১৩ বছরের কিশোরীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, ধৃত যুবকের বাড়ি মেমারি শহরের ৭ নম্বর ওয়ার্ডে। বুধবার তাকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু গর্ভপাতের জেরে কিশোরীর রক্তক্ষরণ হতে থাকায় ডাক্তারি পরীক্ষা করানো যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কিছু দিন ধরেই কিশোরীর সঙ্গে সহবাস করছিল যুবকটি। মাস তিনেক আগে সে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। কয়েক দিন আগে বর্ধমানের একটি নার্সিংহোমে তার গর্ভপাত করানো হয় বলে অভিযোগ। জেলা পুলিশের এক কর্তা বলেন, “কোন নার্সিংহোমে ওই মেয়েটির গর্ভপাত হয়েছিল, তার তথ্যপ্রমাণ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয় বাসিন্দা তথা কিশোরীর আত্মীয় রাজু মাঝির অভিযোগ, “ছেলেটি বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ওর সঙ্গে সহবাস করত। এতে অন্তঃসত্ত্বা হয়ে পড়লে ছেলেটিই জোর করে ওর গর্ভপাত করায়। কিন্তু রক্তপাত বন্ধ না হওয়ায় ঘটনাটির কথা জানাজানি হয়ে যায়। পরে বাড়ির লোকেরা যুবকটিকে মেমারি থানায় নিয়ে গেলে পুলিশ তাকে আটক করে।”
পুলিশ জানায়, ডাক্তারি পরীক্ষার জন্য কিশোরীকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু রক্তপাত বন্ধ না হওয়ায় চিকিৎসকেরা আপাতত তাকে বাড়ি পাঠিয়ে দিয়েছেন। সিপিএমের অভিযোগ, অভিযুক্ত যুবক তৃণমূলের স্থানীয় কর্মী। তবে মেমারির তৃণমূল নেতা স্বপন ঘোষাল বলেন, “আমরা ওকে চিনি না। আমাদের দলের সঙ্গে ওর কোনও সম্পর্ক নেই।” |