টুকরো খবর
স্কুলে জায়গা নেই, প্যান্ডেলে পরীক্ষা
প্যান্ডেল খাটিয়ে চলছে পরীক্ষা। নিজস্ব চিত্র।
স্কুল আছে, কিন্তু মাধ্যমিক পরীক্ষা নেওয়ার মতো পরিকাঠামো নেই। তাই ত্রিপলের নীচে পরীক্ষ চলল। ঘটনাটি বাঁকুড়ার জয়পুরের হিজলডিহা কামিনী বিদ্যামন্দিরের। স্কুলের প্রধান শিক্ষক তথা পরীক্ষাকেন্দ্রের ইনচার্জ নবকুমার পাল বলেন, “এই স্কুলে পরীক্ষা নেওয়ার মতো পরিকাঠামো নেই। ভগ্নপ্রায় ক্লাসঘর। দুর্ঘটনার ভয়ে মিড-ডে মিল ও সাইকেল স্ট্যান্ডের ছাউনির তলায় প্যান্ডেল খাটিয়ে পরীক্ষা নেওয়া হচ্ছে। ছ’বছর ধরে এ ভাবেই পরীক্ষা চলছে।” স্কুল পরিচালন সমিতির সম্পাদক বিকাশ পালধী বলেন, “এ বছর এখানে ৬৩৩ জন মাধ্যমিক পরীক্ষা দিল। অল্প কয়েকজনের ক্লাসঘরে জায়গা হয়েছে। মধ্যশিক্ষা পর্ষদের এ ব্যাপারে নজর দেওয়া দরকার।” জেলা স্কুল পরিদর্শক (বাঁকুড়া) দেবপ্রসন্ন বন্দ্যোপাধ্যায় বলেন, “বিষয়টি খোঁজ নিয়ে দেখব।”

দুর্ঘটনায় মৃত্যু কর্মাধ্যক্ষের
পোয়াগাবানে দুর্ঘটনাগ্রস্ত বাস। ছবিটি তুলেছেন অভিজিৎ সিংহ।
দু’টি পৃথক দুর্ঘটনায় মৃত্যু হল ১ জনের। ৫০ জন জখম হয়েছেন। মৃতের নাম কাজী আনারুল হক (৩৬)। তিনি পাত্রসায়র পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ। মঙ্গলবার ভোরে অন্ডালে ২ নম্বর জাতীয় সড়কে তাঁদের গড়ির সঙ্গে অন্য একটি গাড়ির সংঘর্ষ হয়। হাসপাতালের পথে আনারুলের মৃত্যু হয়। আশঙ্কাজনক অবস্থায় তাঁর দুই সঙ্গীকে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। অন্য দিকে, মঙ্গলবার সকালে একটি বাস খাতড়া থেকে বাঁকুড়ার দিকে যাচ্ছিল। খাতড়া-বাঁকুড়া রাস্তায়, পোয়াবাগান এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে যায়। জখমদের বাঁকুড়া মেডিক্যালে ভর্তি করানো হয়েছে। জখম যাত্রীদের মধ্যে ১২ জন মহিলা ও দু’জন শিশু আছে।

জেরার ভিডিও চাইল আদালত
তৃণমূল কর্মী খুনের অভিযোগে ধৃত তালড্যাংরার বিধায়ক মনোরঞ্জন পাত্রকে পুলিশি হেফাজতে দেওয়ার আবেদনের শুনানি এক দিন পিছিয়ে দিল খাতড়া আদালত। তাঁকে জেরা করার জন্য ৮ দিন নিজেদের হেফাজতে চেয়ে মঙ্গলবার খাতড়া আদালতে আবেদন জানিয়েছিল পুলিশ। আদালত জানিয়েছে, তদন্তকারী পুলিশ অফিসারকে সংশোধনাগারে গিয়ে মনোরঞ্জনবাবুকে জেরা করে তার অডিও-ভিডিও ক্যাসেট বুধবার আদালতে জমা করতে হবে। তার পরে ওই আবেদনের শুনানি হবে। পুলিশ সুপার প্রণব কুমার বলেন, “ওই খুনের ঘটনার তদন্তের স্বার্থে বিধায়ককে জেরা করা প্রয়োজন। সেই জন্য পুলিশের হেফাজতে দেওয়ার আবেদন করা হয়েছে।” এ দিন খাতড়া আদালতে মনোরঞ্জনবাবুকে হাজির করা হয়। অতিরিক্ত পুলিশও মোতায়েন ছিল। ২০১০-এর ২৯ জুন তালড্যাংরা থানার রাজপুরে সিপিএম-তৃণমূল সংঘর্ষ হয়। গুলিতে মৃত্যু হয় তৃণমূল কর্মী মদন খা। ওই ঘটনায় সিপিএমের জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য মনোরঞ্জন পাত্র ও তাঁর ভাই জিতেন পাত্র-সহ ২২ জনের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের হয়। নিম্ন আদালত ও হাইকোর্টে মনোরঞ্জনবাবুর আগাম জামিনের আবেদন খারিজ হয়। ২৭ ফেব্রুয়ারি তিনি খাতড়া আদালতে আত্মসমর্পণ করেন। আদালত ৯ মার্চ পর্যন্ত তাঁকে জেল হাজতে রাখার নির্দেশ দেন।

ইন্দিরা আবাস নিয়ে প্রতিবন্ধীর নালিশ
ইন্দিরা আবাসের টাকা পেয়েও বাড়ি তৈরি করতে পারছেন না বলে বিডিও-র কাছে অভিযোগ জানালেন এক প্রতিবন্ধী। সোনামুখী থানার কুলডাঙা গ্রামের বাসিন্দা রামপদ ঘোষ ডান চোখে দেখতে পান না। তাঁর অভিযোগ, “আমার কোনও বাড়ি নেই। রাঙামাটি মৌজায় সামান্য জমি রয়েছে। সেখানে বাড়ি করতে গেলে গ্রামের কিছু বাসিন্দা বাধা দিচ্ছেন।” ঘটনার কথা স্বীকার করে ডিহিপাড়া পঞ্চায়েতের প্রধান মনোরঞ্জন পাত্র বলেন, “৭-৮ মাস আগে প্রথম পর্যায়ে ইন্দিরা আবাসের ১৭ হাজার টাকা পেয়েছেন রামপদবাবু। কিন্তু জায়গাটি তাঁর নয়, সেটা খেলার মাঠ। এর ফলে বাধা এসেছে।” সোনামুখীর বিডিও এহেসান আলি বলেন, “আমরা পাট্টার জমি পাইয়ে দিয়ে প্রতিবন্ধীর বাড়ি তৈরির জন্য চেষ্টা চালাচ্ছি। আশা করি শীঘ্রই সমস্যা মিটে যাবে।”

সিপিএমের নালিশ
সিপিএমের বাঁকুড়া শহর (পশ্চিম ২) লোকাল কমিটির অফিসে তৃণমূলের পতাকা টাঙানোর অভিযোগ উঠল। মঙ্গলবার সকালে গোবিন্দনগর বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। পাটি অফিসের দেওয়ালেও মাওবাদীদের নামে হুমকি লেখা ছিল। সিপিএমের জেলা সম্পাদক অমিয় পাত্রের অভিযোগ, “তৃণমূল এই কাজ করেছে। পুলিশের কাছে অভিযোগ জানানো হয়েছে।” তৃণমূলের জেলা কার্যকরী সভাপতি অরূপ চক্রবর্তীর দাবি, “শহরে অশান্তি ছড়ানোর জন্য সিপিএম পরিকল্পিত ভাবে এই কাজ করে আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলেছে।”

যুবকের অপমৃত্যু
এক যুবকের ঝুলন্ত দেহ মঙ্গলবার বেলিয়াতোড়ের ফুলবাড়ি থেকে উদ্ধার করল পুলিশ। নাম তাপস বাউরি (২৭)। বাড়ি ফুলবাড়ি এলাকায়। তিনি বেলিয়াতোড়ে একটি কাঠকলে দিন মজুরির কাজ করতেন। পুলিশ দেহটি ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

দেহ উদ্ধার
বিষ্ণুপুর শহরের বাইপাসের ধার থেকে মঙ্গলবার এক মোটরবাইক চালকের দেহ উদ্ধার করল পুলিশ। পরিচয় জানা যায়নি।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.