টুকরো খবর
আমরি-মামলা: চার্জশিটের প্রতিলিপি মিলল, হল না জামিন
ঢাকুরিয়ায় আমরি হাসপাতালের অগ্নিকাণ্ডে চার্জশিট পেশ করা হয়েছে দিন চারেক আগে এবং প্রথম দফায় তার প্রতিলিপিও দেওয়া হয়েছে অভিযুক্ত ১৬ কর্তার মধ্যে দু’জনকে। তবু আমরি-র ওই দুই কর্তা পৃথা বন্দ্যোপাধ্যায় ও সাজিদ হুসেন জামিন পেলেন না। অগ্নিকাণ্ডে অভিযুক্ত ওই দুই আমরি-কর্তাকে সোমবার জেল-হাজত থেকে আলিপুর আদালতে নিয়ে যাওয়া হয়। আদালতের লক-আপেই তাঁদের হাতে চার্জশিটের প্রতিলিপি তুলে দেয় গোয়েন্দা পুলিশ। অন্য অভিযুক্ত কর্তারা এখনও চার্জশিটের প্রতিলিপি পাননি। ৮ ডিসেম্বর গভীর রাতে আমরি হাসপাতালের অগ্নিকাণ্ডে ব্যাপক প্রাণহানি ঘটে। এ দিন আলিপুরের মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালতের ভারপ্রাপ্ত বিচারক এস এম শাহনওয়াজ হুসেনের এজলাসে আমরি-র ভাইস প্রেসিডেন্ট (প্রশাসন) পৃথাদেবী এবং নাইট ইনচার্জ সাজিদের জামিনের আবেদন জানান তাঁদের আইনজীবী অমিতাভ গঙ্গোপাধ্যায় এবং সেলিম রহমান। সরকারি আইনজীবী তার বিরোধিতা করেন। দু’পক্ষের সওয়ালের পরে বিচারক অভিযুক্তদের জামিনের আবেদন খারিজ করে ১৯ মার্চ পর্যন্ত জেল-হাজতে রাখার নির্দেশ দেন। আমরি-কাণ্ডে ওই হাসপাতালের ১৬ জন কর্তার বিরুদ্ধে ১ মার্চ আদালতে চার্জশিট পেশ করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে পৃথাদেবী ও সাজিদ-সহ ১০ জন জেল-হাজতে রয়েছেন। আগেই জামিন পেয়েছেন হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর মণি ছেত্রী-সহ তিন জন। অন্য তিন কর্তা এখনও ‘ফেরার’। পৃথাদেবী এবং সাজিদকেই এ দিন প্রথম চার্জশিটের প্রতিলিপি দেওয়া হল। ওই অগ্নিকাণ্ডের মামলায় অন্য অভিযুক্তদের ৭ মার্চ আদালতে হাজির হয়ে চার্জশিটের প্রতিলিপি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে আগেই।

হাসপাতালে আলোচনাচক্র
সম্প্রতি দ্য মিশন হাসপাতালের অর্থোপেডিক বিভাগের উদ্যোগে একটি আলোচনাচক্র আয়োজিত হল। উপস্থিত শ্রোতাদের অনেকেই ভুগছেন হাঁটুর সমস্যায়। ওই আলোচনাচক্রে প্রধান বক্তা অস্থি বিশেষজ্ঞ চিকিৎসক দীপঙ্কর সেন কৃত্তিম হাঁটু হাতে নিয়ে উপস্থিত শ্রোতাদের সামনে ব্যাখ্যা করেন তার কার্যকারিতা। তিনি বলেন, “রোগী এবং চিকিৎসার পরে সুস্থদের এক সঙ্গে সামিল করে এমন আলোচনাসভা বিরল।” হাসপাতালের জিএম (অপারেশন) অভিজিৎ মুখোপাধ্যায়ের দাবি, “অন্য হাসপাতালের তুলনায় এখানে হাঁটুর চিকিৎসার খরচও কম।”

ব্যাহত জল সরবরাহ
রামপুরহাট মহকুমা হাসপাতালের পুরুষ বিভাগে জল সরবরাহ ব্যবস্থায় ত্রুটি দেখা দিয়েছে। কিন্তু অভিযোগ, পাঁচ দিন পার হলেও তা এখনও না সারানোয় সমস্যায় পড়েছেন ওই হাসপাতালের কর্তব্যরত নার্স থেকে শুরু করে রোগী, রোগীর আত্মীয়স্বজন। জল সরবরাহ ব্যবস্থা খারাপ থাকার জন্য হাসপাতালে নার্সরা ডিউটি চলাকালীন বেসিনে হাত ধুতে পারছেন না। এমন কী রোগীরা শৌচাগারেও জল পাচ্ছেন না। হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপার সুদীপ্ত মণ্ডল বলেন, “বিষয়টি নিয়ে হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত পূর্ত বিভাগ ও জনস্বাস্থ্য কারিগরী বিভাগকে বলা হয়েছে।” যদিও তাঁর দাবি, “ওই দুই বিভাগ একে অপরের দিকে দায়ভার চাপিয়ে দিচ্ছে। মাঝখান থেকে কোনও কাজ হচ্ছে না। এরফলে কর্মীরা যেমন পরিষেবা পাচ্ছেন না, তেমনি কর্তব্যরত নার্সরাও কাজে অসুবিধার সম্মুখীন হচ্ছেন।”

স্মারকলিপি
ডুয়ার্সের কুমারগ্রাম ব্লকের বারবিশা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের স্বাস্থ্য পরিষেবা নিয়ে ক্ষোভ বাড়ছে বসিন্দাদের মধ্যে। বাসিন্দারা জানাচ্ছেন, হাসপাতালের পরিষেবা বলতে হাতেগোনা সকাল ১০টা থেকে ২টা, চারঘন্টা। মাঝেমধ্যে চিকিৎসক থাকছে না। বাধ্য হয়ে বর্হিবিভাগের লাইনে দাঁড়িয়ে ফিরে যেতে হচ্ছে রোগীদের। স্বাস্থ্যকেন্দ্রটির ২৪ ঘণ্টা পরিষেবার দাবি নিয়ে সোমবার বাসিন্দারা ব্লক স্বাস্থ্য আধিকারিকের কাছে স্মারকলিপি দিয়ে বিক্ষোভ দেখান। কুমারগ্রাম ব্লক তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকেও আন্দোলনে নামা হয়েছে স্থানীয় পঞ্চায়েত সমিতির সদস্য সুকুমার রঞ্জন সরকার বলেন, “বহু মানুষ এই স্বাস্থ্য কেন্দ্রের উপর নির্ভরশীল। অথচ স্বাস্থ্য পরিষেবা মেলে মাত্র ৪ ঘণ্টা। সবাইকে ১২ কিমি দূরে কামাখ্যাগুড়ি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে যেতে হচ্ছে। দ্রত এই হাসপাতালে শয্যা এবং প্রসূতি বিভাগ চালু করবার দাবি জানিয়েছি।” কুমারগ্রাম ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভীক রায় বলেন, “প্রয়োজনে সমস্যা না মিটলে স্বাস্থ্যমন্ত্রীর দ্বারস্থ হব।”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.