নিজস্ব সংবাদদাতা • শান্তিনিকেতন |
শান্তিনিকেতনে জোর কদমে চলছে বসন্ত উৎসবের প্রস্তুতি। বুধবার মায়ের খেলা নৃত্যনাট্যের মহড়ার ছবিটি তুলেছেন বিশ্বজিৎ রায়চৌধুরী। আজ বসন্ত উৎসব। ভোরে বৈতালিকের মধ্য দিয়ে এ দিনের অনুষ্ঠান শুরু হচ্ছে শান্তিনিকেতনে। রবীন্দ্রনাথের নৃত্যনাট্য ‘মায়ার খেলা’ পরিবেশিত হবে সন্ধ্যা ৭টায় অনুষ্ঠানের মূলমঞ্চে। এ বারও আশ্রমমাঠে বসন্ত উৎসব করছেন বিশ্বভারতী কর্তৃপক্ষ। গৌরপ্রাঙ্গন চত্বর দিয়ে ‘চৈত’ হয়ে, আশ্রমমাঠের মূল অনুষ্ঠান মঞ্চে পৌঁছবে সকালের শোভাযাত্রা। ইতিমধ্যেই দেশ-বিদেশের রবীন্দ্রানুরাগীরা হাজির হয়েছেন শান্তিনিকেতনে। বোলপুর-শান্তিনিকেতন এলাকার হোটেল লজেও ঠাসা ভিড়। সঙ্গীত ভবনের মঞ্চে ছাত্র-ছাত্রীদের মহড়ায় গত দু’দিন ধরে উপচে পড়ছে ভিড়।
অনুষ্ঠানের মহড়ায় ছাত্র-ছাত্রীদের সফল অভিনয়ে আশাবাদী সঙ্গীত ভবনের অধ্যক্ষ ইন্দ্রাণী মুখোপাধ্যায় বলেন, “আশা রাখছি ছাত্র-ছাত্রীরা প্রয়াসে সফল হবে।” এতদিন ধরে মহড়া দেওয়া ছাত্র-ছাত্রীরাও উৎসবে তাঁদের অনুষ্ঠান নিয়ে ভীষণ উত্তেজিত। বোলপুর-শান্তিনিকেতন হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক বিকাশ রায় চৌধুরী বলেন, “সমস্ত হোটেল-লজগুলি পর্যটকে ভর্তি। অনেক আগে থেকে বুকিং হয়ে গিয়েছে। সমস্ত নিয়ম মেনেই পর্যটকদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা আমরা করেছি।”
সিএসআইআর-এর ডিরেক্টর জেনারেল সমীর কে. ব্রক্ষ্মচারী এ বারের বসন্ত উৎসবের বিশেষ অতিথি। বিশ্বভারতী কর্মী পরিষদের যুগ্ম সম্পাদক কানাই চট্টোপাধ্যায় ও দেবাশিস রায় বলেন, “বসন্ত উৎসবের সুষ্ঠু পরিচালনার জন্য সব রকমের ব্যবস্থা নেওয়া হয়েছে। বিশৃঙ্খলা এড়াতে প্রশাসনের উদ্যোগে পুলিশের বিশেষ ব্যবস্থা থাকছে। দেশ-বিদেশের রবীন্দ্রানুরাগীদের নির্বিঘ্নে উৎসবে শরিক হতে প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা নেওয়া হয়েছে।” |