ছিনতাই করা মোটরবাইক-সহ এক যুবককে গ্রেফতার করল ইলামবাজার পুলিশ। ধৃতের নাম ভুটু ওরফে কামরূপ শেখ। বাড়ি দুবরাজপুর থানার খোসমহম্মদপুরে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বর্ধমান জেলার কাঁকসা থানা এলাকার বসুধা গ্রামের বাসিন্দা পেশায় ব্যবসায়ী শান্তি অধিকারী রবিবার সকালে ইলামবাজার হয়ে বোলপুরে আসছিলেন। ইলামবাজার চৌপাহাড়ি জঙ্গলের কাছে তিন বাইক আরোহী তাঁর পথ আটকায়। শান্তিবাবুকে মারধর করে তারা বাইকটি ছিনতাই করে পালায়। শান্তিবাবু জানান, ওই দিনই ইলামবাজার থানায় অভিযোগ করেন। খবর পেয়ে ইলামবাজার থানার ওসির নেতৃত্বে পুলিশ দল দুবরাজপুর থানা এলাকায় হানা দেয়। খোসমহম্মদপুরের বাসিন্দা ভুটু শেখকে গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয় ছিনতাই হওয়া বাইকটি। জেলা পুলিশ সুপার হৃষিকেশ মিনা বলেন, “এলাকায় বাইক চুরি চক্রের সঙ্গে ধৃতের যোগাযোগ রয়েছে কি না খতিয়ে দেখছি। পাশাপাশি অন্য দুই ছিনতাইবাজেরও খোঁজ চলছে।”
|
ধান বোঝাই মিনি ট্রাকের সঙ্গে অন্য একটি ট্রাকের মুখোমুখি সংঘষের্র্ জখম হলেন পাঁচ জন। জখম সকলেই ধানের গাড়ির শ্রমিক। সোমবার দুপুরে দুর্ঘটনাটি ঘটেছে দুবরাজপুর থানা এলাকার হেতমপুরের কাছে, পানাগড়-দুবরাজপুর ১৪ নম্বর রাজ্য সড়কে। জখম সকলকেই প্রথমে দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয়। দু-জনকে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হলেও তিন জনকে সিউড়ি সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। এ দিন দুপুরে ধান বোঝাই মিনি ট্রাকটি ইলামবাজারের দিকে যাচ্ছিল। সেই সময় উল্টো দিক থেকে আাসা অন্য একটি ট্রাকে ধাক্কা লাগলে ধানের গাড়িটি গোলা ভেঙে রাস্তায় মুখ থুবড়ে পড়ে। জখম হন ওই গাড়িটির উপরে থাকা পাঁচ শ্রমিক।
|
কীটনাশক খেয়ে এক কিশোরী-সহ দু’জনের মৃত্যু হয়েছে। সোমবার ভোরে রামপুরহাট থানার নাইশর গ্রামের বাসিন্দা অরণ্য মণ্ডলকে (৬০) গুরুতর অসুস্থ অবস্থায় রামপুরহাট মহকুমা হাসপাতালে ভর্তি করা হলে সোমবার সকালে তাঁর মৃত্যু হয়। অন্য দিকে নলহাটি থানার আমলাই গ্রামের কিশোরী লিপিকা খাতুনকে (১৩) শনিবার রামপুরহাট মহকুমা হাসপাতালে অসুস্থ অবস্থায় ভর্তি করা হয়। রবিবার দুপুরে তার মৃত্যু হয়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পারিবারিক অশান্তির কারণে দুজনেই কীটনাশক খেয়ে আত্মঘাতী হয়েছেন।
|
জেলা কংগ্রেসের নতুন সভাপতি হলেন সৈয়দ সিরাজ জিম্মি। সোমবার প্রদেশ কংগ্রেস দফতরে জেলা কংগ্রেসের সভাপতি পরিবর্তনের কথা ঘোষণা করা হয়। সিরাজ জিম্মি বর্তমানে রামপুরহাট পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। দু’বার রামপুরহাট পুরসভার পুরপ্রধান ও একবার উপপুরপ্রধান ছিলেন। বছর দুয়েক জেলা কংগ্রেসের কার্যকরী সভাপতি হিসেবেও কাজ করেছেন। নতুন সভাপতি বলেন, “আমি সকল কংগ্রেসকর্মীদের নিয়ে একসঙ্গে কাজ করতে চাই।” প্রসঙ্গত, আগে ওই পদে ছিলেন হাঁসন কেন্দ্রের বিধায়ক অসিত মাল। তাঁকে রাজ্য কংগ্রেসের সাধারণ সম্পাদক করা হয়েছে। অসিতবাবু বলেন, “এটা দলের সিদ্ধান্ত।”
|
মুরারই থানার হরিশপুর গ্রামের যুবক দুলাল শেখকে (২৭) পিটিয়ে মারার অভিযোগে পুলিশ এখনও পর্যন্ত ৪ জনকে গ্রেফতার করেছে। জেলা পুলিশ সুপার হৃষিকেশ মিনা বলেন, “ওই ঘটনায় মোট ৩১ জনের নামে অভিযোগ দায়ের হয়েছে। তার মধ্যে ৪ জনকে ধরা হয়েছে। বাকিদের খোঁজে পুলিশি তল্লাশি চলছে।” পুলিশ জানায়, পুরনো বিবাদের জেরে রবিবার সকালে খুন হন দুলাল। অভিযোগ উঠেছে সিপিএমের বিরুদ্ধে। সিপিএম অবশ্য অভিযোগ অস্বীকার করেছে।
|
নানুরের পঞ্চায়েত সংলগ্ন মাঠে সোমবার হয়ে গেল তৃণমূলের ১১তম ব্লক সম্মেলন। উপস্থিত ছিলেন নানুরের বিধায়ক গদাধর হাজরা, সিউড়ির বিধায়ক স্বপনকান্তি ঘোষ, তৃণমূলের সংখ্যালঘু সেলের জেলা সভাপতি তথা কেতুগ্রামের বিধায়ক শেখ সাহনওয়াজ প্রমুখ।
|
ভষ্মীভূত হয়ে গেল একটি মাটির বাড়ি। রবিবার রাতে ঘটনাটি ঘটে দুবরাজপুর থানা এলাকার বক্রেশ্বর শিব মন্দিরের কাছে। |