শনিবার পালামে মুখোমুখি গুরু-শিষ্য। বিজয় হাজারে ফাইনালে ওঠার লড়াইয়ে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাংলা বনাম হরভজন সিংহের পঞ্জাব। বুধবার হায়দরাবাদকে (১৭৫) পাঁচ উইকেটে হারিয়ে সেমিফাইনালে বাংলার সামনে পঞ্জাব (১৭৯-৫)।
টুর্নামেন্টে এখন পর্যন্ত অপরাজিত বাংলা। কিন্তু সেমিফাইনালে মনোজ তিওয়ারি-অশোক দিন্দা থাকছেন না। এশিয়া কাপ দলের সঙ্গে যোগ দিতে হবে তাঁদের। এই অবস্থায় বাংলা কিছুটা বেকায়দায় তো বটেই। এই মরসুমে মনোজকে সে ভাবে না পেলেও তাঁর অভাব পুষিয়ে দিয়েছেন ঋদ্ধিমান সাহা, অনুষ্টুপ মজুমদার, লক্ষ্মীরতন শুক্ল-রা। কিন্তু দিন্দা না থাকায় বাংলার বোলিং বেশ দুর্বল হয়ে পড়বে। বিশেষ করে এই মরসুমে তিনি যে ভাবে বাংলা বোলিংকে নেতৃত্ব দিয়েছেন। বাংলা যদিও সেমিফাইনালের জন্য কলকাতা থেকে বীরপ্রতাপ সিংহকে উড়িয়ে এনেছে। কিন্তু অনভিজ্ঞ বীরপ্রতাপ সেমিফাইনালের মতো বড় মঞ্চে দিন্দার পরিবর্ত হয়ে উঠতে পারবেন কিনা তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।
সেমিফাইনালের আগে লক্ষ্মীদের দু’দিনের ছুটি দিয়েছে বাংলার টিম ম্যানেজমেন্ট। সৌরভ কোয়ার্টার ফাইনাল খেলে মনোজ-দিন্দাদের সঙ্গে কলকাতা ফিরে গিয়েছেন। শুক্রবার সকালে তিনি দিল্লি আসছেন। সে দিনই কোটলায় অনুশীলনে নামবে বাংলা। অন্য দিকে, হরভজনের পঞ্জাব পালামের মাঠের সঙ্গে অনেকটাই সড়গড় হয়ে গিয়েছে প্রি-কোয়ার্টার ও কোয়াটার ফাইনালের দুটো ম্যাচ খেলে। বুধবার জিতে উঠেই পঞ্জাব ক্রিকেটাররা হুমকি দিয়ে রাখলেন, বাংলাকে সহজে ছাড়বেন না। |