স্কুল বাঁচাতে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হল সেন্ট মেরিজ স্কুলের পড়ুয়ারা। বুধবার সকাল সাড়ে ন’টা নাগাদ স্কুলের প্রায় ৪০ জন পড়ুয়া-সহ অভিভাবক এবং শিক্ষক-শিক্ষিকারা মিছিল করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির সামনে হাজির হন। পুলিশ তাঁদের সরিয়ে পাশের একটি ক্লাবে নিয়ে যায়। পরে দুই পড়ুয়াকে নিয়ে কয়েক জন শিক্ষিকা এবং অভিভাবক মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন। স্কুলের শিক্ষিকা মেরি ঘোষ বলেন, “মুখ্যমন্ত্রী স্কুলটি বাঁচানোর আশ্বাস দিয়েছেন।” |
পোস্টার হাতে খুদে পড়ুয়ারা। বুধবার, মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে। নিজস্ব চিত্র |
গত সোমবার দক্ষিণ কলকাতার পূর্ণ দাস রোডের ওই স্কুল লাগোয়া একটি বাড়ি ভাঙাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছিল। স্কুল-কর্তৃপক্ষ জানিয়েছিলেন, ৩০ বছর ধরে স্কুলটি চলছে। গত জুন মাস থেকে স্কুল এবং তার লাগোয়া চত্বরের মালিক-সংস্থা বাড়ি ভাঙার কাজ শুরু করে। সোমবার সকালে স্কুলের শিক্ষিকারা দেখেন, বাড়ি ভাঙার সময়ে একটি ক্লাসঘর সংলগ্ন কোল্যাপসিব্ল গেট ভাঙা হয়েছে। এর পরেই স্কুল-কর্তৃপক্ষ এবং অভিভাবকেরা বাড়ি ভাঙতে বাধা দেন। যদিও মালিক-সংস্থার তরফে জানানো হয়, নির্মাণকাজের জন্য ভাঙচুর হচ্ছিল। তবে, স্কুলের কোনও অংশে ভাঙচুর করা হয়নি। দু’পক্ষের দাবি এবং পাল্টা দাবি নিয়ে উত্তেজনা ছড়ালে পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। ঘটনাস্থলে যান এলাকার বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়ও। অভিভাবকেরা জানিয়েছেন, সে দিন ভাঙার কাজ বন্ধ হলেও সমস্যা মেটেনি। সেই কারণেই তাঁরা এ বার মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছেন।
স্কুলের এক পড়ুয়ার অভিভাবক শম্ভু দাস জানান, এ দিন তাঁরা বিষয়টি মুখ্যমন্ত্রীকে জানালে তিনি স্কুলের কোনও বিপদ হবে না বলে আশ্বাস দিয়েছেন। বিষয়টি খতিয়ে দেখার জন্য এলাকার বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়কে নির্দেশও দিয়েছেন তিনি। একই সঙ্গে মুখ্যমন্ত্রী স্কুল-কর্তৃপক্ষকে মেয়র শোভন চট্টোপাধ্যায়ের কাছে স্কুল সংক্রান্ত কাগজপত্র জমা দিতে নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন শম্ভুবাবু। |