মুশারফের বাড়ির দেওয়ালে নোটিস |
বেনজির ভুট্টো হত্যা মামলায় দেশের প্রাক্তন প্রেসিডেন্ট পারভেজ মুশারফকে আজ নোটিস পাঠাল শীর্ষ আদালত। এখন বিদেশে থাকেন মুশারফ। তাই প্রধান বিচারপতি ইফতিকার চৌধুরির নেতৃত্বাধীন তিন সদস্যের ডিভিসন বেঞ্চ তাঁর বাড়ির বাইরের দেওয়ালে নোটিসটি আটকে দেওয়ার নির্দেশ দিয়েছে। ভুট্টো হত্যা মামলায় মুশারফ-সহ ১৩ জনের বিরুদ্ধে দ্বিতীয় বার এফআইআর করার আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন ভুট্টোর প্রাক্তন প্রোটোকল অফিসার আসলাম চৌধুরি। সেই আর্জির পরিপ্রেক্ষিতেই এই নোটিস।
|
ওমানে দুর্ঘটনায় মৃত ৬ ভারতীয় |
জীবন্ত দগ্ধ হয়ে ওমানের রাজধানী মাসকটে প্রাণ হারালেন ৬ ভারতীয়। কেরলের বাসিন্দা এই ছয় জন এখানে শ্রমিকের কাজ করতেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দু’টি যাত্রিবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আগুন ধরে যায়। সোমবার পশ্চিম মালয়েশিয়ার একটি ট্যুরিস্ট বাস দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আরও দুই ভারতীয়।
|
জঙ্গি হামলায় নিহত ২৬ পুলিশ |
জঙ্গিদের হামলায় প্রাণ হারালেন ইরাকের ২৬ পুলিশ। স্থানীয় সময় রাত দু’টো নাগাদ সেনার উর্দি পরে হাদিথার পূর্ব এবং পশ্চিমে দু’টি পুলিশ চৌকিতে হামলা চালায় প্রায় ৫০ জন জঙ্গি। এর পর শহরের বাকি চৌকিগুলিতেও বিক্ষিপ্ত ভাবে হামলা চালায় তারা। হাদিথা পুলিশের মুখপাত্র মেজর তারিক সায়েহ হারদান জানিয়েছেন, জঙ্গিদের ফেলে যাওয়া একটি গাড়ি থেকে আল-কায়দার পুস্তিকা পাওয়া গিয়েছে। |