টুকরো খবর
হাতির হানায় মৃত বেড়ে ৩
লোকালয়ে ঢুকে সারাদিন হামলা চালানোর পর গভীর রাতে আড়াবাড়ির জঙ্গলে পাঠানো সম্ভব হল তিনটি ‘রেসিডেন্ট’ হাতিকে। অবশ্য তার আগেই হাতির হামলায় প্রাণ গেল মোট তিন জনের। তিন জন গুরুতর আহতও হয়েছে।ওই তিনটি হাতি যাতে ফের লোকালয়ে ঢুকতে না পারে সে দিকে নজর রাখছে বন দফতর। বন দফতরের দাবি, হাতিগুলিকে গভীর জঙ্গলে ঢুকিয়ে দেওয়া হয়েছে। সোমবার মেদিনীপুর বনবিভাগের ডিএফও আশিস সামন্ত বলেন, “রবিবার গভীর রাতে তিনটি হাতিকেই জঙ্গলে পাঠিয়ে দেওয়া সম্ভব হয়েছে। তবে তার আগেই হাতির হামলায় সব মিলিয়ে ৩ জনের মৃত্যু হয়েছে।”তিনটি হাতিই দীর্ঘ দিন ধরে আড়াবাড়ির জঙ্গলের বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াত। শনিবার গভীর রাতে হঠাৎ হাতিগুলি লোকালয়ে ঢুকে পড়ে। কেশপুর ব্লকের বিভিন্ন এলাকায় ঘুরে বেড়ায়। সকালেই হাতির হামলায় মৃত্যু হয় জগন্নাথপুর গ্রামের শেখ আইনুদ্দিনের। পরে হাতির হানায় মারা যান বেলামহারাজপুর গ্রামের ফুদন পাতর। পর পর দু’টি মৃত্যুর ঘটনার পাশাপাশি প্রচুর ক্ষয়ক্ষতিও হয়। বন দফতর জোর কদমে হাতিগুলিকে জঙ্গলে ঢোকানোর আপ্রাণ চেষ্টা করে। সেই সময়ে তিনটি হাতি দু’দলে ভাগ হয়ে যায়। দু’টি হাতিকে সন্ধের পর আড়াবাড়ির জঙ্গলের পাশাপাশি নিয়ে যাওয়া সম্ভব হলেও তার কিছুক্ষণ পরই হাতিগুলি ফের লোকালয়ে ঢুকে যায়। সেই সময়েই হাতির হামলায় মৃত্যু হয় ২৬ বছরের লক্ষ্মী সোরেনের। বন দফতর জানিয়েছে, মৃতদের শীঘ্রই ক্ষতিপূরণ দেওয়া হবে। শস্যহানির জন্যও ক্ষতিপূরণ দেওয়া হবে।

সন্ধান মেলেনি অপহৃত দুই বন অফিসারের
দু’দিন কেটে যাওয়ার পরও সন্ধান নেই অসমে অপহৃত দুই ফরেস্ট অফিসারের। গত শনিবার কার্বি আংলং জেলার সিংহাসন পাহাড়ে জঙ্গলে সমীক্ষা সেরে ফেরার পথে অপহৃত হন মুখ্য বনপাল অভিজিৎ রাভা ও রেঞ্জ অফিসার রঞ্জন বরুয়া। ঘটনার পরে দুই দিন কেটে গেলেও তাঁদের উদ্ধার করার ব্যাপারে বিশেষ এগোতে পারেনি পুলিশ বা প্রশাসন। কার্বি জঙ্গি সংগঠন কেপিএলটির তরফে জানানো হয়েছে, এই অপহরণ-কাণ্ডে তারা জড়িত নয়। কিন্তু তা সত্ত্বেও বনমন্ত্রী রকিবুল হুসেনের দাবি, এই অপহরণের পিছনে হাত আছে কেপিএলটিরই। বিধানসভায় তিনি এমন কথাই জানান। রকিবল বলেন, “জঙ্গিদের কথায় বিশ্বাস করার কোনও কারণ নেই। তদন্তকারী পুলিশ ও আধা-সামরিক বাহিনীর কাছে এ ব্যাপারে নিশ্চিত তথ্য রয়েছে।” এ দিকে, আরণ্যক, ডব্লিউটিআই, আত্রি, ডলফিন ফাউন্ডেশন, আর্লি বার্ডস, ইকোসিস্টেম ইন্ডিয়া, গ্রিন আর্থ ও ওয়র্ল্ড ওয়াইল্ডলাইফ ফান্ড-সহ অসমের সব পশুপ্রেমী সংগঠন রাভা ও বরুয়াকে মুক্তিদানের আবেদন জানিয়েছে অপহরণকারীদের কাছে।

মৃত্যু হল উদ্ধার হওয়া চিতাবাঘের
বহু চেষ্টা করেও বাঁচানো গেল না পুকুর থেকে উদ্ধার হওয়া চিতাবাঘটিকে। আজ চিতাবাঘটি মারা যায়। গত কাল গুয়াহাটির মালিগাঁও এলাকায় ডন বস্কো স্কুলের সামনের পুকুর থেকে পুরুষ চিতাবাঘটিকে উদ্ধার করেন বনকর্মীরা। চিড়িয়াখানায় নিয়ে এসে রাখা হয়েছিল সেটিকে। সেখানেই অসুস্থ চিতাবাঘটির চিকিৎসা চলছিল। চিড়িয়াখানার চিকিৎসক এম এল স্মিথ জানান, চিতাবাঘটির পিছনের একটি পা পক্ষাঘাতগ্রস্থ ছিল, দৃষ্টিশক্তিও ছিল না বললেই চলে। তার বয়স ৮ থেকে ৯ বছর। কাল রাত থেকেই নিস্তেজ হয়ে পড়ে সে। আজ সকালে তার মৃত্যু হয়। ঠিক কী কারণে, চিতাবাঘটি এমন অসুস্থ হয়ে পড়ল তা ময়না তদন্তের পরেই জানা যাবে।

গরুমারায় গন্ডার গণনা
ছবি: দীপঙ্কর ঘটক।
গরুমারায় গন্ডার গণনা হবে ১৩ ও ১৪ মার্চ। সোমবার মূর্তিতে এ বিষয়ে শিবির করে প্রশিক্ষণ দিল বন দফতর। শিবিরে যোগ দেন ৪৭ জন স্বেচ্ছাসেবী সংস্থার কর্মী। গণনার কাজে সহযোগিতার জন্য জলদাপাড়া থেকে আনা হবে কুনকি হাতি। ৮ মার্চ থেকে ১৬ মার্চ পর্যটকদের জন্য বন্ধ থাকবে গরুমারার প্রবেশ পথ চাপড়ামারি।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.