সেনার লাগাতার বোমাবর্ষণে গত সাতাশ দিনে সিরিয়ায় হোমস শহরে নিহত হয়েছেন কমপক্ষে ৭০০ জন। এক আর্ন্তজাতিক মানবাধিকার সংগঠনের তথ্য অনুযায়ী প্রতি ঘণ্টায় অন্তত ১০০টি করে বোমা বিস্ফোরণ হচ্ছে। সিরিয়ায় শান্তি ফেরাতে ও দুর্গতদের ত্রাণ পৌঁছে দিতে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে আবেদন জানিয়েছে সংশ্লিষ্ট মানবাধিকার সংগঠন। এমনকী হোমস শহরের বিভিন্ন জায়গায় রুখে দেওয়া হয়েছে রেড ক্রস সোসাইটির ত্রাণ সরবরাহকে। প্রেসিডেন্ট বাসার-অল-আসাদের বিরোধীদের পিছু হঠাতেই হামলা চালাচ্ছে সেনা। শহরবাসীর বয়ান অনুযায়ী, ভোর থেকে রাত পর্যন্ত বোমাবাজি চলছে। কিছু এলাকায় দীর্ঘদিন ধরে জল ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। এর মধ্যে হোমস শহরের এক চিকিৎসক জানিয়েছেন, শুধুমাত্র চিকিৎসার অভাবেই মারা গিয়েছেন বহু মানুষ।
|
ম্যান্ডালেতে সমর্থকদের উদ্দেশ্যে হাত নাড়ছেন সু চি। ছবি: রয়টার্স
|
এক ব্যক্তি বাড়ির সামনে থেক বরফ সরাচ্ছেন। ছবি: রয়টার্স |