টুকরো খবর
দিল্লি-সহ উত্তর ভারতে মৃদু ভূকম্পন
দিল্লি ও প্রতিবেশী রাজ্য পঞ্জাব ও হরিয়ানা, রাজস্থান এবং হিমাচল প্রদেশ-সহ উত্তর ভারতের বিস্তীর্ণ অঞ্চলে আজ মৃদু ভূকম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৯। হরিয়ানার বাহাদুরগড়ে মাটির ৯ কিলোমিটার নীচে দুপুর ১টা ১১ নাগাদ হওয়া এই ভূকম্পনের উৎসস্থল। প্রায় ১০ সেকেন্ড পযর্ন্ত স্থায়ী ছিল এই কম্পন। তবে এখনও পর্যন্ত কোনও প্রাণ হানির খবর পাওয়া যায়নি।
ভূকম্পে ফাটল বাড়ির দেওয়ালে। সোমবার রোহতাকে। ছবি: পিটিআই
রোহতাকের ডেপুটি কমিশনার বিকাশ গুপ্ত জানান, কম্পনে এলাকার কিছু বাড়িতে সামান্য ফাটল ধরেছে। হিসারেও বাড়িতে ফাটলের খবর পাওয়া গিয়েছে। হরিয়ানার দুজনা গ্রামের একটি মন্দির সংস্কারের কাজ চলছিল। ভূকম্পে সেখানে দেওয়াল ধসে ছয় কর্মী আহত হয়েছেন বলে খবর পাওয়া গিয়েছে। জয়পুর, ফরিদাবাদ, গুড়গাঁওয়ের বিভিন্ন স্কুল ও অফিস থেকেও আতঙ্কিত লোকজন বাইরে বেরিয়ে আসেন। জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে, ভারতের ৩০টি অতিভূকম্প প্রবণ শহরগুলোর মধ্যে দিল্লি অন্যতম।

স্ত্রী খুনে তাঁকেই সন্দেহ করায় আত্মঘাতী স্বামী
শনিবার তাঁর স্ত্রী খুন হয়েছিলেন। আর স্বামীকেই আটক করে সেই খুনের বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে থাকে পুলিশ। স্বামী বুধতে পারেন, স্ত্রীর হত্যা কাণ্ডে পুলিশের সন্দেহ তার দিকে। খুন যে তিনি করেননি তা প্রমাণ করতে স্বামী শেষ পর্যন্ত আত্মঘাতী হলেন। আজ সকালে শিলচরের এই ঘটনায় এবং আত্মঘাতী স্বামী, অধীর দে-র সুইসাইড নোট নিয়ে পুলিশের বিরুদ্ধে স্থানীয় মানুষের মনে ক্ষোভের সঞ্চার হয়েছে। সুইসাইড নোটে অধীর লিখেছেন, “আমি গৌরীকে খুন করিনি। খুনিকে বের করে কঠোর শাস্তি দেওয়ার দাবি জানাই।” গত শনিবার অধীর বাড়ি ফিরে দেখেন তাঁর স্ত্রী, গৌরীর গলায় গামছার ফাঁস জড়ানো। তাঁকে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা গৌরীকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ অধীরবাবুকে গত দু’দিন ধরে জেরা করছিলেন। এরপর আজ সকালে তিনি আত্মঘাতী হন। পুলিশ অবশ্য এখনও গৌরী হত্যার কোনও কূলকিনারা করতে পারেনি।

সেনাপ্রধানের বিরুদ্ধে তদন্ত শুরু
ফোনে আড়ি পাতা নিয়ে সেনাপ্রধান ভি কে সিংহের বিরুদ্ধে তদন্ত শুরু করল কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক। একটি গোপন চিঠিতে করা অভিযোগের ভিত্তিতে এই তদন্ত শুরু করা হচ্ছে। সেনাপ্রধান অবশ্য তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ, পুরোপুরি অস্বীকার করেছেন। এ দিন এক বইপ্রকাশ অনুষ্ঠানে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সেনাপ্রধান বলেন, “গল্পের ব্যাপারে কোনও প্রতিক্রিয়া দেওয়া চলে না। কেউ যদি গল্প লেখেন, আর কোনও সম্পাদক যদি তা নিজের কাগজে ছেপে দেন, তা নিয়ে আমার কিছুই বলার থাকতে পারে না।” প্রসঙ্গত, সেনাপ্রধানের বিরুদ্ধে অভিযোগ উঠেছে ইউক্রেন থেকে আনানো অত্যাধুনিক যন্ত্র কাজে লাগিয়ে তিনি মন্ত্রী ও আমলাদের ফোনে আড়ি পাততেন। জম্মু-কাশ্মীর ও উত্তর-পূর্ব ভারতে জঙ্গিদের কথোপকথন শোনার জন্য সম্প্রতি ওই বিশেষ যন্ত্রগুলি আনানো হয়েছিল। কিন্তু ব্যক্তিগত প্রভাব খাটিয়ে সেনাপ্রধান দু’টি যন্ত্র দিল্লিতেই রেখে দেন। এর সাহায্যে তিনি নিজের বয়স বিতর্ক নিয়ে বিভিন্ন মন্ত্রী ও আমলার মতামত, কেন্দ্রের অবস্থান ইত্যাদি জানার চেষ্টা করেন বলে অভিযোগ।

জয়া জেটলির বিরুদ্ধে বিচার শুরুর নির্দেশ
প্রতিরক্ষা সংক্রান্ত একটি চুক্তিতে দুর্নীতি এবং ঘুষ নেওয়ার অভিযোগে সমতা পার্টির প্রাক্তন সভাপতি জয়া জেটলি-সহ ৩ জনের বিরুদ্ধে বিচার শুরু করার নির্দেশ দিল সিবিআইয়ের বিশেষ আদালত। ১১ বছর আগে একটি সংবাদ পোর্টালের গোপন অভিযানে জয়ার বিরুদ্ধে প্রতিরক্ষা সংক্রান্ত বিষয়ে একটি বিশেষ সংস্থার জন্য প্রভাব খাটানো, দুর্নীতি এবং অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ ওঠে। ওই সময় প্রতিরক্ষামন্ত্রী ছিলেন সমতা পার্টিরই প্রতিষ্ঠাতা জর্জ ফার্নান্ডেজ। আদালতে জয়া এবং তাঁর সঙ্গীরা নিজেদের নির্দোষ দাবি করেছিলেন। যদিও এ দিন দিল্লিতে বিশেষ আদালতের বিচারক কাওয়ালজিৎ অরোরা নির্দেশ দেন, জয়া জেটলি, তাঁর সঙ্গী গোপাল পচেরওয়াল এবং অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এস পি মুরগাইয়ের বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া শুরু করতে হবে আগামী ২০ এপ্রিল। ওইদিনই অভিযুক্তদের সাক্ষ্য নেওয়া শুরু হবে।

শিল্পী শোভা ব্রহ্মের জীবনাবসান
প্রয়াত হলেন অসমের খ্যাতনামা চিত্রশিল্পী ও ভাস্কর শোভা ব্রহ্ম (৮২)। দীর্ঘ অসুস্থতার পরে আজ গুয়াহাটির এক নার্সিং হোমে জীবনাবসান ঘটে তাঁর। শান্তিনিকেতনে রামকিঙ্কর বেজ ও নন্দলাল বসুর প্রিয় ছাত্র শোভাবাবু দীর্ঘ ছয় দশক ধরে অসম তথা উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন উপজাতির চিত্রশিল্প ও ভাস্কর্যকে স্বতন্ত্র পরিচয়ে তুলে ধরেছিলেন। ১৯৪৮ সালে, কটন কলেজ থেকে স্নাতক হয়ে শান্তিনিকেতন পাড়ি দিয়েছিলেন এই শিল্পী। ললিত কলা অ্যাকাডেমির সাধারণ পরিষদের সদস্য হওয়ার পাশাপাশি শোভাবাবু অসমের সরকারি আর্ট কলেজের অধ্যক্ষ ও শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্রর উপাচার্য ছিলেন। শোভাবাবুর মৃত্যুতে শোক প্রকাশ করে মুখ্যমন্ত্রী তরুণ গগৈ বলেন, “অসম তথা গোটা দেশ, একজন বিরাট মাপের শিল্পী ও গবেষককে হারাল।”

খাদে সার বোঝাই ট্রাক, মৃত দুই
হাইলাকান্দি জেলার রূপাছড়ায় সেতু ভেঙে সার বোঝাই একটি ট্রাক গড়িয়ে পড়ল খাদে। কাল রাতের এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা যান চালক নিজামউদ্দিন ও বিকাশ দাস নামে এক শ্রমিক। জখম চার। তাঁরা শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি। হাইলাকান্দির ডিএসপি প্রণবকুমার পেগু জানান, শিলচর থেকে ইউরিয়া বোঝাই করে রূপাছড়া বাগানে যাচ্ছিল ট্রাকটি। রাত হয়ে গিয়েছিল। বাগানের কাছেই সেতুটি পেরনোর সময় ট্রাকের ভার সহ্য না করতে পেরে ভেঙে পড়ে দুর্বল সেতুটি। ওই সেতুর ভারবহন ক্ষমতা ৫ টন। সেখানে ট্রাকটিতে ছিল ২৪ টনের বোঝা। পাশেই নতুন একটি সেতু নির্মাণের কাজ প্রায় শেষ। কয়েকদিন পরেই সেটি খুলে দেওয়ার কথা। তার আগেই ঘটে গেল দুর্ঘটনা।

বিদ্যুৎস্তম্ভের নীচে আলফার বোমা
উদ্ধার হওয়ার প্রায় ২৪ ঘণ্টা পর ফাটানো হল ‘নিপকো’র বিদ্যুৎস্তম্ভের তলায় মেলা বোমা। পুলিশ জানায়, শনিবার রাতে শিবসাগর জেলার বরপথারে ‘নিপকো’র তিনটি বিদ্যুৎ সংযোগকারী স্তম্ভের নীচে তিনটি আইইডি লাগিয়ে রেখেছিল পরেশপন্থী আলফা জঙ্গিরা। স্তম্ভগুলির মাধ্যমে মাইবেলার লাকুয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ পাঠানো হয়। বোমাগুলির মধ্যে একটি কাল ফাটে। বিস্ফোরণের জেরে ব্যাহত হয় বিদ্যুৎ সংযোগ ব্যবস্থা। পুলিশ কুকুর এনে তল্লাশি চালিয়ে বাকি বোমা দু’টির সন্ধান পাওয়া যায়। দু’টিতেই ডিটোনেটর লাগানো ছিল। সেনার বোমা বিশেষজ্ঞরা কাল বোমা দু’টি নিয়ে গেলেও নিষ্ক্রিয় করতে পারেনি। আজ সকালে নিরাপদ স্থানে নিয়ে গিয়ে সেগুলি ফাটানো হয়। পুলিশের বক্তব্য, খোদ আলফার আলোচনাপন্থী চেয়ারম্যান অরবিন্দ রাজখোয়ার ভিটের কাছে বিস্ফোরণ ঘটিয়ে পরেশপন্থী আলফা আলোচনা প্রক্রিয়াকেই চ্যালেঞ্জ জানাল।

বিদেশিনিকে নিগ্রহ, গ্রেফতার বিধায়ক-পুত্র
এক রুশ মহিলাকে নিগ্রহের অভিযোগে সোমবার গ্রেফতার হলেন উত্তরপ্রদেশের এক বিধায়ক-পুত্র। পুলিশ জানিয়েছে, তিনি বহুজন সমাজ পার্টির বিধায়ক চন্দ্রবীর সিংহের ছেলে বিবেক সিংহ। পেশায় স্থপতি ওই রুশ মহিলা থাকেন গুরগাঁওয়ে। তাঁর অভিযোগ, সম্প্রতি মস্কো থেকে ফেরার সময়ে দিল্লি বিমানবন্দরে এক সময়ের বন্ধু বিবেকের সঙ্গে দেখা হয়। বিবেক তাঁকে বাড়ি পর্যন্ত গাড়িতে ছেড়ে দেওয়ার প্রস্তাব দিলেও তিনি বিবেকের গাড়িতে না উঠে ট্যাক্সি চড়ে বাড়ি ফেরেন। এর পর তাঁর বাড়িতে চড়াও হন মদ্যপ বিবেক। বন্দুক দেখিয়ে তাঁকে মারধর করে পাসপোর্ট, ডেবিট কার্ড এবং মোবাইল ফোন নিয়ে চলে যান।

পটনায় খুন ব্যাঙ্ক ম্যানেজার
এক অজ্ঞাত পরিচয় দুষ্কৃতির হাতে আজ খুন হলেন একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ম্যানেজার। পুলিশ জানিয়েছে, নিহতের নাম শেখর সুমন (৪০)। তিনি ব্যাঙ্কটির ভরতপুরা শাখার ম্যানেজার ছিলেন। এ দিন পটনার দানারা গ্রামে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি খুব কাছ থেকে তাঁকে গুলি করলে ঘটনাস্থলেই মারা যান তিনি। খুনের কারণ অবশ্য এখনও স্পষ্ট নয় বলে পুলিশ জানিয়েছে।

ইয়েদুরাপ্পার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
জমি দুর্নীতির মামলায় কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পার বিরুদ্ধে জামিনঅযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করল লোকায়ুক্ত আদালত। জামিনঅযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে তাঁর দুই ছেলে, জামাই এবং এক প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধেও। তাঁদের ২৪ মার্চ আদালতে হাজির হতে বলেছে আদালত।

ভেঙে পড়ল মিরাজ
গ্বালিয়র বিমান ঘাঁটি থেকে ওড়ার পাঁচ মিনিটের মধ্যেই রাজস্থানের একটি জঙ্গলে ভেঙে পড়ল বায়ু সেনার মিরাজ ২০০০। এই নিয়ে ১১ দিনের মধ্যে দ্বিতীয়বার দুর্ঘটনার কবলে পড়ল বিমানটি। সোমবারের দুর্ঘটনায় বেঁচে গিয়েছেন ২ চালকই। ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

ধর্ষণের পর আত্মঘাতী
ধর্ষিত হয়ে আত্মহত্যা করলেন এক ১৮ বছরের যুবতী। মেয়েটির ভাই অভিযোগ জানিয়েছে, গত শনিবার মেয়েটির মাথায় বন্দুক ঠেকিয়ে ধর্ষণ করে গ্রামেরই এক যুবক। সে সময়ে মেয়েটির বাবা-মা একটি পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন। পুলিশ জানিয়েছে, মেয়েটি তাঁর দিদিকে ধর্ষণের কথা জানায়।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.