টুকরো খবর |
টুকতে বাধা, পুড়ল টেবিল
নিজস্ব সংবাদদাতা • ময়নাগুড়ি |
টোকা রুখতে কড়া ব্যবস্থা নেওয়ায় কেরোসিন ছড়িয়ে বেঞ্চ-টেবিল পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে মাধ্যমিক পরীক্ষার্থীদের বিরুদ্ধে। শনিবার পরীক্ষা শেষে ঘটনাটি ঘটে ময়নাগুড়ির সুভাষনগর হাই স্কুলে। স্থানীয় থানায় অভিযোগ দায়ের করা ছাড়াও রবিবার স্কুলের তরফে জেলা পুলিশ কর্তাদের ঘটনাটি জানানো হয়। আজ, মঙ্গলবার শেষ পরীক্ষায় অশান্তির আশঙ্কায় উদ্বিগ্ন স্কুলের শিক্ষক মহল। প্রধান শিক্ষক হরিদয়াল রায় বলেন, “শুনেছি পরীক্ষার্থীদের কয়েকজন হুমকি দিয়েছে মঙ্গলবার আরও অনেক কিছু ঘটবে। শিক্ষকরা চিন্তায়। জেলা পুলিশের তরফে স্পর্শকাতর পরীক্ষা গ্রহণ কেন্দ্রের নাম চাওয়া হয়েছে। রবিবার আমাদের স্কুলের ঘটনা জানিয়েছি। স্থানীয় থানার কর্তাদের সঙ্গেও কথা হয়েছে।” শুধুমাত্র সুভাষনগর হাই স্কুল নয়। শনিবারের ঘটনার পর থেকে ময়নাগুড়ির নানা পরীক্ষা গ্রহণ কেন্দ্রে নজরদারির দায়িত্বে থাকা শিক্ষকরা নিরাপত্তার অভাব বোধ করছেন। তাঁদের আশঙ্কা আজ, মঙ্গলবার শেষ পরীক্ষায় পুলিশ ও প্রশাসনের তরফে কড়া ব্যবস্থা না নেওয়া হলে জটিল সমস্যার সৃষ্টি হতে পারে। উদ্বিগ্ন মাধ্যমিক পরীক্ষার সেন্টার কর্তৃপক্ষের তরফে এ দিন স্কুলগুলিতে বাড়তি পুলিশি ব্যবস্থার জন্য আর্জি জানানো হয়েছে। ময়নাগুড়ি-এ সেন্টার ইনচার্জ শ্রীমন্ত মণ্ডল বলেন, “মঙ্গলবার সেন্টারগুলিতে বাড়তি ফোর্স দেওয়া এবং কড়া টহলদারির জন্য পুলিশ কর্তাদের অনুরোধ করেছি।” ময়নাগুড়ির আইসি বিশ্বনাথ হালদার বলেন, “শিক্ষকদের সঙ্গে কথা হয়েছে। বলেছি নিরাপত্তার সমস্যা হবে না।” ময়নাগুড়ির বিডিও সম্রাট চক্রবর্তী বলেন, “আমরা চাই ছাত্ররা ঠান্ডা মাথায় পরীক্ষা দিয়ে বাড়িতে ফিরে যাবে। কিন্তু কেউ খারাপ কাজ করলে রেহাই পাবে না।” স্কুল সূত্রে জানা গিয়েছে, ওই স্কুলের ময়নাগুড়ি হাই স্কুল ও রোড হাইস্কুলের ছাত্ররা পরীক্ষা দিচ্ছে। শনিবার ছিল জীবন বিজ্ঞান। এ দিন পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পরে ১ নম্বর রুমে ধোঁয়া দেখে এক ছাত্র শিক্ষকদের খবর দেয়। শিক্ষকরা ছুটে গিয়ে দেখেন বেঞ্চ জ্বলছে। ঘরের মেঝে ভরা কেরোসিন তেলে। শিক্ষকরা জল ঢেলে আগুন নিভিয়ে দেন। শিক্ষক আনন্দ দাম বলেন, “খোঁজ নিয়ে জেনেছি পরীক্ষা শেষে জানালা গিয়ে ক্লাসে কেরোসিন তেল ঢেলে বেঞ্চে আগুন দিয়ে কিছু ছাত্র পালিয়ে যায়। ওদের নাম জানা যায়নি।”
|
দিনেদুপুরে দুষ্কৃতী হামলা
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
ভরদুপুরে রাস্তার মাঝে এক বৃহন্নলাকে ঘিরে ধরে বাঁ হাত কব্জি থেকে কেটে দিল দুষ্কৃতীরা। সোমবার দুপুর ২টা নাগাদ ঘটনাটি ঘটে নিউ জলপাইগুড়ি পুলিশ ফাঁড়ির জাবরাভাটা বাইপাসে। জখম চাঁদনি পাসোয়ানের বাড়ি শিলিগুড়ির বাগরাকোটে। তার গলায় ও মুখেও ধারাল অস্ত্রের আঘাত রয়েছে। আশঙ্কাজনক অবস্থায় জখমকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বৃহন্নলাদের দুটি গোষ্ঠীর লড়াইয়ে ওই ঘটনা ঘটেছে বলে পুলিশের সন্দেহ। জলপাইগুড়ির ডিএসপি হরিপদ শী বলেন, “তদন্ত শুরু হয়েছে। জখমের সঙ্গে আরেকজন ছিলেন। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।” ট্রেনের যাত্রীদের থেকে টাকা তোলা, কারও বাড়িতে কোনও অনুষ্ঠান হলে সেখানে গান করে টাকা তোলার কাজ করেন তারা। টাকা তোলার কাজে কোন এলাকা কার দখলে থাকবে তা নিয়েই দ্বন্দ্ব রয়েছে তাদের মধ্যে। এদিন চাঁদনি জাবরাভিটায় তাদের দৈনিক বৈঠক সেরে শর্মিলা নামে আরেকজন বৃহন্নলার গাড়িতে চেপে বাগরাকোটের বাড়িতে ফিরছিলেন। জাবরাভিটা বাইপাসের কাছে যানজট থাকায় গাড়ি থেকে নেমে পড়েন চাঁদনি। সেই সময় ৩ জন দুষ্কৃতী ধারাল অস্ত্র দিয়ে তাকে এলোপাথাড়ি কোপাতে থাকে। তার মুখে, গলায়, হাতে কোপ দেয় তারা। তার কব্জি থেকে হাত কেটে পড়ে যায়। তাঁর চিৎকারে দুষ্কৃতীরা পালিয়ে যায়। ঘটনার পর তাকে শিলিগুড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জখমকে দেখতে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে গিয়ে দার্জিলিং জেলা লিগাল এড ফোরামের সম্পাদক অমিত সরকার বলেন, “দিনের বেলা জনবহুল এলাকায় এ ভাবে একজনকে কোপানোর ঘটনা উদ্বেগজনক। ঘটনার পুলিশের নিরপেক্ষ ভাবে তদন্ত করে ব্যবস্থা নেওয়া উচিত।” হিজড়েদের সংগঠনের তরফ থেকে দুষ্কৃতীকে ধরার দাবি জানানো হয়েছে।
|
বন্ধ চা বাগান খুলতে বৈঠক
নিজস্ব সংবাদদাতা • আলিপুরদুয়ার |
ডুয়ার্সের কালচিনিতে ব্লকে বন্ধ হয়ে যাওয়া মধু চা বাগান খোলা নিয়ে ত্রিপাক্ষিক বৈঠক ডাকল শ্রম দফতর। আগামী ৭ মার্চ মালিকপক্ষ ও শ্রমিক সংগঠনদের নিয়ে ওই বৈঠক ডাকা হয়েছে। পাশাপাশি, বন্ধ বাগানে ১০০ দিনের কাজের প্রকল্প এবং জরুরি পরিষেবা যাতে বন্ধ না হয় সেই দিকে নজর রাখছে ব্লক প্রশাসন। আলিপুরদুয়ারের সহকারি শ্রম আধিকারিক সুমন্তশেখর রায় বলেন, “গত শনিবার সকালে মধু চাবাগানে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ ঝোলান বাগান কর্তৃপক্ষ। আগামী বুধবার ওই বাগান খোলা নিয়ে ত্রিপাক্ষিক বৈঠক ডাকা হয়েছে।” এনইউপি ডব্লুউ-র কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রভাৎ মুখোপাধ্যায় জানান, গত শুক্রবার মধু চা বাগানের মালিক পক্ষ থেকে জানানো হয়, সম্প্রতি বর্ধিত বেতন বাবাদ শ্রমিক পিছু বকেয়া প্রায় ১৭০০ টাকা দোলানের আগে দেওয়া সম্ভব নয়। এতে ক্ষুব্ধ শ্রমিকেরা বাগানের ম্যানেজারদের ৫ কিলোমিটার হাঁটিয়ে হাঁসিমারা পুলিশ ফাঁড়িতে নিয়ে যান। তার পরে শনিবার বাগান কর্তৃপক্ষ নিরাপত্তার অভাবের কারণ দেখিয়ে বাগানে সাসপেনশন অব ওয়ার্কের নোটিশ ঝুলিয়ে চলে যান। দীর্ঘদিন ধরে মালিকপক্ষ কম বেতন দিয়ে আসছেন। রেশনও বকেয়া রয়েছে। আরএসপি’র কালচিনি ব্লকের শাখা সম্পাদক পর্বত ছেত্রী জানান, দ্রুত বাগান খোলার পাশাপাশি মালিকপক্ষকে শ্রমিকদের বকেয়া পিএফের সাড়ে তিনকোটি টাকা, বকেয়া রেশন এবং বর্ধিত বেতনের বকেয়া মিটিয়ে দিতে হবে। কালচিনির বিডিও থেন্ডুপ শেরপা জানান, বাগানটি বন্ধ হলেও যাতে পানীয় জল, বিদৎু ও স্বাস্থ্য পরিষেবা বিঘ্নিত না হয় সেই দিকে নজর রাখা হচ্ছে। বাগানে ইতিমধ্যে ১০০ দিনের কাজ শুরু হয়েছে। তা যাতে বন্ধ না হয়। মজুরি যাতে শ্রমিকেরা ঠিকঠাক পান তাও দেখা হচ্ছে। বাগান সূত্রের খবর, বাগানটি বন্ধ হয়ে যাওয়ায় ৯৫০ উপর শ্রমিক বিপাকে পড়ে গিয়েছেন।
|
টাকা চেয়ে না পেয়ে খুন স্ত্রী’কে, ধৃত
নিজস্ব সংবাদদাতা • শামুকতলা |
জুয়া খেলা টাকা চেয়ে না পেয়ে স্ত্রী’র গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ খুন করার অভিযোগ উঠেছে এক দিনমজুরের বিরুদ্ধে। রবিবার গভীর রাতে শামুকতলা থানার পশ্চিম খলিসামারি মোহন্তপাড়া এলাকায় ঘটনাটি ঘটেছে। নিহতের নাম সরস্বতী মোহন্ত (২৭)। অভিযুক্ত বীরেন মোহন্তকে মারধরের পর স্থানীয় বাসিন্দারা পুলিশে তুলে দেয়। বোনকে খুন করবার জন্য বীরেনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জমা দিয়েছেন ওই বধূর দাদা ধর্মদেব অধিকারী। শামুকতলা থানার ওসি প্রবীন প্রধান বলেন, “বীরেন মোহন্তকে গ্রেফতার করা হয়েছে। জুয়া খেলার টাকা চেয়ে না পেয়ে স্বামী-স্ত্রী’র মধ্যে গোলমাল হয়। তার জেরেই খুনের ঘটনা বলে প্রাথমিক তদন্তে মনে হচ্ছে। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্ত চলছে।” ঘটনার পর ওই বধূর দুই শিশুপুত্র বর্তমানে মামাবাড়িতে আছে। গ্রামবাসীরা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে ওই দম্পতির মধ্যে অশান্তি চলছিল। ওই রাতে টাকা না পেয়ে স্ত্রীকে মারধর শুরু করে।
|
থানা ঘেরাও
নিজস্ব সংবাদদাতা • জলপাইগুড়ি |
পুলিশের বিরুদ্ধে দলের মহিলা কর্মী-সমথর্কদের সঙ্গে অভব্য ও অশালীন আচরণ করার অভিযোগ তুলল সিপিএম। সোমবার জলপাইগুড়ি কোতোয়ালি থানা ঘেরাও করে বিক্ষোভ দেখিয়েছেন সিপিএমের মহিলা কর্মী সমর্থকেরা। তাঁদের অভিযোগ, ২৮ ফেব্রুয়ারি ধমর্ঘটের দিন দলীয় কর্মী, সমর্থকদের বিরুদ্ধে ভাঙচুরের মিথ্যা মামলা দায়ের করা হয়। এর পরে রাতের বেলায় সিপিএম সমর্থকদের বাড়িতে গিয়ে তল্লাশির নামে পুলিশি তাণ্ডব করছেন। মহিলা কর্মী সমর্থকদের সঙ্গে অভব্য আচরণ করেছে।” এ দিন দলের প্রাক্তন সাংসদ মিনতি সেনের নেতৃত্বে থানা ঘেরাও করে স্মারকলিপি দেয় গণতান্ত্রিক মহিলা সমিতির সদস্যরা। মিনতিদেবী বলেন, “পুলিশ সিপিএম কর্মী সমর্থকদের বাড়ি গিয়ে গভীর রাতে হুমকি দিচ্ছে। ঘুমিয়ে থাকা মহিলাদের পুরুষ পুলিশ কর্মীরা টেনে তুলছে। মহিলাদের সঙ্গে অশালীন আচরণ করা হচ্ছে।” জলপাইগুড়ির পুলিশ সুপার সুগত সেন অবশ্য বলেছেন, “আইনের বাইরে গিয়ে কোনও কিছু করা হয়নি। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মামলা শুরু হয়েছে। আইন মেনেই অভিযুক্তদের খোঁজা হচ্ছে।”
|
বচসা, খুন
নিজস্ব সংবাদদাতা • ফালাকাটা |
মদ্যপ অবস্থায় বচসার জেরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে প্রতিবেশীর দেহ লুকিয়ে রাখার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। রবিবার ঘটনাটি ঘটে ফালাকাটা থানার ছোট শালকুমার গ্রামে। পুলিশ জানায়, মৃতের নাম তপন মুন্ডা (৬২)। রবিবার বিকেল নাগাদ মৃত যুবক রতিয়া মাহালী নামে এক আত্মীয়কে নিয়ে প্রতিবেশীর বাড়িতে মদ খায়। ওই সময় তাঁদের মধ্যে বচসা হয়। রতিয়া উঠানে পড়ে থাকা অস্ত্র দিয়ে তপনের গলায় কোপ দেয়। ঘটনাস্থলে তপন মারা যায়। রতিয়া মৃত দেহটি চাদরে মুড়ে বাড়ির এক কোনে পাটকাঠির স্তুপে ঢেকে রাখে। প্রতিবেশীদের সূত্রে ঘটনার কথা জেনে রাতে পুলিশ তপনের দেহ উদ্ধারের পরে অভিযুক্ত রতিয়াকে গ্রেফতার করে।
|
দুর্ঘটনায় মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • আলিপুরদুয়ার |
মোটর বাইক দুর্ঘটনায় মৃত্যু হল যুবকের। রবিবার রাতে দুর্ঘটনা ঘটে আলিপুরদুয়ার-১ ব্লকের ফোসকার ডাঙা এলাকায়। আলিপুরদুয়ার থানার আইসি জানিয়েছেন, মৃতের নাম কুমার ওরাঁও (২০)। রবিবার রাতে পশ্চিম শালবাড়ির ওই বাসিন্দা কাকা শাইয়া ওরাঁওকে নিয়ে আলিপুরদুয়ারে এসেছিলেন। ফেরার সময় একটি কুকুরকে বাঁচাতে গিয়ে মোটর বাইকটি নিয়ন্ত্রণ হারায়। ঘটনাস্থলে যুবকের মৃতু্য হয়।
|
খুন করে ফেরার |
পারিবারিক অশান্তির জেরে স্ত্রীকে কুড়ুল দিয়ে কুপিয়ে খুন করে ফেরার হলেন স্বামী। রবিবার রাতে ঘটনাটি ঘটে কালচিনি ব্লকের রাজাভাত চা বাগানের নিচ লাইনে।খুন হওয়া মহিলার নাম গোলাপি মুন্ডা (৩৩)। রবিবার মাঝ রাতে স্ত্রীর সঙ্গে বিবাদ হলে স্বামী বিবিয়া ওরাঁও কুড়ুল নিয়ে আক্রমণ করে বলে অভিযোগ। কালচিনি থানার ওসি রিংচেন লামা ভুটিয়া জানান, মৃতদেহটি ময়না তদন্তের জন্য আলিপুরদুয়ার মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। |
|