টুকরো খবর
যুবককে খুনের চেষ্টা গোপালনগরে
বাড়িতে চড়াও হয়ে এক যুবককে গুলি করে খুনের চেষ্টা করল দুষ্কৃতীরা। মঙ্গলবার রাতে উত্তর ২৪ পরগার গোপালনগরের চামটা গ্রামের ঘটনা। ওসমান মণ্ডল নামে গুলিতে গুরুতর জখম ওই যুবককে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পুলিশ জানায়, ঘটনার তদন্ত শুরু হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য এক জনকে আটক করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাত ৯টা নাগাদ কয়েক জন দুষ্কৃতী ওসমানের বাড়িতে চড়াও হয়। ঘরের জানলা দিয়ে তাঁকে লক্ষ করে গুলি চালায়। গুলি ওসমানের পেটে লাগে। আশপাশের লোকজন চলে আসায় দুষ্কৃতীরা পালায়। ওসমানকে প্রথমে বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়। পরে স্থানান্তরিত করানো হয় কলকাতার আর জি কর হাসপাতালে। ওই এলাকার এক দুষ্কৃতী ও তার দলবলের খোঁজে দিন কয়েক ধরে তল্লাশি চালাচ্ছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, দুষ্কৃতীদের হয়তো মনে হয়েছে ওসমান তাদের সম্পর্কে পুলিশকে জানাচ্ছেন। সেই কারণে তাঁকে খুনের চেষ্টা হতে পারে। সব দিকই খতিয়ে দেখা হচ্ছে।

বালিকাকে ধর্ষণের দায়ে যাবজ্জীবন
ন’বছরের বালিকাকে ধর্ষণের দায়ে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিল বসিরহাট আদালত। বুধবার হাসনাবাদের বালিয়াডাঙা গ্রামের বাসিন্দা দিবস মণ্ডল নামে ওই যুবককে সাজা শোনান বসিরহাট আদালতের ফাস্ট ট্র্যাক-১ কোর্টের বিচারক মহানন্দ দাস। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০০৮ সালের ১৪ অক্টোবর দুপুরে প্রতিবেশী ওই বালিকাকে খাবারের লোভ দেখিয়ে নিজের ফাঁকা বাড়িতে ডেকে নিয়ে যায় দিবস। বহু ক্ষণ পরেও না ফেরায় বালিকার পরিবারের লোকজন খোঁজ করে দিবসের বাড়ি থেকে হাত-পা-মুখ বাঁধা অবস্থায় তাকে উদ্ধার করেন। পরে বালিকার মুখ থেকে সব শুনে তাঁরা দিবসের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেন থানায়। পরের দিনই পুলিশ দিবসকে গ্রেফতার করে। এত দিন সে জেল হাজতেই ছিল। মামলার সরকার পক্ষের আইনজীবী জগন্নাথ দাস বলেন, “ধর্ষণের দায়ের বিচারক ওই যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। সঙ্গে ৫ হাজার টাকা জরিমানা। অনাদায়ে আরও ২ বছরের কারাদণ্ড।” এ দিন আদালতে আসে ওই বালিকার পরিবারের লোকজন। রায় শুনে তাঁরা খুশি।

বিদেশি মদ, হেরোইন উদ্ধার ক্যানিংয়ে, ধৃত
গোপন অভিযান চালিয়ে মঙ্গলবার রাতে ক্যানিং, বাসন্তী এবং জীবনতলা থানা এলাকার বিভিন্ন জায়গা থেকে কয়েক লক্ষ টাকার বেআইনি বিদেশি মদ উদ্ধার করল পুলিশ। জীবনতলা থানার সরবেড়িয়ার দিলীপ সাউ এবং বাসন্তীর শিমুলতলার নাজিম মোল্লাকে গ্রেফতার করা হয়েছে। আর এক অভিযুক্ত, সরবেরিয়ার অশোক মণ্ডল পলাতক। ক্যানিংয়ের এসডিপিও পিনাকীরঞ্জন দাস জানান, ১৫ গ্রাম হেরোইন-সহ পরেশ মণ্ডল নামে এক ব্যক্তি ধরা পড়েছেন। তাঁর বাড়ি কলকাতার শোভাবাজার এলাকায়। পিয়ালির কয়েকটি দোকানে অভিযান চালিয়ে প্রায় ৮ লক্ষ টাকার মদও বাজেয়াপ্ত করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে ভোপাল চকদার নামে এক জনকে।

প্ল্যাটফর্মে আগুন
প্ল্যাটফর্মে আগুন লেগে ভস্মীভূত হয়ে গেল সাতটি ঝুপড়ি দোকান। এর ফলে বুধবার বিকেল তিনটে থেকে ঘণ্টাখানেক শিয়ালদহ-বারাসত শাখায় আপ-ডাউন দুই লাইনের ট্রেন বন্ধ থাকে। পরে দমকল গিয়ে আগুন নেভায়। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি। রেলপুলিশ সূত্রে খবর, হৃদয়পুর স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মের একটি ফলের দোকানে প্রথম আগুন লাগে। মুহূর্তে তা ছড়িয়ে পড়ে আশপাশের আরও ছ’টি দোকানে। বারাসত দমকলের তিনটি ইঞ্জিন গিয়ে আগুন নেভায়। কিন্তু জায়গার অভাবে দমকলের ইঞ্জিনগুলি রেললাইনের উপরেই রাখতে হয়। আগুনের তীব্রতা এত বেশি ছিল যে দুর্ঘটনার আশঙ্কায় ট্রেন বন্ধ রাখেন রেল কর্তৃপক্ষ। আগুন আয়ত্তে এলে ট্রেন চলাচল শুরু হয়। সিগারেটে থেকেই এই আগুন বলে প্রাথমিক তদন্তে অনুমান দমকলের।

সেতুর রড চুরি, গ্রেফতার ১
ক্যানিংয়ে মাতলা সেতুর উপরে রেলব্রিজের কাজ হচ্ছে। সেখান থেকে লোহার রড চুরি যাচ্ছে বলে অভিযোগ উঠছিল কিছু দিন ধরেই। গোপন সূত্রে খবর পেয়ে ক্যানিং ডকঘাট থেকে পুলিশ রড-বোঝাই একটি ম্যাটাডর আটক করে বুধবার রাতে। গ্রেফতার করা হয় চালককে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.