পাথর ভর্তি ডাম্পারের ধাক্কায় মৃত্যু হল এক শিশু-সহ একই পরিবারের তিন জনের। মৃতেরা হলেন রাজিয়া বিবি (২৫), তাঁর মেয়ে নাজরিন খাতুন (২) এবং দিদিমা আমেনা বিবি (৪৫)। মাড়গ্রাম থানার মাড়গ্রাম গুদামপাড়া এলাকায় তাঁদের বাড়ি। বুধবার সকালে হাঁসন-চাঁদপাড়া রাস্তায়, রামপুরহাট উত্তরচক্র অবর বিদ্যালয় পরিদর্শকের অফিসের সামনে দুর্ঘটনাটি ঘটে। পুলিশ ডাম্পারটি আটক করলেও চালক পলাতক। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তাঁরা এ দিন মোটরবাইকে করে মুর্শিদাবাদের খড়গ্রাম থানার মেরোটি থেকে মাড়গ্রামে আসছিলেন। বাইক চালাচ্ছিলেন রাজিয়া বিবির নাতি এনতাজুল শেখ। সেই সময় উল্টো দিক থেকে আসা ডাম্পার বাইকে ধাক্কা মারলে সকলে পড়ে যান। পরে ডাম্পারের চাকায় পিষ্ট হন রাজিয়া, দিদিমা আমেনা বিবি এবং মেয়ে নাজরিন। ঘটনাস্থলে তিন জনের মৃত্যু হয়। এনতাজুল শেখ অল্পবিস্তর চোট পেয়েছেন। অন্য দিকে, মঙ্গলবার সকালে ইট ভাটায় কাজ করার সময় ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু হল রূপা বাউড়ি (৩৬) নামে এক মহিলা শ্রমিকের। বাড়ি দুবরাজপুরের ১৪ নম্বর ওয়ার্ডে। ওই দিন সকালে ঝিরুল গ্রামে একটি ইট ভাটায় কাজ করছিলেন তিনি। সেই সময় পাশের রাস্তা থেকে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক্টর রূপাদেবীকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ট্রাক্টরটি পুলিশ আটক করেছে।
|
মাধ্যমিক পরীক্ষা চলাকালীন বার বার আক্রান্ত হচ্ছেন জেলার সিভিল ডিফেন্স কর্মীরা। এমনই অভিযোগ তুললেন তাঁরা। লোহাপুরে বিভিন্ন দিনে আক্রান্ত হয়েছেন সুব্রত মহান্ত, ধ্রুব সরকার, চঞ্চল শেখরা। নলহাটি থানার ভদ্রপুরে সৈয়দ সফিকুল ইসলাম নামে এক কর্মীও আক্রান্ত হয়েছেন। তাঁদের ক্ষোভ, “ঝুঁকি নিয়ে কাজ করেও তেমন কোনও সরকারি সুবিধা পাচ্ছি না। আক্রান্ত হলেও প্রশাসন যথার্থ ভাবে পাশে দাঁড়াচ্ছে না।” স্থায়ীকরণ-সহ বেশ কিছু দাবি নিয়ে বুধবার ভারপ্রাপ্ত রামপুরহাট মহকুমাশাসকের কাছে তাঁরা স্মারকলিপি দেন। মহকুমাশাসক মহম্মদ ইব্রাহিম বলেন, “ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলব।”
|
ডানকুনি থেকে ছিনতাই হওয়া ট্রাক-সহ এক যুবককে গ্রেফতার করল ইলামবাজার থানার পুলিশ। জেলা পুলিশ সুপার হৃষিকেশ মিনা বলেন, “ধৃত যুবকের নাম মহম্মদ আজিজ। বাড়ি হরিয়ানায়। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আন্তঃরাজ্য ট্রাক পাচার চক্রের সঙ্গে জড়িত আছে কি না খতিয়ে দেখা হচ্ছে। গত মঙ্গলবার রাতে ট্রাকটি ডানকুনি থেকে ছিনতাই হয়েছিল।” পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই দিন রাতে ডানকুনি এলাকার একটি পেট্রোল পাম্পের কাছ থেকে ট্রাকটি ছিনতাই হয়। ট্রাকের মালিক নন্দকিশোর গুপ্ত জানিয়েছিলেন, বুধবার ভোরে চালক ও খালাসি ছিনতাইয়ের খবর জানান। তাঁদেরকে চন্দননগরের কাছে মারধর করে ফেলে যায় দুষ্কৃতীরা। এখনও পর্যন্ত চালক ও খালাসির খোঁজ পাওয়া যায়নি। বুধবার সকালে অজয় নদের উপরে সেতুর কাছে সন্দেহ হওয়ায় গাড়ি আটক করে ইলামবাজার থানার ওসি ত্রিদীব প্রামাণিক। জিজ্ঞাসাবাদ করে ছিনতাইয়ের ঘটনা জানতে পারেন।
|
রেল লাইনে কাজ করার সময় ট্রেনে কাটা পড়ে মৃত্যু হল এক রেল কর্মীর। বুধবার ভোরে সাঁইথিয়া স্টেশনের কাছে অন্ডাল-সাঁইথিয়া রেল লাইনের ডাউন লাইনে দুর্ঘটনাটি ঘটে। রেল পুলিশ জানিয়েছে, মৃতের নাম যোগেন্দ্র ঠাকুর (৪২)। উত্তরপ্রদেশের দেওরিয়া জেলায় তাঁর বাড়ি। ঘটনার প্রত্যক্ষদর্শী যোগেন্দ্রবাবুর সহকর্মী এম আলম বলেন, “আমরা আপ লাইনে মেরামতির কাজ করছিলাম। ভোরের দিকে ডাউন লাইনে অন্ডালগামী ট্রেনটি যায়। তারপরে দেখি ওই লাইনে যোগেন্দ্রর দেহ পড়ে রয়েছে। কী ভাবে ও ডাউন লাইনে গেল বুঝতে পারছি না।” পরে রেল পুলিশ কর্মীরা গিয়ে তাঁর দেহ উদ্ধার করেন।
|
খয়রাশোলের শৈলজানন্দ ফাল্গুনী স্মৃতি মহাবিদ্যালয়ে মঙ্গলবার থেকে দু’দিনের একটি আলোচনাসভা হয়েছে। ইউজিসি-র সহায়তায় এই আলোচনাচক্রের উদ্যোক্তা যৌথ ভাবে খয়রাশোলের ওই কলেজ ও বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগ।
|
এক আদিবাসী তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠল এলাকার ৫ যুবকের বিরুদ্ধে। ওই তরুণীর বাবা বুধবার দুপুরে রামপুরহাট থানার অভিযোগ করেন। ঘটনাটি রামপুরহাট থানা এলাকার। এ দিন ওই তরুণীর ডাক্তারি পরীক্ষা করানো হয়েছে। পুলিশ জানায়, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। তবে কেউ গ্রাফতার হয়নি।
|
রান্নার গ্যাস ‘লিক’ করায় অগ্নিদগ্ধ হয়ে জখম হলেন এক শিক্ষক দম্পতি। মঙ্গলবার সারেঙ্গা থানা এলাকায় দুর্ঘটনাটি ঘটে। অগ্নিদগ্ধ হন শিক্ষক দম্পতি সঞ্জীব মণ্ডল ও তাঁর স্ত্রী কাজল মণ্ডল। |