টুকরো খবর
মূক-বধির তরুণী উদ্ধার
মাস পাঁচেক ধরে নিখোঁজ চণ্ডীপুরের এক মূক-বধির তরুণীকে হাওড়া বাসস্ট্যান্ড চত্বর থেকে উদ্ধার করল পুলিশ। প্রায় পাঁচ মাস আগে চণ্ডীপুরের ব্রজলালচক গ্রাম থেকে নিখোঁজ হয়ে যায় বছর কুড়ির ওই তরুণী। গত ১ মার্চ হাওড়া গোলাবাড়ি থানার পুলিশ তাঁকে উদ্ধার করে। বুধবার তমলুক আদালতে তোলা হলে ওই তরুণীকে তাঁর বাবা-মায়ের কাছে ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেন বিচারক। এ দিন তমলুক আদালতে এসে মেয়েকে ফিরে পেয়ে বাবা মন্টু জানা বলেন, “এতদিন ধরে অনেক খোঁজাখুজি করেছি। ওকে ফিরে পাওয়ার আশাই ছেড়ে দিয়েছিলাম।”
পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, ওই মূক-বধির তরুণীর বাবা মন্টু জানা পেশায় জুটমিলের শ্রমিক। চার মেয়ে ও এক ছেলেকে নিয়ে সংসার। কয়েক বছর আগে বিহারে ওই তরুণীর বিয়ে হলেও পরে বাপের বাড়ি ব্রজলালচকেই ফিরে আসেন। মন্টুবাবু বলেন, “২০১১-এর ১০ অক্টোবর নিখোঁজ হয়ে যায় আমার মেয়ে। আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজাখুজি করেও সন্ধান মেলেনি। শেষে পুলিশে নিখোঁজ ডায়েরি করি।”
এ দিকে, অভিযোগ পেয়ে রাজ্যের বিভিন্ন থানায় ছবি পাঠিয়ে ওই তরুণীর সন্ধান চালায় চণ্ডীপুর থানার পুলিশ। গত ১ মার্চ হাওড়া বাসস্ট্যান্ড চত্বরে এক মূক-বধির তরুণীকে ঘিরে জটলার খবর পেয়ে তাঁকে উদ্ধার করে গোলাবাড়ি থানার পুলিশ। থানার কাছে থাকা ছবি মিলিয়ে ওই তরুণীর পরিচয় জানা যায়। লিলুয়া হোমে পাঠানো হয় তাঁকে। ইতিমধ্যে গোলাবাড়ি থানা থেকে খবর পেয়ে চণ্ডীপুর থানার পুলিশ ওই তরুণীকে নিয়ে আসে মঙ্গলবার। বুধবার আদালতে ওই তরুণীকে শনাক্ত করার পর বাবা-মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়। মাঝের পাঁচ মাস ওই তরুণী কোথায় কী-ভাবে ছিলেন জানতে কাঁথির মূক ও বধির বিশেষজ্ঞদের সাহায্য নিচ্ছে পুলিশ।

বসন্ত উৎসব হলদিয়ায়
দোল উপলক্ষে অনুষ্ঠান। হলদিয়ার ক্ষুদিরাম নগরের একটি স্কুলে আরিফ ইকবাল খানের ছবি।
বসন্ত উৎসবে মাতোয়ারা হতে প্রস্তুত শিল্পশহর হলদিয়া। আজ, বৃহস্পতিবার মহিষাদল রাজবাড়ির আমবাগানে বসন্ত উৎসবের আয়োজন করেছে হলদিয়া মহকুমার মহিষাদল প্রেস কর্নার। এ বার তৃতীয় বর্ষ। প্রভাতফেরির পরে আবির খেলার পাশাপাশি নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে। বসন্তের গান শোনাতে স্থানীয় শিল্পীদের পাশাপাশি উপস্থিত থাকবেন রবীন্দ্র সঙ্গীত শিল্পী পূবালী দেবনাথ। এ ছাড়াও সন্ধ্যায় গুণীজন সংবর্ধনার আয়োজন করা হয়েছে। এ দিকে, দোলের আগের দিন, বুধবার বসন্ত উৎসবের আয়োজন করে মঞ্জুশ্রীর হাজরা মোড়ের নটরাজ নৃত্য ও সাংস্কৃতিক অ্যাকাডেমি। বিকেলে পায়রা ও রঙিন বেলুন উড়িয়ে উৎসবের সূচনা হয়। এরপর অ্যাকাডেমি প্রাঙ্গণ থেকে দুর্গাচক সুপার মার্কেট পর্যন্ত পদযাত্রা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানের সূচনা করেন চিকিৎসক হিমাদ্রী পাল ও রবীন্দ্রসঙ্গীত শিল্পী মধুমিতা দত্ত নন্দী। উপস্থিত ছিলেন সরোদ শিল্পী অভিজিৎ চক্রবর্তী-সহ অ্যাকাডেমির কলাকুশলী ও স্থানীয় শিল্পীরা। এ দিনই স্থানীয় বিবি ঘোষ প্রেক্ষাগৃহে নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে টাউনশিপের ব্রজনাথচক বসন্ত উৎসব উদ্যাপন কমিটি। সমবেত আবৃত্তি, রবীন্দ্রসঙ্গীত, লোকসঙ্গীত-সহ বিভিন্ন ঘরানার নাচ ও গানের আয়োজন ছিল বলে জানান উদ্যোক্তা কমিটির তরফে তপন কুমার দাস। এ ছাড়াও স্থানীয় স্কুলের প্রায় ৭০ জন পড়ুয়া নৃত্যানুষ্ঠানে যোগ দেন।

ছত্রধরদের সঙ্গে আলোচনার দাবি
ছত্রধর মাহাতোদের সঙ্গে আলোচনা করেই পশ্চিম মেদিনীপুর জেলা ভাগের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার দাবি জানাল ‘সন্ত্রাস, দুর্নীতি ও সাম্রাজ্যবাদী আগ্রাসন-বিরোধী গণতান্ত্রিক মঞ্চ’। বুধবার এক বিবৃতিতে মঞ্চের সম্পাদক অশোকজীবন ঘোষের বক্তব্য, “জেলা-ভাগের প্রশ্নে জঙ্গলমহলের ভূমিপুত্র-কন্যাদের মতামত জানাবার প্রতিনিধি কোথায়? জঙ্গলমহলের আদিবাসী জনগোষ্ঠীর আত্মমর্যাদা, আত্মসন্মান নিয়ে বেঁচে থাকার অধিকার রক্ষার লড়াইয়ের নেতা ছত্রধর মাহাতো, সুখশান্তি বাস্কেদের সঙ্গে আলোচনা না-করে বা তাঁদের মতামত না-নিয়ে কোনও সিদ্ধান্ত হলে তা হবে অগণতান্ত্রিক ও অসাংবিধানিক।” বিবৃতিতে বলা হয়েছে, ‘জঙ্গলমহলের সমস্যার শান্তিপূর্ণ সমাধান হতে পারে স্বায়ত্তশাসনের মাধ্যমেই। প্রশাসনিক পরিচালনার ভার জঙ্গলমহলের ভূমিপুত্রদের হাতেই দেওয়া হোক। পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের অন্তর্গত ৭৪টি ব্লককে নিয়ে স্বশাসিত পরিষদ গঠনের মাধ্যমে উন্নয়ন হোক’। অন্য দিকে, জেল থেকে এক বিবৃতিতে ছত্রধর আগামী ১৪ মার্চ নন্দীগ্রাম গুলি-কাণ্ডের দিনটিকে প্রতিবাদ দিবস হিসাবে পালনের ডাক দিয়েছেন।

লোধা শিশুদের ফিরিয়ে আনা হল
লোধা-শিশুদের আশ্রমে পাঠানো নিয়ে যে বিতর্ক চলছিল বুধবার তার অবসান ঘটল। এ দিন কলকাতার আশ্রয় থেকে শিশুদের ফিরিয়ে এনে তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হয়। শালবনির পাথরকুমকুমিতে লোধা বাচ্চাদের থাকা, খাওয়া ও পড়াশোনার জন্য একটি হস্টেল রয়েছে। যে হস্টেল তৈরি করেছেন পশ্চিম মেদিনীপুর জেলা অনগ্রসর শ্রেণিকল্যাণ দফতরের কর্মী শঙ্কর কোটাল। কিন্তু সরকারি অনুদান না থাকায় নানা সঙ্কট দেখা দেয়। শঙ্করবাবুদের দাবি, “সঙ্কটের কারণেই অভিভাবকদের সঙ্গে কথা বলে ৯ জন ছাত্রকে কলকাতা একটি আশ্রমে পাঠানো হয়।” কিন্তু সেখানেও সমস্যা হয়। ছেলেদের সঙ্গে পরিবারের কাউকে দেখা করতে দেওয়া যাবে না বলে সেখানকার কর্তৃপক্ষ জানিয়ে দেন। তখন শঙ্করবাবুর বিরুদ্ধে ছেলে পাচারের অভিযোগে সোচ্চার হন অভিভাবকেরা। পরে প্রশাসনের উচ্চস্তরের হস্তক্ষেপেই শিশুগুলিকে পরিবারের হাতে তুলে দেওয়া হয়।

বধূর অপ-মৃত্যু, স্বামী-ননদ ধৃত
বিয়ের দু’বছরের মধ্যে স্ত্রীকে পুড়িয়ে মারার অভিযোগে স্বামী ও ননদকে গ্রেফতার করল কাঁথি থানার পুলিশ। আইসি সুব্রত বারিক জানান, কাঁথি থানার দাউদপুরের মছলন্দ গ্রামের অমর মণ্ডলের স্ত্রী উর্মিলার গায়ে গত মঙ্গলবার তাঁর শ্বশুরবাড়ির লোকজন আগুন লাগিয়ে দেয় বলে ওই বধূর বাপের বাড়ির অভিযোগ। আরও যৌতুকের জন্যই উর্মিলার উপরে অত্যাচার করা হত বলে অভিযোগ। মঙ্গলবার অগ্নিদ্বগ্ধ অবস্থায় উর্মিলাকে কাঁথি মহকুমা হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই তিনি মারা যান। পুলিশ উর্মিলার স্বামী অমর ও ননদ বাসন্তীকে বুধবার গ্রেফতার করেছে।

ধৃত বেড়ে ৬
কাঁথি শহর থেকে ঢিলছোড়া দূরত্বে ছত্রধরার কাছে মাছের খাদ্যের গুদামে জোড়া খুন ও লুঠের ঘটনায় কাঁথি থানার পুলিশ উত্তর চব্বিশ পরগনার আমডাঙা থেকে আরও ২ জনকে গ্রেফতার করল। থানার আইসি জানান, ধৃতেরা হল শেখ মিরাজ ও শেখ সফি। এই নিয়ে এই ঘটনায় পুলিশ ৬ জনকে ধরল। গত ১৬ ফেব্রুয়ারি রাতে গুদামে ঢুকে তিন কর্মীকে মারধর করে লক্ষাধিক টাকার সামগ্রী নিয়ে চম্পট দিয়েছিল দুষ্কৃতীরা। পরে জখম ২ কর্মী মারা যান।

যুবকের অপমৃত্যু
গাছে ঝুলন্ত অবস্থায় এক যুবকের দেহ উদ্ধার হল এগরার বারানিধি গ্রামে। মৃতের নাম ভাস্কর বেরা (২৭)। বুধবার সকালে বাড়ির কিছু দূরে একটি গাছে তাঁর দেহটি ঝুলতে দেখে পুলিশে খবর দেন গ্রামবাসী। তিন দিন পরে ওই যুবকের বিয়ের কথা ছিল। বিয়ের আয়োজন নিয়ে বাবার সঙ্গে বচসার জেরেই ওই যুবক আত্মঘাতী হয়েছেন বলে জানিয়েছেন গ্রামবাসী।

স্কুল খুলতে বৈঠক
কাজলাগড় হাইস্কুলের অচলাবস্থা কাটাতে বুধবার বৈঠক হল ভগবানপুর ১ ব্লক অফিসে। স্কুলের অষ্টম শ্রেণির এক ছাত্রের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে গোলমাল। শিক্ষকেরা মারধর করায় ওই ছাত্র আত্মঘাতী হয়েছে বলে থানায় অভিযোগ জানিয়েছেন পরিবারের লোকেরা। অভিযুক্ত প্রধানশিক্ষক-সহ কয়েকজন শিক্ষক না-আসায় তিন দিন ধরে বন্ধ স্কুল। বুধবার বৈঠকে ঠিক হয় কাল, শুক্রবার স্কুল খুলবে। প্রয়োজন হলে পুলিশি পাহারার ব্যবস্থা থাকবে।

শ্লীলতাহানির নালিশ
স্কুল থেকে উচ্চ-মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড নিয়ে ফেরার পথে বুধবার বিকেলে পাটাশিমুলের জঙ্গলপথে এক ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টা হয়েছে বলে অভিযোগ উঠেছে। মেয়েটিকে ঝাড়গ্রাম হাসপাতালে ভর্তি করায় স্থানীয় তৃণমূল নেতৃত্ব।

তড়িদাহত, মৃত্যু
বাড়িতে কেবল লাইনের তার টানতে গিয়ে তড়িদাহত হলেন এক যুবক। মৃত অমলেশ জানার (২৭) বাড়ি চণ্ডীপুরের সাঁতরাবাড় গ্রামে।

জিতল সবং কলেজ
পশ্চিম মেদিনীপুর আন্তঃকলেজ ফুটবলে চ্যাম্পিয়ন হল সবং কলেজ। ন’টি দলের টুর্নামেন্টের ফাইনালে বুধবার তারা ১-০ গোলে হারাল মেদিনীপুর কলেজকে। মেদিনীপুর কলেজ মাঠেই হয় ফাইনাল।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.