|
|
|
|
কংগ্রেসের ব্যর্থতাতেই অণ্ণা খুঁজছেন ‘ভবিষ্যদ্বাণী’র সাফল্য |
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
লোকপাল বিলের বিরোধিতা যারা করবে, তারাই পাঁচ রাজ্যের ভোটে ধরাশায়ী হবে বলে ভবিষ্যদ্বাণী করেছিলেন অণ্ণা হজারে। ভোটের ফল বেরোনোর পরে কিন্তু ছবিটা দাঁড়াল কার্যত উল্টো। যে মুলায়ম সিংহ যাদব সংসদে লোকপাল বিলের বিরোধিতা করেছিলেন, তিনিই দখল করতে চলেছেন লখনউয়ের গদি। আর যাঁর সরকারের লোকায়ুক্ত বিলের আদলে জন লোকপাল বিল দাবি করেছিল টিম অণ্ণা, উত্তরাখণ্ডের সেই মুখ্যমন্ত্রী ভুবনচন্দ্র খান্ডুরি নিজের আসনেই হেরে গিয়েছেন!
ফলে টিম অণ্ণা এখন নিজেদের সাফল্য খুঁজছে কংগ্রেসের ব্যর্থতায়। অণ্ণার যুক্তি, “দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে কংগ্রেস বারবার মানুষকে ঠকিয়েছে। মজবুত লোকপাল বিল আনলে ওরা মানুষের সমর্থন পেত।” যদিও উত্তরপ্রদেশে কংগ্রেসের বিপর্যয়ের যে সব প্রধান কারণ বিশেষজ্ঞরা দেখেছেন, তার মধ্যে লোকপাল-প্রসঙ্গ নেই। কিরণ বেদী বলছেন, বিজেপি, শিরোমণি অকালি দল বা বামেদের মতো কংগ্রেস নেতারা যন্তর-মন্তরে লোকপাল বিলকে সমর্থন জানাতে আসেননি। মজার কথা হল, বিজেপি বা বামেরাও পাঁচ রাজ্যের ভোটে খুব একটা ফায়দা কুড়োতে পারেনি। বরং লোকপাল বিলের বিরোধিতা করা মুলায়মই মায়াবতীর গদি উল্টে দিয়েছেন। আবার উত্তরাখণ্ডে টিম অণ্ণা-র ব্যাপক প্রচার সত্ত্বেও কংগ্রেস সেখানে বিজেপির থেকে একটি হলেও বেশি আসন পেয়েছে।
অসুস্থতার জন্য অণ্ণা নিজে পাঁচ রাজ্যের কোথাও যেতে না পারলেও তাঁর সঙ্গীরা গিয়েছিলেন। উত্তরপ্রদেশে নির্বাচনী সমীক্ষা যাঁরা চালিয়েছেন, তাঁরা কিন্তু বলেছেন যে ওই রাজ্যে অণ্ণা শিবিরের প্রচারের বিশেষ প্রভাব পড়েনি। টিম অণ্ণা যদিও বলছে, মায়াবতীর দুর্নীতি ও অপশাসনের বিরুদ্ধেই ভোট দিয়েছে মানুষ। মুলায়ম তারই সুফল কুড়িয়েছেন। গোয়ায় খনি দুর্নীতি কাণ্ডে ফায়দা তুলে ক্ষমতায় এসেছে বিজেপি। আবার উত্তরাখণ্ডে দুর্নীতির দায়ে অভিযুক্ত রমেশ পোখরিয়ালকে মুখ্যমন্ত্রী পদ থেকে তড়িঘড়ি সরিয়ে খান্ডুরিকে না বসালে সে রাজ্য থেকে বিজেপি মুছে যেত বলে ব্যাখ্যা দিয়েছেন টিম অণ্ণার সদস্য সন্তোষ হেগড়ে। উত্তরপ্রদেশে তাঁদের প্রচার তেমন দাঁত ফোটাতে পারেনি, মেনে নিয়েও তিনি বলেছেন যে, অণ্ণার আন্দোলনের প্রভাবটা আসলে পড়েছে সার্বিক জনমানসে।
বিবিধ ব্যাখ্যা দিচ্ছে সঙ্গীরা। আর অণ্ণা হুমকি দিয়ে রাখছেন, ২০১৪-র লোকসভা ভোটের আগে গোটা দেশে প্রচার করবেন তিনি। মানুষকে বোঝাবেন কে কথা রেখেছে, আর কে-ই বা রাখেনি! |
|
|
|
|
|