টুকরো খবর
নকল করে ধৃত আলিপুরদুয়ারে
মোবাইল ফোনের ব্লু টুথে পাঠানো উত্তর দেখে মাধ্যমিক পরীক্ষা দিতে গিয়ে ধরা পড়ল এক ছাত্র। শুক্রবার ঘটনাটি ঘটে আলিপুরদুয়ার শহরের বয়েজ হাই স্কুলে। নকলের এমন অত্যাধুনিক আয়োজন দেখে অবাক স্কুলের শিক্ষকরা। স্কুল সূত্রে জানা গিয়েছে, আলিপুরদুয়ার গোবিন্দ হাই স্কুলের ওই ছাত্র জামার পকেটে কলমের আদলে তৈরি ‘স্পিকার’ এবং জুতোর মোজায় লুকিয়ে রাখা মোবাইল ফোন নিয়ে দিব্যি পরীক্ষা দিয়ে যাচ্ছিল। এ দিন ভৌত বিজ্ঞান পরীক্ষায় সমস্ত জারিজুরি ফাঁস হয়ে যায়। বুক পকেটে রাখা কলমটি কিছুক্ষণ বাদে মুখের সামনে এনে ছাত্রটি কথা বলছিল। এটা দেখেই শিক্ষকদের সন্দেহ হয়। ওই ছাত্রকে কলমটি বাইরে বের করে দেখাতে বলেন। এর পরে অবাক হয়ে যান তাঁরা। শিক্ষকরা টের পান, কলমের আদলে তৈরি করা হয়েছে স্পিকার। কলমের পিছন দিকে অর্ধেকটা অংশই নেই। সেখানে আঠা দিয়ে আটকানো রয়েছে নানা ধরনের ইলেট্রনিক্স সার্কিট। দিব্যি কথা বলা যাচ্ছে ওই কলমের সাহায্যে। স্কুল কর্তৃপক্ষ ওই মোবাইল ফোন এবং ব্লু টুথ আটক করেছেন। ছাত্রটির অভিভাবককে ডেকে সমস্ত ঘটনা জানানো হয়েছে। প্রধান শিক্ষক শান্তনু দত্ত বলেন, “এ সব সিনেমায় দেখা যায়। আমরা ওই ছাত্রকে আলাদা ঘরে পরীক্ষার দেওয়ার ব্যবস্থা করেছি। উত্তরপত্রটিও মধ্য শিক্ষা পর্ষদের কাছে আলাদা খামে পাঠানো হবে। তাঁরাই এই ব্যাপারে সিদ্ধান্ত নেবেন।” প্রধান শিক্ষক জানান, মধ্যশিক্ষা পর্ষদের পরবর্তী নির্দেশ না-মেলা পর্যন্ত ছাত্রটি পরীক্ষা দিতে পারবে। প্রধান শিক্ষক বলেন, “ধরা পড়ে ওই ছাত্র লিখিত ভাবে অপরাধের কথা স্বীকার করেছে। সে জানায় ক্লাস নাইনের এক ছাত্র বাইরে থেকে মোবাইলে তাকে সাহায্য করছিল।” উদ্ধার করা ব্লু টুথের মাধ্যমে শিক্ষকেরা অন্য প্রান্তে ওই ছাত্রের সঙ্গে কথা বলেন।

বামেদের অভিযোগ
ছবি: রাজা বন্দ্যোপাধ্যায়।
গত ২৮শে ফেব্রুয়ারি দেশব্যাপী ধর্মঘটের পর ধমর্ঘট সমর্থনকারীদের বিরুদ্ধে মামলা করা ছাড়াও পুলিশি হেনস্থার অভিযোগ তুলল বামফ্রন্ট। এর প্রতিবাদে শুক্রবার জলপাইগুড়ি পুলিশ সুপারের অফিসের সামনে মিছিল করে এসে বিক্ষোভ দেখায় বামফ্রন্ট। জলপাইগুড়ির পুলিশ সুপারকে স্মারকলিপিও দেওয়া হয়। জেলা বামফ্রন্টের আহ্বায়ক তথা সিপিএমের জেলা সম্পাদক মানিক সান্যাল জানান, সমর্থকদের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহার করা ছাড়াও পুলিশি হেনস্থা বন্ধ করা না হলে আমরা বড়মাপের আন্দোলনে নামব। জলপাইগুড়ির পুলিশ সুপার সুগত সেন বলেন, “ধর্মঘটের দিনের প্রতিটি ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। অভিযোগ খতিয়ে দেখা হবে।”

২ তরুণী উদ্ধার
পুলিশের তৎপরতায় ভিন রাজ্য থেকে দুই তরুণীকে উদ্ধার করে আনা হল। ২৭ ফেব্রুয়ারি তাঁদের দিল্লি থেকে উদ্ধার করে আনা হয়। ওই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে এক বিবাহিত মহিলাকেও গ্রেফতার করেছে পুলিশ। গত ৮ ফেব্রুয়ারি রাজগঞ্জের শিকারপুর চা বাগানের ডিপুলাইন ও চিলকাপাড়া এলাকার ওই দুই গরিব পরিবারের দুই তরুণীকে কাজ পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে বিক্রি করে দেওয়া হয়েছিল বলে অভিযোগ।

অনশনে কর্মীরা
স্থায়ী চাকরির দাবিতে ফাঁসিদেওয়ার রাঙাপানি নুমালিগছ তেল শোধনাগারে লাগাতার অনশন ধর্মধটে বসেছেন ওই প্রকল্পের জমিদাতারা। বৃহস্পতিবার থেকে ওই অনশন ধর্মঘট শুরু হয়েছে। ওই জমিদাতাদের অভিযোগ, ওই প্রকল্প গড়ে তুলতে ৪ বছর আগে প্রায় ১০০ বিঘা কৃষি অধিগ্রহণ করা হয়েছিল। ওই সময় ক্ষতিগ্রস্তদের যোগ্যতানুযায়ী চাকরি দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছিল। কারও স্থায়ী চাকরি হয়নি। স্থানীয় কেপিপি নেতা গণ সিংহ বলেন, “স্থায়ী কর্মসংস্থানের ব্যবস্থা না হওয়া পর্যন্ত অবস্থান ধর্মঘট চলবে।”

এপ্রিলে সম্মেলন
সারা ভারত মতুয়া মহাসঙ্ঘের উদ্যোগে উত্তরবঙ্গ সম্মেলন হবে। আগামী ২২ এপ্রিল বাঘা যতীন পার্কে সভার আয়োজন করা হয়েছে। উদ্যোক্তারা জানান, মতুয়া মহাসঙ্ঘের অন্যতম বড় মা সম্মেলনে উপস্থিত থাকবেন। মতুয়া মহাসঙ্ঘের জলপাইগুড়ি এবং দার্জিলিং শাখার উদ্যোগে ওই সম্মেলন হবে।

আটক সন্দেহভাজন
দুই যুবক এবং এক তরুণীকে আটক করল ফাঁসিদেওয়া পুলিশ। বৃহস্পতিবার রাতে টহলদারি সময় ফাঁসিদেওয়া এলাকা থেকে তাঁদের আটক করে পুলিশ। পুলিশ সূত্রের খবর, এ দিন রাত ১০-১১ টা নাগাদ সন্দেহভাজন ওই দুই যুবক ও তরুণীকে আটক করার পরে জেরা করা হচ্ছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.