থানীয় বাসিন্দারা। মৃতদেহের পাশ থেকে একটি কীটনাশকের প্যাকেটও পাওয়া গিয়েছে। দেহটিকে ময়না-তদন্তের জন্য পাঠানো হয়েছে।
|
নিজস্ব সংবাদদাতা • পুঞ্চা |
পুঞ্চা থানার বাগদা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ২৪ ঘন্টা চিকিৎসা পরিষেবা চালু রাখার দাবিতে বুধবার বাসিন্দারা পুঞ্চা-পুরুলিয়া রাস্তা অবরোধ করলেন। প্রায় আট ঘণ্টা অবরোধ হয়। বাসিন্দাদের অভিযোগ, বার বার স্বাস্থ্য দফতরকে জানিয়েও সুরাহা মেলেনি। পরে মানবাজারের বিএমওএইচ সুরজিৎ সিং হাঁসদা জানান, এক চিকিৎসক ২৪ ঘণ্টা সেখানে থাকবেন। বাসিন্দারা অবরোধ তুলে নেন। এই অবরোধের জেরে যান চলাচল ব্যাহত হয়।
|
নিজস্ব সংবাদদাতা • বরাবাজার |
দুই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী উচ্চ মাধ্যমিক পরীক্ষার ‘অ্যাডমিট কার্ড’ না পাওয়ায় বুধবার স্কুলে বিক্ষোভ দেখাল। বরাবাজারের বরাভুম হাইস্কুলের ঘটনা। স্কুলের প্রধান শিক্ষক শিশির পাত্র বলেন, “ওই দুই পরীক্ষার্থীর আবেদনপত্র পূরণ করার সময়ে কিছু গোলমাল হয়ে থাকতে পারে। তবে তারা যাতে পরীক্ষায় বসতে পারে সে চেষ্টা করা হচ্ছে।”
|
নিজস্ব সংবাদদাতা • পাত্রসায়র |
আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হল একটি মাটির বাড়ি। বুধবার পাত্রসায়রের আখড়াশাল গ্রামের বিকাশ মেটের খড়ের ছাউনি দেওয়া মাটির বাড়িতে ওই আগুন লাগে। প্রথমে বাসিন্দারা, পরে বিষ্ণুপুর থেকে দমকলের ইঞ্জিন গিয়ে আগুন নেভায়। |