টুকরো খবর
পরিকাঠামোয় অর্থ জোগাতে তহবিল
সারা দেশে বিভিন্ন পরিকাঠামো প্রকল্পে অর্থ জোগাতে ২০০ কোটি ডলারের (প্রায় ১০ হাজার কোটি টাকা) একটি তহবিল তৈরি করবে চারটি আর্থিক সংস্থা। এই লক্ষ্যে সমঝোতাপত্রে সই করল ব্যাঙ্ক অফ বরোদা, আইসিআইসিআই ব্যাঙ্ক, এলআইসি এবং সিটি ফিনান্সিয়াল। এই প্রথম এ ধরনের তহবিল গড়া হচ্ছে বলে জানান ব্যাঙ্ক অফ বরোদার চেয়ারম্যান এম ডি মাল্য। এর শেয়ার মূলধন ৩০০ কোটি টাকা। মূল উদ্যোক্তা আইসিআইসিআই ব্যাঙ্কের হাতে থাকবে ৩১% মূলধন, ব্যাঙ্ক অফ বরোদা ৩০%, সিটি ফিনান্সিয়াল ২৯% ও এলআইসি ১০%। নতুন অর্থবর্ষ, অর্থাৎ ১ এপ্রিল থেকেই তহবিল কাজে লাগানো যাবে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়ের উপস্থিতিতে চুক্তিতে সই করেন ৪টি সংস্থার কর্ণধারেরা। যৌথ উদ্যোগটি ব্যাঙ্ক নয় এমন আর্থিক সংস্থা বা নন ব্যাঙ্কিং ফিনান্স কোম্পানি হিসেবে কাজ করবে।

দক্ষিণ আফ্রিকায় জোট টাটা পাওয়ারের
আফ্রিকার বিভিন্ন দেশে বিদ্যুৎ ক্ষেত্রে লগ্নি করতে দক্ষিণ আফ্রিকার সংস্থা এক্সারো-র সঙ্গে চুক্তি করল টাটা পাওয়ার। দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া ও বৎসোয়ানায় বিদ্যুৎ ক্ষেত্রে লগ্নির জন্য সমান মালিকানার যৌথ উদ্যোগ গড়ছে তারা। সংস্থা জানিয়েছে, যৌথ উদ্যোগটির নাম ‘সিনার্জি’। দক্ষিণ আফ্রিকায় সৌরবিদ্যুৎ, বায়ুবিদ্যুৎ ক্ষেত্রে ৫টি প্রকল্পে দরপত্র দিয়েছে সিনার্জি। কয়লা ও কোল বেড মিথেন উৎপাদনেও লগ্নি করা হবে।

চামড়া কারখানা সরাতে বাড়তি সময়
জনবহুল এলাকা থেকে বানতলা চর্মনগরীতে চামড়া কারখানা সরাতে ফের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য। এ জন্য নিবন্ধীকরণের ক্ষেত্রে বিশেষ ছাড়ের সময়সীমা ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। সোমবার মহাকরণে মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। শিল্প দফতর সূত্রে খবর, সময়-সীমার মধ্যে যে সব কারখানা সরবে না, তাদের তুলে দিতে কঠোর হবে রাজ্য।

তুলো রফতানি বন্ধ
দেশে জোগানে ঘাটতির আশঙ্কায় তুলো রফতানির উপর নিষেধাজ্ঞা জারি করল কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রক। তবে ক্ষুব্ধ কৃষিমন্ত্রী শরদ পওয়ার বলেছেন, তিনি আগে থেকে এ নিয়ে কিছুই জানতেন না। গুজরাতের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীও আপত্তি জানিয়ে চিঠি লিখেছেন প্রধানমন্ত্রীর কাছে।

বাজেট জেলা পরিষদে
আগামী (২০১২-১৩) আর্থিক বছরের জন্য ৩২৯ কোটি টাকার বাজেট অনুমোদন করল পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ। সোমবার জেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত বৈঠকে এই বাজেট অনুমোদন হয়। বাজেটে সর্বাধিক বরাদ্দ হয়েছে ইন্দিরা আবাস যোজনায় (১০৭ কোটি টাকা)। এ ছাড়া পূর্ত দফতরের ৪০ কোটি, শিক্ষা খাতে ৩০ কোটি, স্বাস্থ্য খাতে ১০ কোটি, নিবিড় স্বাস্থ্য-বিধান প্রকল্পে সাড়ে ১২ কোটি টাকা বরাদ্দ হয়েছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.