টাকা পাঠানো, কেনাকাটা
এ বার মোবাইলেও
হাতের মুঠোয় টাকা লেনদেন বা কেনাকাটার সুযোগ। এ জন্য নেট-ব্যাঙ্কিং পরিষেবা থাকার দরকার নেই। ক্রেডিট-কার্ড সঙ্গে রাখাও জরুরি নয়। শুধু নিজের মোবাইল ফোনের কয়েকটি বোতামের চাপেই অন্যকে যেমন টাকা পাঠানো যাবে, তেমনই দোকানে গিয়ে জিনিস কেনা বা খাওয়ার পরে বিলও মেটানো যাবে। সেই সুযোগ এনেছে ভারতী এয়ারটেল গোষ্ঠীর সংস্থা এয়ারটেল এম কমার্স সার্ভিসেস। প্রযুক্তিগত সহায়তার জন্য ইনফোসিসের সঙ্গে জোট বেঁধেছে তারা।
এ সুযোগ আপাতত এয়ারটেলের গ্রাহকেরাই পাবেন। একটি বিশেষ নম্বর ডায়াল করে বা এয়ারটেলের বিপণন কেন্দ্রে গিয়ে নাম নথিভুক্ত করিয়ে অ্যাকাউন্ট খুলতে হবে। তারপর মোবাইল ফোনের মতোই ইচ্ছে মতো টাকা সেই অ্যাকাউন্টে ভরাতে হবে। তা হলেই নিজের মোবাইল থেকে ওই গ্রাহক যেমন অন্য এয়ারটেল গ্রাহকের অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারবেন, তেমনই দোকান বা মলে গিয়ে জিনিস কিনতে, রেস্তোরাঁ-হোটেল, বিদ্যুৎ (কলকাতায় আপাতত সিএসসি) বা টেলিফোন (বিএসএনএল, এনটিএনএল) বিল মেটাতে, এমনকী সিনেমা হলে (আইনক্স, ফেম ইত্যাদি) টিকিটও কাটতে পারবেন। সংস্থার দাবি, যাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা নেট-ব্যাঙ্কিং নেই, তাঁদের সুবিধা হবে এতে।
কলকাতায় এ জন্য ১৩০টিরও বেশি সংস্থার সঙ্গে জোট বেঁধেছে তারা। সিইও (কলকাতা, পশ্চিমবঙ্গ, ওড়িশা) প্রমোদ শর্মা জানান, প্রতি ৫০০ টাকা পর্যন্ত লেনদেনে ৫ টাকা খরচ হবে গ্রাহকের। ৫,০০০ টাকা পর্যন্ত ১০ টাকা। আরবিআইয়ের শর্ত মেনে ৫,০০০ টাকার বেশি লেনদেনে খরচ নেই। দু’টি অ্যাকাউন্ট খোলা যাবে, এক্সপ্রেস ও পাওয়ার। প্রথমটিতে দৈনিক খরচের সীমা ১০ হাজার টাকা। অন্যটিতে ৫০ হাজার।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.