পর্যটন প্রসারে শিলিগুড়ির হিলকার্ট রোডের মৈনাক ট্যুরিস্ট লজে একটি অনুষ্ঠান করল বিহার পর্যটন দফতর। শনিবার অনুষ্ঠানের উদ্বোধন করেন শিলিগুড়ি পুরসভার মেয়র গঙ্গোত্রী দত্ত। উপস্থিত ছিলেন অর্জুন মান্তু ঘোষ। সেখানে বিহারের নানা পর্যটনস্থল নিয়ে প্রচার করা হয়। আলোচনা হয় বিহারের সংস্কৃতি নিয়েও। লোকসঙ্গীত-সহ নানা অনুষ্ঠান হয় দিনভর। বিহার পর্যটনের দফতরের দাবি, এখন বিহার আর আগের মতো নেই। যোগাযোগ ক্ষেত্র থেকে সমস্ত বিষয়েই উন্নতি হয়েছে। বিহারে পর্যটকদের আমন্ত্রণ জানিয়েছেন তাঁরা।
|
শনিবার ঘণ্টা দেড়েকের বিশেষ লেনদেনে নিস্তরঙ্গই থাকল শেয়ার বাজার। বিপর্যয় মোকাবিলার পরীক্ষামূলক মহড়া হিসেবে এ দিন সকাল ১১.১৫ থেকে ১২.৪৫ পর্যন্ত খোলা ছিল বম্বে ও ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ। তবে তাতে বড় মাপের কোনও উত্থান-পতন হয়নি। বিএসই-র সূচক সেনসেক্স মাত্র ০.১৯ পয়েন্ট বেড়ে থিতু হয়েছে ১৭,৬৩৬.৯৯ অঙ্কে। আর ০.০৫ পয়েন্ট উঠেছে নিফটি। |