টুকরো খবর
সার-খাদ্যশস্যে ৪% ভর্তুকি তুলল রেল
খাদ্যশস্য ও সার পরিবহণের ক্ষেত্রে ৪ শতাংশ ভর্তুকি তুলে নিল রেল মন্ত্রক। গত ডিসেম্বর মাসেই রেল মন্ত্রক বেশ কিছু নিত্যপ্রয়োজনীয় পণ্য পরিবহণে ৪ শতাংশ ভর্তুকি তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। সে সময়ে সার ও খাদ্য শস্যকে ওই তালিকা থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল মন্ত্রক। কিন্তু রেল মন্ত্রক জানিয়েছে, আজ থেকে সার ও খাদ্যশস্যে ওই ভর্তুকি তুলে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এই সিদ্ধান্তের কারণে রেলের আয় কিছুটা হলেও বৃদ্ধি পাবে। তবে ভর্তুকি উঠে যাওয়ায় খাদ্যশস্য ও সারের দাম বেড়ে যাওয়ার আশঙ্কা নেই বলে দাবি রেল মন্ত্রকের। তাদের যুক্তি, ওই খাদ্যশস্য পরিবহণ করে থাকে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া (এফসিআই)। ভর্তুকি তুলে নেওয়ার ফলে যে অতিরিক্ত অর্থ এফসিআইকে গুনতে হবে, কেন্দ্রীয় সরকার তা দিয়ে দেবে। তাই খাদ্যশস্য বা সারের দামের ক্ষেত্রে কোনও পরিবর্তন হবে না।

দিঘার সৈকতে বসন্তোৎসব
সৈকত পর্যটনকেন্দ্র দিঘায় সৈকত-উৎসবের পর এ বার বসন্তোৎসব। উদ্যোক্তা দিঘা-শঙ্করপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশন। পযর্টনকেন্দ্র হিসেবে দিঘার মানোন্নয়নের লক্ষ্যে গত ১৩ জানুয়ারি রাজ্য সরকারের উদ্যোগে সৈকত-উৎসবের উদ্বোধন করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেড় মাসের মধ্যে হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে শুরু হচ্ছে বসন্তোৎসব। অ্যাসোসিয়েশনের অন্যতম যুগ্মসচিব বিপ্রদাস চক্রবর্তী জানান, পর্যটকদের মনোরঞ্জনের জন্যই বেশ কয়েক বছর ধরে হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশন সৈকত উৎসব করে আসছিল। চলতি বছরে রাজ্য সরকারের পক্ষ থেকে সৈকত উৎসব করা হয়েছে। তাই, এ বার অ্যাসোসিয়েশন দোল উপলক্ষে বসন্তোৎসবের আয়োজন করা হয়েছে। ৯ মার্চ তিন দিন-ব্যাপী বসন্তোৎসবের উদ্বোধন করবেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী শিশির অধিকারী।

ভুবনেশ্বরের উড়ান
ভুবনেশ্বরে নতুন উড়ান চালু করল ইন্ডিগো। আজ, বুধবার থেকে এই উড়ান কলকাতা থেকে ভূবনেশ্বর ঘুরে বিশাখাপত্তনম যাতায়াত করবে। গত মাসে কলকাতা-ভুবনেশ্বর উড়ানও এনেছে তারা। ভূবনেশ্বর ঘুরে তা মুম্বই যাতায়াত করছে। সংস্থার প্রেসিডেন্ট আদিত্য ঘোষ জানান, কলকাতা তথা উত্তর-পূর্ব ভারত থেকে ভুবনেশ্বরের যাত্রী বাড়ছে। তাই এক মাসের মধ্যেই ভূবনেশ্বর রুটে দু’টি উড়ান শুরু হল।

শহরে টিউলিপ ইন
কলকাতায় পা রাখল বিশ্বের অষ্টম বৃহত্তম হোটেল গোষ্ঠী লুভর-এর অন্যতম ব্র্যান্ড টিউলিপ ইন। পূর্বাঞ্চল সফরে আসা ব্যবসায়ী ও পর্যটকদের বাজার ধরতেই এটি তৈরি করেছে তারা। এ জন্য তারা জোট বেঁধেছে কলকাতার পুরনো রেস্তোরাঁ সিরাজ হোটেলস-এর সঙ্গে। পার্ক স্ট্রিট-মল্লিক বাজার অঞ্চলে ৩২ হাজার বর্গ ফুট জুড়ে এই হোটেলে প্রাথমিক ভাবে চালু হবে ৪৬টি ঘর।

ব্যাঙ্কের নয়া শাখা
মুর্শিদাবাদের ধুলিয়ানে নয়া শাখা খুলল এলাহাবাদ ব্যাঙ্ক। বহরমপুর আঞ্চলিক অফিসের অধীনে এটি ব্যাঙ্কের ৫৮তম শাখা। উদ্বোধন করেন ব্যাঙ্কটির এগ্জিকিউটিভ ডিরেক্টর ডি সরকার।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.