টুকরো খবর |
কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রার্থী শুধু তৃণমূল ছাত্র পরিষদের
নিজস্ব সংবাদদাতা • রানাঘাট |
কল্যাণী বিশ্ববিদ্যালয়ের পর এ বার মোহনপুর বিধানচন্দ্র কৃষি বিশ্বিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনেও প্রার্থী দিতে পারল না এসএফআই। একই অবস্থা ছাত্র পরিষদেরও। সোমবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল। তৃণমূল ছাড়া আর কোনও দলের মনোনয়নপত্র জমা পড়েনি। আগামী ১৯ মার্চ নির্বাচন হওয়ার কথা। এর আগে দু’বছরও এই বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ দখল করেছিল তৃণমূল ছাত্র পরিষদ। তবে মনোনয়নপত্র জমা দিতে না পারার জন্য তৃণমূলকেই দায়ী করছে এসএফআই ও ছাত্র পরিষদ।
জেলা এসএফআই সম্পাদক কৌশিক দত্ত বলেন, “পঞ্চায়েত নির্বাচনের পর থেকেই তৃণমূল ছাত্র পরিষদ ওই বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসের রাজত্ব চালাচ্ছে। অন্য দলের কাউকে ঢুকতে দেয় না। লড়াই করার মতো পরিস্থিতিই নেই ওখানে।” একই সুর ছাত্র পরিষদেরও। জেলা ছাত্র পরিষদের সভাপতি নিত্যগোপাল মণ্ডল বলেন, “ওখানে আমাদের কর্মীদের বিভিন্ন ভাবে ভয় দেখায় তৃণমূল ছাত্র পরিষদ। তাই আমরা প্রার্থী দিতে পারিনি।”তবে অভিযোগ উড়িয়ে দিয়ে জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি জয়ন্ত পাল বলেন, “মিথ্যে অভিযোগ করা হচ্ছে। আমরা কাউকে ভয় দেখাই না।” তিনি আরও বলেন, “ছাত্র স্বার্থে আমাদের লড়াই। ছাত্ররা আমাদের সঙ্গেই আছে। এ নিয়ে পরপর তিন বার জয়ী হলাম। এ রাজ্যে ক্ষমতায় আসার আগে থেকেই এই বিশ্ববিদ্যালয়ে আমরা ক্ষমতায় রয়েছি। এসএফআই ক্ষমতায় থাকার সময়ে বিরোধী ছাত্রদের উপর আক্রমণ করত। ভয়ে কেউ প্রতিবাদও করতে পারত না।”
|
রেল অবরোধে ধৃত ১০ জনের জামিন খারিজ
নিজস্ব সংবাদদাতা • কৃষ্ণনগর |
শ্রমিক ধর্মঘটের দিন রেল অবরোধের ঘটনায় ধৃত ১০ সিপিএম নেতা-কর্মী সোমবারও জামিন পেলেন না। এ দিন কৃষ্ণনগর জেলা আদালতের বিচারক অর্জুন মুখোপাধ্যায় তাদের জামিনের আবেদন খারিজ করে দেন। গত ২৮ ফেব্রুয়ারি শ্রমিক ধর্মঘটের দিন পলাশিতে রেল অবরোধ করেছিলেন সিপিএমের বেশ কয়েক জন নেতা-কর্মী। কৃষ্ণনগর জিআরপি থানার পুলিশ ওই দিন সিপিএমের নদিয়া জেলা কমিটির সদস্য জিন্নত আলি, পলাশি লোকাল কমিটির সদস্য অভিজিৎ বসু-সহ মোট ১০ জনকে গ্রেফতার করে। ধৃতদের রেলওয়ে অ্যাক্টের জামিন অযোগ্য ধারা প্রয়োগ করে রেল পুলিশ। আদালত সূত্রে জানা গিয়েছে, ধর্মঘটের দিনই ধৃতদের আদালতে হাজির করানো হয়। কিন্তু সাধারণ বন্ধের কারণে সে দিন কোনও আইনজীবী আদালতে আসেননি। পরের দিন ২৯ ফেব্রুয়ারি ধৃতদের আইনদীবীরা বিচারকেক কাছে জামিনের আবেদন করে। বিচারক সেই আবেদন খারিজ করে ৫ মার্চ শুনানির দিন ধার্য করেন। এ দিনও ধৃতদের আদালতে তোলা হলে জামিনের আবেদন খারিজ হয়ে যায়। ধৃতদের পক্ষের আইনজীবী ও চাপড়ার প্রক্তন সিপিএম বিধায়ক সামশুল ইসলাম মোল্লা বলেন, “আবারও মাজদিয়া কলেজ কাণ্ডের পুনরাবৃত্তি হতে চলেছে। সেখানেও এসএফআই-এর তিন সমর্থককে ৩৩ দিন পরে হাইকোট থেকে জামিন নিতে হয়েছিল।” কালীগঞ্জ বিধানসভার তৃণমূল বিধায়ক নাসিরুদ্দিন আহমেদ বলেন, “বিষয়টি বিচারাধীন। এ ব্যাপারে কোনও কথা বলা ঠিক হবে না।” আদালত সূত্রে খবর, পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে ১৩ মার্চ।
|
গুলিতে হত ছাত্র
নিজস্ব সংবাদদাতা • বহরমপুর |
গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে দ্বাদশ শ্রেণির এক ছাত্রের। সোমবার দুপুরে হরিহরপাড়ার ধরমপুর গ্রাম পঞ্চায়েতের রামকৃষ্ণপুর গ্রামে বিজয় হালদার (১৮) নামে ওই যুবককে খুনে অভিযুক্তেরা অবশ্য পলাতক। মুর্শিদাবাদের পুলিশ সুপার হুমায়ুন কবীর বলেন, “রাস্তা দিয়ে যাওয়ার সময়ে একটি ছোট লরি ও লছিমনের চালকের মধ্যে গণ্ডগোল থেকেই বিবাদের সূত্রপাত বলে প্রাথমিক তদন্তে পুলিশ জেনেছে। পরে দুপুরের দিকে দু’টি মোটরবাইকে ৬ জন দুষ্কৃতী বাড়িতে গিয়ে খুন করে চলে যায়। ঘটনার তদন্ত চলছে।” এসপি বলেন, “পুলিশ দুষ্কৃতীদের চিহ্নিত করেছে। সেই মত বিভিন্ন বাড়িতে তল্লাশিও চালানো হয়। কিন্তু সকলেই পলাতক।” বিজয় ভরতিপুর বিদ্যালয়ের ছাত্র। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুষ্কৃতীরা চড়াও হয়েছিল বিজয়ের দাদা উৎপলের উপরেই। তখন বিজয় তার দাদাকে বাঁচাতে যায়।
|
জাল নোট-সহ ধৃত
নিজস্ব সংবাদদাতা • বহরমপুর |
|
১৪ লক্ষ টাকার জাল নোট-সহ দু’ জনকে গ্রেফতার করল কেন্দ্রীয় রাজস্ব ও শুল্ক দফতর। ধৃতদের নাম, স্বাধীন সরকার ও এক্রামুল শেখ। তাদের বাড়ি মালদহ জেলার বৈষ্ণবনগর থানার চাঁইপাড়া গ্রামে। সোমবার ভোরে ওই দু’ জনকে সমসেরগঞ্জের ৩৪ নম্বর জাতীয় সড়কের ডাকবাংলো মোড় থেকে গ্রেফতার করা হয়। কেন্দ্রীয় রাজস্ব ও শুল্ক দফতরের গোয়ন্দা শাখার বহরমপুরের সুপার প্রবীর ভদ্র বলেন, “ওই দু’ জনে ধুুলিয়ানের গঙ্গা পার হয়ে ডাকবাংলো মোড়ে বাসের জন্য অপেক্ষা করছিল। ওই টাকা নিয়ে তাদের আসানসোল যাওয়ার কথা ছিল। বিশেষ সূত্রে খবর পেয়ে সেখান থেকে ওই দু’ জনকে গ্রেফতার করা হয়।”
|
চালকের জেল
নিজস্ব সংবাদদাতা • বহরমপুর |
বিপিএলের গম পাচারের অভিযোগে ধৃত লরির চালক ও খালাসি মণিরুল মণ্ডল ও রঞ্জিত বর্মণের দু-দিনের পুলিশ হেফাজত হয়েছে। সোমবার বহরমপুরের সিজেএম আদালতে হাজির করানো হলে বিচারক শ্যামসুন্দর দাস ধৃতদের দু-দিনের পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন। সরকারি আইনজীবী পবনকুমার বলেন, “বিপিএলের গম চুরি করে পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে ধৃতদের বিরুদ্ধে। তদন্তের স্বার্থে সাত দিনের পুলিশ হেফাজতে দেওয়ার জন্য আবেদন জানানো হয়। কিন্তু বিচারক দু-দিনের পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন।”
|
বোমায় নিহত
নিজস্ব সংবাদদাতা • ডোমকল |
বোমা ফেটে মারা গেলেন আজিজ শাহ (৬৫) নামে এক ব্যক্তি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজিজ শাহের বাড়ির পাশেই রয়েছে তাঁর মুসুর মাঠ। সেখানে মেসিনে ডাল ঝাড়াইয়ের সময় প্রতিবেশি রেনু মণ্ডলের বাড়িতে প্রচুর ধূলো যায়। ফলে দু’জনের মধ্যে তর্কাতর্কিও বেধে যায়। এরপর রেন্টু মণ্ডলের বাড়ি থেকে একটা বোমা এসে পড়ে আজিজ শাহের মাথায়। তাঁকে প্রথমে ডোমকল মহকুমা হাসপাতালে ভর্তি করানো হলেও পরে সেখান থেকে বহরমপুর নিউ জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই মারা যান তিনি। পুলিশ জানিয়েছে, এখনও কোনও অভিযোগ হয়নি। তবে তাঁরা হাসপাতাল থেকে নিয়ে যাওয়ার কথা শুনেছেন।
|
পথ দুর্ঘটনায় মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • করিমপুর |
লরির ধাক্কায় মৃত্যু হয়েছে এক পুলিশকর্মীর। মৃতের নাম মিলন বিশ্বাস(৩৬)। বাড়ি তেহট্টের রঘুনাথপুর গ্রামে। সোমবার দুপুরে দুর্ঘটনাটি ঘটেছে করিমপুরের কাঁঠালিয়া মাঠ এলাকায়। করিমপুর-কৃৃষ্ণনগর রাজ্য সড়কে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মিলনবাবু মুর্শিদাবাদের জলঙ্গি থানায় অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর পদে কর্মরত ছিলেন। এ দিন দুপুরে মোটরসাইকেল নিয়ে তিনি বাড়ি থেকে জলঙ্গি থানায় যাচ্ছিলেন। সেই সময়ে কৃষ্ণনগরগামী একটি লরির সঙ্গে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
|
ছাত্রীর মৃত্যু, অবরোধ
নিজস্ব সংবাদদাতা • বেলডাঙা |
পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে নবম শ্রেণির এক ছাত্রীর। সোমবার বেলডাঙা-আমতলা রাজ্য সড়কের দক্ষিণপাড়া মোড়ে দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম নয়নতারা খাতুন। বাড়ি বেলডাঙায়। সোমবার নয়নতারা বাড়ি ফেরার সময়ে একটি লরি তাকে ধাক্কা মারে। তাকে জখম অবস্থায় বেলডাঙা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়ার সময়ে তার মৃত্যু হয়। এর পরে ওই রাস্তাটি প্রায় ৪০ মিনিট অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেয়। পুলিশ লরিটিকে আটক করেছে। তবে চালক পলাতক।
|
সরকারি বাস চালু
নিজস্ব সংবাদদাতা • কান্দি |
পাঁচথুপি-কলকাতা রুটে চালু হল সরকারি বাস। সোমবার বিকেলে পাঁচথুপি বাসস্ট্যান্ডে থেকে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার একটি বাসের উদ্বোধন করেন অধীর চৌধুরী। বাসটি রোজ সকাল পৌনে ছ’টা নাগাদ পাঁচথুপি থেকে ভায়া ডাকবাংলা, ফুটি সাঁকো, বর্ধমান হয়ে কলকাতা যাবে এবং বিকেলে কলকাতা থেকে পাঁচথুপি ফিরে আসবে।
|
ওয়েবসাইট উদ্বোধন
নিজস্ব সংবাদদাতা • করিমপুর |
সোমবার তেহট্ট-১ ব্লকের নিজস্ব একটি ওয়েবসাইট www.tehatta1block.in উদ্বোধন করলেন নদিয়ার জেলাশাসক অভিনব চন্দ্রা। এই ওয়েবসাইট থেকে এলাকাবাসী একশো দিনের কাজ, যাবতীয় ফর্ম, টেন্ডারের খোঁজ পাবেন। মহকুমাশাসক অচিন্ত্যকুমার মণ্ডল বলেন, “তেহট্ট-১ ব্লকের ওয়েবসাইট উদ্বোধন হল। বাকি দুই ব্লকেও ওয়েবসাইট হবে।”
|
কর্মচারী সম্মেলন
নিজস্ব সংবাদদাতা • রানাঘাট |
পশ্চিমবঙ্গ কলেজ কর্মচারী সমিতির নদিয়া শাখার সম্মেলন রবিবার রানাঘাট কলেজে অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যান বিভাগের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, স্থানীয় বিধায়ক পার্থসারথী চট্টোপাধ্যায়, কল্যাণীর পুরপ্রধান প্রদীপকুমার শূর, সংগঠনের সভাপতি সুভাষ কুণ্ডু-সহ বিশিষ্টেরা। |
|